Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইখতামিন সালমান

১০ বছর আগে

হারিয়েই যাবে যদি.. তবে কেনো এসেছিলে

নাহ..

এখন আর আমাদের চলার পথে দেখা হয়না। আচমকা

ফোনে বা স্কাইপে কথা বলা হয়না এখন আর

আমরা এখন আর চিঠি চালাচালি করিনা

পরোক্ষ ভাবে কেউ কারও খবরও নিইনা আমরা

ফেসবুকে মেসেজ দিয়ে রাখিনা আর

 

এমনটাই যদি চেয়েছিলি.. তবে বন্ধু বেশে হাতটা ধরেছিলি কেনো

ইচ্ছে থাকলেও জানার হয়তো সুযোগ নেই

হয়তো নেই কোনও অধিকার

আমি কি তোর কিছু ছিলাম? ছিলাম কেউ একজন? নাহ..

০ Likes ১২ Comments ০ Share ৬০৫ Views

Comments (12)

  • - নীল সাধু

    শুভেচ্ছা তাহমিদ। 

    মনে হচ্ছে অনেক দিন পর তোমার কবিতা পড়লাম, তুমিতো বহুদিন কবিতা পোষ্ট দাওনা। তাই বোধহয়। 

    আমার মনে হচ্ছে এই কবিতাটি আমি আগেও পড়েছি।

     

    ভালো থেকো। শুভেচ্ছা নিরন্তর।

     

    • - তাহমিদুর রহমান

      হুম

    - ঘাস ফুল

    দুঃখিত তাহমিদুর ভাই, কবিতার অন্তর্নিহিত বার্তাটা ধরতে পারি নাই। পারলে কষ্ট করে একটু ধরিয়ে দিয়েন। ধন্যবাদ। 

    - মাসুম বাদল

    ভালো লিখেছেন