Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

সাময়িক পোষ্ট। বিজ্ঞপ্তি।

 
সাময়িক পোষ্ট। বিজ্ঞপ্তি।
========
আমেরিকা প্রবাসী একজন বয়স্ক শ্রদ্ধাজন ডাক্তার তার আত্নকথা বা অবিজ্ঞতা অনলাইনে লিপিবদ্ধ করে যেতে চান। এজন্য প্রয়োজন একজন দায়িত্ববোধ সম্পান্ন দক্ষ নির্ভুল লেখক। যিনি তার নিয়মিত রেকর্ডকৃত ফোনালাপগুলো লিখে ব্লগে প্রকাশ করে সহযোগিতা করবেন।

বি দ্রঃ উক্ত সহযোগীকে কিছু সম্মানী দেয়া হবে। কারণ, তিনি তার সময় শ্রম মেধা খরচ করবেন। কোনো রকম বিব্রতবোধ না করে ফেসবুক ইনবক্সে আলাপ করতে পারেন। https://www.facebook.com/profile.php?id=100000983716627
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আসাদুজ্জামান রাজু

    আটপৌরে সজ্জিত এই আমি-
    রোজ ধার করে বাতাস খেয়ে বাঁচি
    কি এমন আছে?
    কেন তবে অতটা অহঙ্কার ঠোঁটে ঝুলিয়ে রাখি।

     

    অসাধারন ।। (y)

    - মাইদুল আলম সিদ্দিকী

    কবিকে অসংখ্য শ্রদ্ধা আর কবিতায় অসংখ্য ভাললাগা জানালাম

    - আলমগীর সরকার লিটন

    দাদা

    বা সুন্দর অনুভূতির কবিতা

    ভাল লাগল

    Load more comments...

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

নতুন বর্ষের স্মৃতিকথন

 
ব্যাল্য বেলায় পাঠ্য পুস্তক তেমন না পড়লেও সিনেমার বিচিত্রা টিভি গাইড এসব বেশ মনযোগ সহকারেই পড়তাম। সে দিনের সেই চিলে কোঠায় কত গানের ক্যাসেট কত পত্রিকা কত হস্তচিত্র সবই ধুলোমলিন পরে আছে। জানি এগুলো আমার স্পর্শ ছারা আর কখনো প্রাণ ফিরে পাবেনা। দেশে গেলেও এখন আর আগের মত সে আগ্রহ সে সময় হয়ে ঊঠে না। সময়ের আবর্তে এভাবেই একসময় সবকিছুর আবেদন হারিয়ে যায়। তবে জমানো সে সব গান, পত্রিকা, আঁকা ছবি, গল্পের বই এগুলোর দর্শন আমাকে খুব সহজে অতীতে নিয়ে যায়, হারিয়ে যেতে পারি এক অদ্ভুত মোহচ্ছন্নতায়।
 
কুমার বিশ্ব জিৎ এর গান "তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসবে'' শুনতে বেশ ভালো লাগতো, ভালোলাগার অবশ্য কারণ ছিলো। ক্লাস ফাইভে থাকতে এই গানটি লেখা একটি চিরকুট পেয়েছিলাম একজন অবলা সরল কন্যার কাছ থেকে। তখন তো আবার চিঠি পত্র আদান প্রদানের যুগ। মোবাইল ইন্টারনেট ফেসবুক ভূমিষ্ঠ হয়ে পারেনি। আসলে ঐ সময়টি ছিলো এমনই, সবকিছুই রঙিন মনে হতো । প্রতিটা ঘটনা মনে দাগ কেটে যেতো এখন হয়তো হৃদয়ে অনেক ময়লার আস্তরণ জমেছে এজন্য সহজে দাগ কাটেনা।
 
যাইহোক ... সেই চিরকুট দাতাকে কুমার বিশ্বজিৎ এর গানটি শুনলেই মনে পরে যেতো। অনেক বছর পরের ঘটনা, একদিন আমি রাস্তায় হাটছি হঠাৎ দেখি বোরখা পড়া একজন ভদ্র মহিলা একটি শিশু সন্তান সাথে নিয়ে হেটে আসছে। সামনে হঠাৎ দাঁড়িয়ে বললো কেমন আছিস। নারীদের মুখে তুই তুকারি আমি তেমন শুনিনি। সবাই তুমি বা আপনি করেই বলতো। আমিও সবাইকে এমনি বলতাম। তাছাড়া আমি আবার চিঠি বা গোলাপ পেতে পছন্দ করতাম দিতে নয়। তাই অপরিচিত কাউকে চিঁঠি দিতে যেয়েও “তোর এত্তবড় সাহস আমারে চিঠি... continue reading
Likes ৩০ Comments
০ Shares

Comments (30)

  • - রুদ্র আমিন

    নববর্ষের শুভেচ্ছা রইল।

    • - মাসুম বাদল

      happy new year... 

    - তাহমিদুর রহমান

    শুধুই ছবি দাদা, কোন কথা নেইকো। শুভ হোক নতুন বছর।

    - ঘাস ফুল

    Load more comments...

