Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভূতের আছড়

১০ বছর আগে লিখেছেন

ফেলে যাওয়া মন

আবার ফিরে এলাম সেই গহীন পথে,
ফেলে যাওয়া মন কুড়িয়ে নিতে।
বড় অযত্নে অবহেলায়...
শিউলি তলায় ঝরা ফুলের সাথে
কত পদ আমাকে মাড়িয়ে গেছে।

ভেবেছিনু মনটি আমার,
তোমার হৃদয়ের ভাজে নীড় বেঁধেছে।
আজ এতটি বছর পর
অন্তরে আমার মরিচা ধরেছে

কিনার থেকে ক্ষয়েও গেছে
তুমি খেয়াল করবে কেমন করে
তোমার মনটা যে আমার কাছে
অক্ষতই রয়েছে সেই নদীর ধারে
ডাহুকের ডাকে জলের ছলাৎ ছলে।

২৩ মার্চ ২০১৩,

Likes Comments
০ Share

Comments (7)

  • - লুৎফুর রহমান পাশা

    আপনার ধারাবাহিক পোষ্টের আইডিয়াটা চমতকার।

    • - নাসির আহমেদ কাবুল

      ধন্যবাদ পাশা, আমি অনুপ্রাণিত হলাম। শুভ কামনা তোমার জন্য।

    - সনাতন পাঠক

    কত অজানা জানা হল

    ধন্যবাদ অনেক। 

    • - নাসির আহমেদ কাবুল

      ধন্যবাদ। শুভেচ্ছা

    - ঘাস ফুল

    আইয়ুবের মৌলিক গণতন্ত্রের জানলাম। রেডিও আর ট্রানজিস্টার নিয়ে আপনার অভিজ্ঞতাও বেশ ভালো লাগলো। দাদীকে দাদী বলে না ডাকার দুঃখটা মনে হয় আজও অনুভব করেন। কাউকে সম্বোধন না করার অভ্যাসটা কি এখনো আছে? আপনার সাথে আপনার কাক্কুর আচরণটা নির্ঘাত অন্যায় ছিল। তবে আমার মতে একই অন্যায় আপনিও করেছেন। কথায় আছে না, তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন'। 

    সব মিলিয়ে পুরনো দিনের কথাগুলো ভালো লাগলো কাবুল ভাই। ধন্যবাদ। 

    • - নাসির আহমেদ কাবুল

      লেখার ক্ষেত্রে অন্ততত উত্তম হতে পারতাম।  সেটা সত্যের অপলাপ হতো।  জীবনে যা ঘটেছে তাই বলে যেতে চাই। মানুষের কিছু কিছু ভুল থাকে। আমারো আছে। ধন্যবাদ।

    Load more comments...