Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ মুজিব উল্লাহ

১০ বছর আগে লিখেছেন

ইতস্ততবোধ

::: বাউণ্ডুলে প্রেম :::
ভালোবাসাতে ডুুবে যাওয়ার পূর্বক্ষণে থমকে গেলে
নগরীর সব কুয়াশা জমে যায়। অনুভূূতিতে নামে শীত,
সিগন্যালের রঙ সবুজ থেকে ক্রমশ: হয়ে যায় লাল---
ইচ্ছের স্রোতে ভাটা আসে!
অথচ তোমার মনের এ্যাভিনিউতে
আমার অবয়বের পোস্টার বিদ্যমান।
কিউট মশাগুলো খুবই ভালোবাসে যুগল ব্লাড---
তাদের আহবানে উষ্ণ সেতুবন্ধন গড়ে ক্রিসমাসে
দ্রোহে ও প্রেমে কথা বলতে শিখুক লাজুক চাহনি।
২৫ ডিসেম্বর ২০১৩ ইং ।   
::: মৌসুমী হাওয়া :::
চমকের উষ্ণ শহরে অস্থিরতা খুব
লুটপাট হওয়া প্রেমে ও কামে,
বদলে যাচ্ছে বায়না ইশারায় রোজ
তোমাদের ভালোলাগার জানালা;
মন্থর মৌসুমে যদি উঠে মরুঝড়
গতিময় সাপের দেহ খসে পড়বে!
::: ইতস্ততবোধ :::
চেনা মুখের লাজুকতায় অকপট ক্রাশ?
হৃৎকম্পনের ফাঁকে হাসির অবকাশ
ইঙিতময় ঢঙে ক্ষণিকের কথা বলা
চোখের রোদে সমান্তরালে নিরবে পথচলা
হতে পারে তোমার কৌশলী প্রতিরোধ
নিরাপদ হাওয়ায় নিয়ে নিও প্রতিশোধ!
তোমার ইতস্ততবোধ অনন্ত প্রেমের রুটে?
'ভালোবাসি' বলে বিশুদ্ধতায় উঠো ফুটে।
২১ ডিসেম্বর, ২০১৩ ইং।            
continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

  • - ধ্রুব তারা

    অ্যাজ ইউজুয়াল। অসাধারণ

    • - এই মেঘ এই রোদ্দুর

      আন্তরিক ধন্যবাদ

    - আলমগীর সরকার লিটন

    ছবিগুলো ভাল লাগল আপা

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ ভাইয়া

    - রুদ্র আমিন

    পাহাড়ের দৃশ্য চোখে পড়লেই মনে পড়ে ১৯৯৩-১৯৯৬ সালের কথা, খাগড়াছড়ির কথা, তখন আলোর টিলা নামক পর্যটন এতো সুন্দর ছিল না বট গাছের চারপাশ শুধুই ইটের বেড়া ছিল। তিন চার বছরে যতটা ফল খেয়ে আমার বাকি বয়সেও তা খাওয়া হয়নি। তাই মনে পড়ে গেল। শেয়ার করার জন্য।

    • - এই মেঘ এই রোদ্দুর

      হুম ...... সবুজ আসলেই আমাদের প্রাণ ভরায় । আর আমরা অবাধে গাছপালা কেটে ফেলি

    Load more comments...