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

ক্ষতিকর অসুস্থ্য সম্পর্ককে না বলুন

কেস স্টাডি একঃ সাম্প্রতি পত্রিকায় দেখলাম প্রবাসী স্বামীর বৌ এর সাথে ২০ বছর বয়সের এক যুবকের সম্পর্ক স্বামী দেশে এসে এদের ক্ষতিকর সম্পর্ক থেকে নিভৃত করতে না পেরে ছেলেটিকে হত্যা করে নিজে যেয়ে থানায় ধরা দেয়।
কেস স্টাডি দুইঃ একজন নারী দুজন পুরুষকে বিয়ে করেছে। পরে বিষয়টি জানাজানি হলে তাঁরা পারিবারিক ভাবে আইন আদালতের শরনাপন্ন হয়েছে।
এভাবে অভিনব রকম নানান খবর থাকে প্রতিদিনের দৈনিকগুলোতে। যার মধ্যে অধিকাংশ থাকে পরকিয়া প্রেম সহ বিবিধ রকম অসম সম্পর্কের খবর।
 যা  আসলে সুস্থ্য মস্তিষ্কে চিন্তা করলে একটি সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্রই ফুটে উঠে। যা দ্রুত গতিতে ক্যান্সারের মত ছড়িয়ে পরছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। সমাজ এগিয়ে চলছে অধঃপতনের দিকে। এসব খবর পড়ে শুধু শিহরে উঠলেই হয়না যা কোমল মতি শিশু কিশোরদের ব্রেনে একটি ভুল মেসেজও পৌঁছে যায়। যা দ্বারা তাঁরা প্রভাবিত হলেও হতে পারে। আবার তাদের সংবাদ পত্র পড়তে না দেয়াও উচিত নয়। সব মিলিয়ে আশঙ্কা দিন দিন বেরেই চলছে। নিজেকে ভাগ্যবান বলে দাবী করি এ কারণে যে  এখনি বয়সের ভালো একটা অংশ অতিবাহিত করে ফেলেছি। আরো দেরিতে পৃথিবীতে আসলে এই আশঙ্কায় যে আমাকে গ্রাস করতো না তা বলা যায়না। এখনি মাঝে মাঝে নদীর তীর খুঁজে পেতে কষ্ট হয়। পুরো নদীর পাড় কুয়াসায় আচ্ছন্ন হয়ে থাকে।
পত্রিকার ঐসব খবর এক শ্রেণীর বিকৃত রুচির মানুষ খুঁজে খুঁজে পড়ে বেশ আনন্দ লাভ করে ।
হয়তো এই রুচিবানরাই এসব ঘটনার বাস্তব নায়কও হয়ে যান নিজের অজান্তে।
আসলে এতক্ষন যা বললাম তা মূল লেখার অবতাড়না মাত্র। এবার আসল লেখায় প্রবেশ করি।  আমরা যদি একটু আমাদের সামাজিক জীবনের দিকে নিবিড় ভাবে তাকাই। এই খবরগুলো শুধু পত্রিকায় পাতায় গুটি কয়েক... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - লুৎফুর রহমান পাশা

    পথের শেষ নেই। আমরা জানিনা আমাদের গন্তবঃ কোথায়। যতদিন আমরা বেচে থাকব আমাদের পথ চলতেই হবে।

    • - শোয়েব হাসান রাজীব

      The woods are lovely, dark and deep.

      But i have promises to keep,

      And miles to go before i sleep,

      And miles to go before i sleep.

       

    - নীল সাধু

    শুভেচ্ছা শোয়েব।

    ভালো লিখছেন। অনেক ভাবনার সাথে আমি সহমত জানাই।

    সুন্দর থাকুন।

    - ঘাস ফুল

    পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। আমরা যেহেতু পথিক, তাই এই পথ সৃষ্টি চলতে থাকবে কাল থেকে কালান্তরে। লেখাটা ভাবনার অবকাশ করে দিয়েছে। শুভেচ্ছা জানবেন শোয়েব। 

    • - শোয়েব হাসান রাজীব

      many thanks @gash ful...

    Load more comments...

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

তোমারে বধীবে যে গোঁকুলে বাড়িছে সে...

