Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

আবির্ভাব

সবাইকে শুভেচ্ছা
আমি একজন সাধারণ মানুষ। কোন এক বর্ষায় হাতে কাজ না থাকায় লিখতে বসলাম।
লিখা শুরু হলো ,এবং লেখা শেষে নিজে আবার পাঠক হলাম। চক্ষুদ্বয় আমার চরগ গাছ।
কারণ অর্ধশত বানান ভুল ছিলো। নিজেকে তিরস্কার করলাম অখাদ্য কুখাদ্য লেখার জন্য।
নিজেকে প্রশ্ন করলাম কে দিয়েছে আমাকে বাংলা সাহিত্যের ক্ষতি করার দায়িত্ব?

উত্তর না কেউ দেয়নি ।তারপরেও কেন লিখছি?
লিখতে লিখতে যদি নিজের চিন্তা চেতনাকে অন্যের কাছে পৌঁছানো যায় ,নাই বা হলো সাহিত্য ।কি আর করা সবার জীবনে সব হয়না এটাই মেনে নিয়েছি। আমি অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পছন্দ করি যেমনি করি নিজের মতামতকে। অন্যের লেখায় মতামত দেই কখণো হাসির ছলে কখনো ভাবগম্ভীর পরিবেশে।
সব শেষে আমি কিছু শিখতে চাই। নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে চাই।

তাল গাছ আমার আমি কখণো দাবি করিনা। তবে তালের গুড় ও রস খেতে ভালোবাসি।

আমি নিয়মতি আসবোনা । মাঝে মাঝে দুপুর বেলার চাঁদ হয়ে নক্ষত্রের গগনে নিঃশব্দে উদিত হবো। কারো ভালোবাসা কুড়াবো কারো বিদ্রূপ, তবুও এগিয়ে যাবো।

সবার সুখ সমৃদ্ধি কামনায় আমি ”নিঃশব্দ যাত্রী”।

Likes ১৪ Comments
০ Share

Comments (14)

  • - তুহিন সরকার

    ধন্যবাদ, সঙ্গে একটা অভিযোগ পোস্টে ছবি যুক্তর ফিচার প্রক্রিয়াটি কি? ফিচারটি না তাকলে কবে সেই ফিচারটি যুক্ত হবে।

    জানালে আমার মত অনেকে কৃতজ্ঞ হবে।

    শুভকামনা রইল্

    - লুৎফুর রহমান পাশা

    তুহিন ভাই,

    কারিগরী ও অত্যন্ত উন্নত মানের এলবাম করা হচ্ছে বিধায় ছবি পোস্ট করার সরাসরি অপশনটি এই মুহুর্তে বন্ধ আছে। খুব তাড়াতাড়ি অপশনটি যুক্ত হবে। তবে কপি পেস্ট করে আপাতত ছবি আপলোড করা যেতে পারে।

    - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    অনেক অন্নেক ধন্যবাদ তোমাকে পাশা, আমার একাউন্ট টা ফিক্স করে দেওয়ার জন্য। তোমার জন্য শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

    • - লুৎফুর রহমান পাশা

      আপনাকে নক্ষত্র ব্লগে স্বাগতম আপু্। আশাকরছি ভালো কিছু লেখা পাবো আপনার কাছ থেকে।

       

    Load more comments...