মোঃ মুজিব উল্লাহ

১০ বছর আগে লিখেছেন

গল্প : পৃথিবীতে শেষ শব্দসমূহ

মূল: নিকোল ক্রাস অনুবাদপ্রচেস্টায়:  মোঃ মুজিব উল্লাহ
১.
আগামীকাল অথবা পরবর্তি দিনে তারা যখন আমার শোকবার্তা লিখবে তখন সেখানে বলা হবে``ফালতু জিনিসে পূর্ণ একটি কামরা লিও গোরস্কিকে বাঁচিয়ে রাখে।`` আমাকে জীবন্ত সমাধিস্থ করা হয়নি বলে আমি বিস্মিত। বিছানা ও শৌচাগার, শৌচাগার ও রান্নার টেবিল এবং টেবিল ও সামনের দরজার মাঝের পথটুকু মুক্ত রাখতে আমাকে সংগ্রাম করতে হয়। আমি যদি শৌচাগার থেকে সামনের দরজায় যেতে চাই আমাকে রান্নার টেবিলের পথে যেতে হয়। আমি বিছানাকে একটি ঘরোয়া থালারূপে কল্পনা করতে পছন্দ করি, প্রথমত শৌচাগার, দ্বিতীয়ত রান্নার টেবিল, তৃতীয়ত সম্মুখ দরজা হিসেবে। যখন আমি শায়িত থাকি তখন কি দরজাঘণ্টি বাজা উচিত? অথচ দরজায় পৌঁছতে আমাকে শৌচাগার ও রান্নার টেবিল পাড়ি দিতে হয়। যদি ব্রুনো ঘণ্টিটি বাজায় তবে তাকে নিঃশব্দে আমি যেতে দিই। তারপর ধীরগতিতে বিছানায় ফিরে আসি। তখনো অদৃশ্য ভীড়ের গর্জন আমার কানে বাজে।
জীবদ্দশায় কে আমাকে শেষ দেখবে তা নিয়ে আমি প্রায়ই ভাবি। এ নিয়ে যদি আমাকে বাজি ধরতে হতো তবে আমি চাইনিজ টেকআউট এর বিতরণকারী বালকটির উপর ধরতাম। আমি তাকে সাত রাতের চার রাতে ফরমায়েশ দিই। যখনই সে আসে তখনই আমি আমার মানিব্যাগ খুঁজে বের করাতে গিয়ে একটি বড়ধরনের নাটক করি। যখন আমি ভাবি এটি যদি বিছানায় আরোহণ করা আমার জীবনের শেষ রজনী হয় এবং আমার ঘুমের মাঝে প্রাণহরণ ঘটায় তখনও সে তেলচিটে ব্যাগটি ধরে দরজায় দাঁড়িয়ে থাকে।    
আমি দেখার একটি বিন্দু তৈরি করতে চেস্টা করি। প্রায়ই যখন আমি বাইরে যাবো আমি একটি জুস কিনবো যদিও আমি তৃষ্ণার্ত নই। যদি দোকানে ভীড় থাকে আমি মাঝে মাঝে ততদূর যাবো যাতে আমার বদলানো সামগ্রী সমগ্র মেঝেতে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সর্বত্র ছড়িয়ে থাকার মত পতিত হয়। আমি... continue reading
Likes ২১ Comments
০ Shares

মোঃ মুজিব উল্লাহ

১০ বছর আগে লিখেছেন

অপরাজিতা, তোমার জন্য চিরকুট

::: অপরাজিতা, তোমার জন্য চিরকুট :::
সেই সোনালী প্রহরগুলো কি কেবলই স্মৃতি?
তোমাকে খুঁজে ফিরি অপরাজিতা এ বেলায়
অন্জলির ভালোবাসাকে শচীন দেয় স্বীকৃতি
যেমনি তুমি দিয়েছিলে একদিন আমায়
যেদিন তুমি হঠাত চলে গেলে পৃথিবী ছেড়ে
সেদিন আমি হেরে গেলেও ভালোবাসা যায়নি তো মরে
কেটে গেল তারপর কত দিন, কত এলোমেলো সময়
আজো বলি, এভাবে কি নিরবে চলে যেতে হয়?
দেখো নগরীতে রাত নামছে, স্মৃতির প্রবাহ আমারও মনে
তবে তুমি আছো সর্বদা সোনালী সময়ের মত আত্মার বন্ধনে ...
১৬ নভেম্বর, ২০১৩ ইং।  
continue reading
Likes ১২ Comments
০ Shares

Comments (12)

  • - মাসুম বাদল

    হৃদয়ে ১৬ই ডিসেম্বর... 

    • - আলমগীর সরকার লিটন

      সুন্দর মন্তব্য

      আপনাকে জানাই
      বিজয় দিবসের শুভেচ্ছা----------

    - ধ্রুব তারা

    তোমার আমার অন্তর জুড়ে

    সোনার পাতায় ইতিহাস কথা বলবে

    সময়ের কাটা ঘুরে ঘুরে অন্তকাল ধরে;

    ১৬ই ডিসেম্বর আসবে বাঙ্গালীদের ঘরে

    ঠিক যখন টিক টিক ১২টা।।

     

    • - আলমগীর সরকার লিটন

      সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

      আপনাকে জানাই
      বিজয় দিবসের শুভেচ্ছা----------

    - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

    আজ রাত ১২টা। ঠিক সময়েই কবিতা দিয়েছেন।

    শুভকামনা!

    • - আলমগীর সরকার লিটন

      দাদা

      কি খবর --

      আপনাকে জানাই
      বিজয় দিবসের শুভেচ্ছা----------

    Load more comments...

মোঃ মুজিব উল্লাহ

১০ বছর আগে লিখেছেন

অনূদিত আধুনিক কবিতা

::: অজেয়/উইলিয়াম আর্নেষ্ট হেনলি :::
নিশির বাইরে যা আমায় আবৃত রাখে,
মেরু থেকে মেরুতে কৃষ্ণকায় পিটের মত,
ইশ্বর যেমনই হোক আমি ধন্যবাদ দিই
আমার অজেয় আত্মার জন্য।

পরিস্থিতির থাবায় পরে
আমি না হয়েছি সংকুচিত, না উচ্চস্বরে কেঁদেছি।
ভাগ্যের করাঘাতে
আমার শির রক্তাক্ত, কিন্তু অনমিত।

ক্রোধ ও অশ্রুজলের এই স্থানটি ছাড়িয়ে
তাঁবু কিন্তু ভয়াবহ অন্ধকার,
এবং এতদসত্বেও বছরসমূহের ভীতিপ্রদর্শন
আমাকে দেখে ও দেখতে পাবে নির্ভীক।