মুসা (আঃ) -এর সময় যে ফেরাউন ছিল তিনি ১৮ তম রাজবংশের, তার নাম ‘কাবুস’ বলে উল্লেখ করা হয়। সে যুগে ফেরাউন হতো মিসরের সম্রাটের খেতাব। ফেরাউন যখন স্বপ্নে দেখলেন যে, বনী-ইসরাঈল বংশে জন্মগ্রহণকারী এক পুত্রসন্তান কর্তৃক তিনি বিতাড়িত হবেন। তার রাজত্বের অবসান ঘটবে এবং তার প্রবর্তিত দ্বীনের পরিবর্তন হবে। তখন তিনি তার পারিষদবর্গকে এ বিষয় অবিহত করলেন এবং এর ব্যাখা জানতে চাইলেন। হামান ছিলেন ফেরাউনের মন্ত্রী তাদের স্বপ্নের ব্যাখার ভিত্তিতে ফেরাউন শাঙ্কিত হয় এবং তার প্রতিকার হিসেবে তিনি ফরমান জারি করেন যে, বনী-ইসরাঈলের কোন নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়।
এত নিরাপত্তা এত পুত্র শিশু হত্যার পরেও সেই ফেরাউনের গৃহেই বড় হয় শিশু মুসা। ঠিক এই ঘটনার সাথে সনাতন ধর্মের মহা মানব শ্রী কৃষ্ণ এর জীবনের বেশ মিল পাওয়া যায়। সম্ববত শ্রী কৃষ্ণকে নিয়ে এমন মন্তব্য “তোমারে বধীবে যে গোঁকুলে বাড়িছে সে” করেছিলেন তখনকার জ্যোতিষগন। আমার মাঝে মাঝে মনে হয় এই দুইজন একই ব্যাক্তি কিনা। শুধু কালের প্রবাহে পরিমার্জন পরিবর্ধন হতে পারে। আমার সীমিত জ্ঞানের ধারনা মাত্র হতে পারে পুরোটাই ভুল বা সঠিক। তবে এখনো জানার চেষ্টা অব্যাহত আছে। এরকম মিল পাওয়া যায় খ্রিষ্টান ধর্মের আব্রাহাম, সনাতন ধর্মের ব্রহ্মা, ইসলামের ধর্মের ইব্রাহীম (আঃ), এই তিনজনের জীবনের সকল কাহিনী একই রকম। স্ত্রী পূত্র সহ সব কাহিনী একই রকম।
যাক ধর্মীয় আলোচনা না করে জাগতিক আলোচনা করাই ভালো। না হলে কে আবার কোন ফতোয়া দিয়ে দিবে। কারণ ইদানীং ভার্চুয়াল মুফতি মাওলানার প্রাদুর্ভাব খুব বেশি । তার চেয়ে যে ঘটনা গুলোর ভিতরে ধর্মীয় ঐ ঘটনাগুলোর মতই শিক্ষা রয়েছে বুদ্ধিমানদের জন্য সেগুলো নিয়ে কথা বলি।
আমরা যদি জুলিয়াস... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - ইসমাইল হোসেন

    বুদ্ধিজীবিরা রাজনীতির নামে অনেক ক্ষতি করতেছে।

    - নীল সাধু

    সুবিধাটা সকল তরফেরই। মুখস্ত বিদ্যার মত বুদ্ধিজীবীতায় বরং ভয় বেশি। 

     

    সার কথা।

    ধন্যবাদ এম রহমান। শুভেচ্ছা সালাহ উদ্দিন শুভ্রের জন্য! 

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

ফেলে যাওয়া মন

আবার ফিরে এলাম সেই গহীন পথে,
ফেলে যাওয়া মন কুড়িয়ে নিতে।
বড় অযত্নে অবহেলায়...
শিউলি তলায় ঝরা ফুলের সাথে
কত পদ আমাকে মাড়িয়ে গেছে।
ভেবেছিনু মনটি আমার,
তোমার হৃদয়ের ভাজে নীড় বেঁধেছে।
আজ এতটি বছর পর
অন্তরে আমার মরিচা ধরেছে
কিনার থেকে ক্ষয়েও গেছে
তুমি খেয়াল করবে কেমন করে
তোমার মনটা যে আমার কাছে
অক্ষতই রয়েছে সেই নদীর ধারে
ডাহুকের ডাকে জলের ছলাৎ ছলে।
২৩ মার্চ ২০১৩,
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - লুৎফুর রহমান পাশা

    আপনার ধারাবাহিক পোষ্টের আইডিয়াটা চমতকার।

    • - নাসির আহমেদ কাবুল

      ধন্যবাদ পাশা, আমি অনুপ্রাণিত হলাম। শুভ কামনা তোমার জন্য।

    - সনাতন পাঠক

    কত অজানা জানা হল

    ধন্যবাদ অনেক। 

    • - নাসির আহমেদ কাবুল

      ধন্যবাদ। শুভেচ্ছা

    - ঘাস ফুল

    আইয়ুবের মৌলিক গণতন্ত্রের জানলাম। রেডিও আর ট্রানজিস্টার নিয়ে আপনার অভিজ্ঞতাও বেশ ভালো লাগলো। দাদীকে দাদী বলে না ডাকার দুঃখটা মনে হয় আজও অনুভব করেন। কাউকে সম্বোধন না করার অভ্যাসটা কি এখনো আছে? আপনার সাথে আপনার কাক্কুর আচরণটা নির্ঘাত অন্যায় ছিল। তবে আমার মতে একই অন্যায় আপনিও করেছেন। কথায় আছে না, তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন'। 

    সব মিলিয়ে পুরনো দিনের কথাগুলো ভালো লাগলো কাবুল ভাই। ধন্যবাদ। 

    • - নাসির আহমেদ কাবুল

      লেখার ক্ষেত্রে অন্ততত উত্তম হতে পারতাম।  সেটা সত্যের অপলাপ হতো।  জীবনে যা ঘটেছে তাই বলে যেতে চাই। মানুষের কিছু কিছু ভুল থাকে। আমারো আছে। ধন্যবাদ।

    Load more comments...
Load more writings...