Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন চৌধুরী

১০ বছর আগে

এ বেলায় তোমায় জাগাবো না আর !

 

পরখ করতে চাও ? কর তবে

এ বেলায় তোমায়  জাগাবো না আর !

চিরতার বীজ বুনে দিয়ে যেও

সবুজ উর্বর জমিতে

তিক্ত স্বাদে –স্বাদে বুঝে নেবো আমি

ভালবাসা -আহ্ সে যে কি অমৃত !

 

কেটে যাক প্রিয় যত পোষালি প্রহর

আবেগী ঝাঁজে –ঝাঁজে কাঁপবো না একটু ও আমি

মৌন আকাশ এত দুর্বল ভাবো কি ?

গেড়ে বসে পূজবো বুঝি তোমার চরণ !

না,কখনোই না ।

অসম্ভবের পাড় ঘেঁষে ঘেঁষে উদলা পায়ে পৃথিবীরে আমি চিনেছি

অসাধ্যের পাহাড় ডিঙ্গিয়েছি একলা ,একাকী ।

বুঝেছো কি ? বা বুজতে চেয়েছো কি ?

ঈর্ষায় জ্বলতে চাও ? জ্বলো  তবে

এবেলায় তোমায় আর জাগাবো না !

 

এত দ্বিধা ! এত সতেজ দ্বিধা প্রোথিত তোমার বুকে ?

নীল নরকে ছড়াও উত্তাপ

আরও ছড়াও ----

লু-হাওয়ায় ভেসে যাবে তুমি নিজেই

এবেলায় তোমায় কিন্তু জাগাবো না আর !

 

নস্টালজিয়া’য় আক্রান্ত হয়ে আমি স্থির হবো

অনেকটা স্থির –সেই স্রোতহীন নদীটা’র মতো !

তারপর ---?

তারপর আবার নিজস্ব শৈলীতে নিজেকে ঠিক ততবার রাঙ্গাবো

যতবার তুমি আমায় পরখ করতে চাও !

 

 

০ Likes ১৪ Comments ০ Share ৩৯৪ Views

Comments (14)

  • - ঘাস ফুল

    যেহেতু আগেই পড়েছি, তাই আর বিস্তারিত মন্তব্যে গেলাম না। শুভ কামনা রইলো তোমার জন্য। ভালো থেকো। 

    - নাসরিন চৌধুরী

    হুম জানি ভাইয়া ,আমি ট্রাই করছিলাম পারি কিনা পোষ্ট দিতে ।ভাল থেকো তোমরা ।

    - সনাতন পাঠক

    তোমার আঙ্গিনা আবার সুশোভিত আজ 
    নীল বাতি-লাল বাতি –হলুদ বাতি 
    কেন জানি ওরা আমায় জিভ দেখায় ---।
    অবিশ্রুত আমি ,অজাগল স্তনের মতো 
    বুকের ভেতর সেই নীল ব্যথা –লাল ব্যথা –হলুদ ব্যথা
    অজান্তেই আবার সবুজ হয়ে ওঠল ! 

     

    অসাধারণ। খুব ভালো লেগেছে।

    • - নাসরিন চৌধুরী

      ধন্যবাদ আপনাকে রোদছায়া কবিতাটি পড়েছেন বলে ।ভাল থাকুন ।

    Load more comments...