Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অয়ন আবদুল্লাহ

১০ বছর আগে লিখেছেন

একটি অপরিনত স্বপ্ন

গহিনের অন্তর্ধানে যে ব্যথায় ব্যথিত এ হৃদয়,
তুমি বা তোমরা জানো না তার পরিচয়।
কতটুকু রক্তে রঞ্জিত আমার এই কালো বুক,
শুকায়নি আজো সে যাতনার মলিন সুখ।
পাললিক মনের যাবতিয় ভালো থাকা আজ বিলাসিতা।
গহিনের শব্দে কিসের যেন আবেগি বিষন্ন আকুলতা।
পেছনের ভুলেরা সব আজ করে শুধু পরিহাস।
আমি ঘর বানাই বিবাগী ঐ নীল আকাশ।
মিথ্যের অসুর বলয় ভেদ করে আমি তাকে ফেরাবোই।
জেনে রেখো তার ধূসর উঠোনে রোদ আমি ছড়াবোই।
তুমি বা তোমরা জানো না আজো কেন আমি একা,
জোছনার অপেক্ষায় আমি, শুধু তার জন্যেই বসে থাকা...
  continue reading
Likes Comments
০ Shares

অয়ন আবদুল্লাহ

১০ বছর আগে লিখেছেন

অনোন্যপায়

মৃত আমি,
শহরের জঞ্জাল হাতড়ে,
খুঁজে বেড়াই জীবনের খড়কুটো।
মিথ্যের আবাসের মাঝেই
বসত গড়ে আমার ছোট্ট সত্যগুলো।
অস্থির কোলাহলে দম নেয় বারবার
আমার বিশুদ্ধ বাতাস।
হাপিয়ে ওঠে,
নিষিক্ত বিজের মতো গড়ে ওঠা
আমার ভবিষ্যৎ।
আমি কান পাতি,
শুনবো বলে অনেক চিৎকারের মাঝে
একটি প্রিয় ডাক।
হতাশ হই,
তবু বারেবারে আবার আসি ফিরে
বাঁচার আকুতি নিয়ে...
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - রুদ্র আমিন

    শেয়ার করার জন্য ধন্যবাদ পাশা ভাই। চাকা আবিস্কারের তথ্য জেনে ভাল লাগল। এটাও জানতে পারলাম চাকা আবিস্কারের বহু বছর পূর্বেও চাকার অস্তিত্ব ছিল।

    বাংলা নববর্ষ ১৪২১ সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ। শুভনববর্ষ।

    • - লুৎফুর রহমান পাশা

      আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা আমিনুল ইসলাম

       

    - মোঃসরোয়ার জাহান

    khub khub khub valo laglo...!

    • - লুৎফুর রহমান পাশা

      ভালো থাকুন নিরন্তর

    - গাজী নিষাদ

    অনেক ভাল লাগলো। বিশেষ করে আপনার জ্ঞানগর্ভ সব লিখাই আমার ভাল লাগে। বৈশাখী শুভেচ্ছা রইলো ভাই।

    • - লুৎফুর রহমান পাশা

      আপনাকে বৈশাখি শুভেচ্ছা

    Load more comments...

অয়ন আবদুল্লাহ

১০ বছর আগে লিখেছেন

প্রহেলিকা সুখ

হৃদয়ের আপেক্ষিক কষ্টগুলো এখন আর দহে না আমাকে
রাত্রির আবর্তন শেষে যখন আলো আসে তখনো
আমি নিরব যাতনায় পুড়ি,
একা।
কালের ঘড়ি যখন থমকে যায় শেষ মুহূর্তে,
আমি পাখি হয়ে উড়ে যাই নীল সীমানায়।
দুরন্ত আহবানে কখনো উজাড় হই স্মৃতির সায়রে।
সেখানে কিছু নিরব বার্তা শোনায় আমায় কালের আবর্তন।
ফেনিল সে স্রোতে ভেসে যাই অবারচিন আমি।
আর নিরব দর্শক হয়ে এ শহর দেখে যায় শুধু।
কখনো মেঘের খেলা শেষে, আসে নিদারুণ উত্তাপ।
এক বর্ষায় হাজারবার পোড়ায় আমায়।
আমি দিখন্ডিত হয়েছি বারংবার শুধু প্রহেলিকার আলোয়।
আর খঞ্জর হাতে ন্যস্ত ওরা আমার অপেক্ষায়।
আমি বিবাগী নই, আবেগী নই, তবু বারেবার
হাজারবার কেঁদে উঠি, নিঃশব্দে।
কেউ শোনে না সেই শব্দের আহাজারি,
আমার বুকের ভেতর মাথা কুটে কুটে মরে,
সুখের ডানাভাঙ্গা পাখিটা।
আমি তাকে দেই স্বান্তনা, প্রতিটি ভোরে, প্রতিটি রাতে
আর অকথ্য যাতনায় পুড়ি,
একা............
  continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - মুন জারিন আলম

    রবীন্দ্রনাথের কোন বিকল্প নাই এবং রবীন্দ্রসহিত্যের কোন বিকল্প খুজে পাওয়া যাবেনা।আপনার লেখার ও বিকল্প বিতর্ক থাকতে পারেনা।এক অদ্বীতিয়তম নির্ভূল মেসেজে শুদ্ধ প্রানবন্ত লেখা।ধন্যবাদ রবীন্দ্রনাথ কে নিয়ে চমৎকার লেখার জন্য।

    নববর্ষের শুভেচ্ছা রইল। 

অয়ন আবদুল্লাহ

১০ বছর আগে লিখেছেন

বেঁচে থাকার কাব্য

কেউ কেউ বাঁচে বাচার তাগিদে
কেউ বাঁচে মরে মরে।
কেউ বা বাঁচে নিজের জন্যে
কেউবা পরের তরে।
কেউ কেউ বাঁচে বেচতে নিজের
সবটুকু রূপ রস।
কেউ কেউ বাঁচে অন্যকে শুধু
করতে নিজের বশ।
কেউ বাঁচে শুধু বোঝার জন্যে-
জীবন মানে কি।
কেউ কেউ বাঁচে জ্ঞানের তরে,
তবু সবটা জানে কি?
কেউ কেউ বাঁচে অল্প পেয়ে
অনেক অনেক সুখে।
কেউ কেউ বাঁচে অনেক পেয়েও
না পাওয়ার অসুখে...
  continue reading
Likes Comments
০ Shares

অয়ন আবদুল্লাহ

১০ বছর আগে লিখেছেন

হিংস্র আর্তনাদ

দ্বিপদী জন্তু আমি এক,
খুবলে খুবলে খাই মাংসল ইতিহাস।
জরাজীর্ণ জঠরের রসে শান্ত করি আমার পিয়াস!
আস্তাকুরের কুকুরের মতো,
সামান্যতেই করি হানাহানি!
আর তাতেই উল্লসিত আমার ঐতিহ্য
আমারে করে সম্মানী!
কি কঠিন বিবরের ভেতর আমার বসবাস!
অশান্ত দুনিয়াকে শুনাই আমি
শান্তির পয়গাম।
আর আমার হাতেই লেপ্টে থাকে
রক্তে লেপা ঘাম,
আর কিছু অদ্ভুত নিঃশ্বাস...
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - বাঙলা বেলায়েত

    ভাল লাগা জানালাম।

    • - কাফাশ মুনহামাননা

      ধন্যবাদ

    - মাইদুল আলম সিদ্দিকী

    অসাধারণ লিখেছেন কবি 

Load more writings...