দ্বার কেমন সরু বিবেচ্য নয়,
নয় যেভাবে পাকানো শাস্তিতে অভিযুক্তি,
আমিই আমার ভাগ্যের প্রভু:
আমিই আমার আত্মার সেনাপতি।
[সংক্ষিপ্ত কবি পরিচিতি: উইলিয়াম আর্নেষ্ট হেনলি ১৮৪৯ সালে গ্লুচেস্টারে জন্মগ্রহণকারী একজন ইংরেজ কবি, সম্পাদক এবং সমালোচক। তিনি ক্রিপ্ট গ্রামার স্কুুলে পড়াশুনা করেন। কৈশোরে তার পুস্তক বিক্রেতা বাবা মারা যান। মাত্র ১২ বছর বয়সে তিনি ক্ষয়রোগগ্রস্থ সন্ধিপ্রদাহে আক্রান্ত হলে এক পা এর হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে হয়। তিনি হাসপাতালে থাকা অবস্থায় "ইনভিক্টাস"সহ অসংখ্য কবিতা লেখা শুরু করেন। অভ্যন্তরীণ শক্তি ও অধ্যবসায় তার কবিতাগুলোর প্রধান থিম। তার অনেক কবিতাসংগ্রহের মধ্যে রয়েছে এ বুক অব ভার্সেস (১৮৮৮), লন্ডন ভলান্টারিস (১৮৯৩), হাথর্ণ এণ্ড লেভাণ্ডার (১৮৯৯)। হেনলি স্কটস অবজারভার (যা পরবর্তিতে ন্যাশনাল অবজারভার হয়) ও ম্যাগাজিন অব আর্ট সম্পাদনা করেনন। একটি অসাধারণ ও বৈচিত্রময় জীবন শেষে, বিশেষত সাংবাদিকতায়, তিনি ১৯০৩ সালে পরলোকগমন করেন।]
অনুবাদপ্রচেস্টায়: মোঃ মুজিব উল্লাহ
continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

  • - লুৎফুর রহমান পাশা

    প্রেমের কবিতা। ভাল লেগেছে

    • - মোঃ নাজিম উদ্দিন

      ধন্যবাদ এস এম পাশা

    - সনাতন পাঠক

    সুন্দর কবিতা।

    ভালো লেগেছে। ধন্যবাদ।

    • - মোঃ নাজিম উদ্দিন

      ধন্যবাদ রোদ ছায়া

    - এম রহমান

    কবিতাটা অনেকটা গদ্যের মত হয়েছে।

    আরো কাব্যিক হলে আরো ভাল লাগতো্

    শূভ কামনা প্রিয়

    • - মোঃ নাজিম উদ্দিন

      সহমত! ধন্যবাদ রহমান

    Load more comments...

মোঃ মুজিব উল্লাহ

১০ বছর আগে লিখেছেন

খুনশুটির রোমন্থনে

বহুদিন পরে 
অনুভবের খোয়াবে নয়,  
স্পর্শের কথামালায়    
তোমার চিবুকে ভোরে   
খেলেছে কানামাছি ভোঁ ভোঁ   
দ্বিধাহীন প্রেমে প্রত্যাশিত প্রজাপতি।       
নির্জন করিডোরে ঢেউ উঠে    
অপরূপ খুনশুটির রোমন্থনে;   
ছুঁয়ে যায় ব্যাকুলতা নিশ্চুপে    
নির্মল মুগ্ধতার রেশমী চুলে   
অর্ধেক আভাসে পূর্ণতার উপকূলে।  
১১ নভেম্বর, ২০১৩ ইং
continue reading
Likes ১১ Comments
০ Shares

Comments (11)

  • - ঘাস ফুল

    কবিতায় একজন পোড় খাওয়া মানুষের কষ্টের কথা প্রকাশ পেয়েছে। যেন সব কিছু হারিয়ে নিঃস্ব কোন ব্যক্তি। কবিতা ভালো লেগেছে কিন্তু কষ্টটা আমাকেও কষ্ট দিয়ে গেলো। ধন্যবাদ নীল আকাশের কাক। 

    • - অয়ন আবদুল্লাহ

      ধন্যবাদ #ঘাস ফুল

       

    - প্রহরী

    কষ্টের আগুন পোড়া অভিমানি মানুষের মুখ।

    মনে মনে বাজছে," আজ আমার কোনও সত্ত্বা নেই।"

     

    • - অয়ন আবদুল্লাহ

      ধন্যবাদ #প্রহরী

       

    - লুৎফুর রহমান পাশা

    আজ আমার কোনও সত্তা নেই।।
    আমি আজ সত্তাহীন।
    আমার রাস্তার আলোয় হুটপুটি করে
    হার না মানা সুখ,
    আমি তাদের কাছেই সপেছি আমার বুক
    হয়ে ভয়হীন।

    এই এক ছত্রেই পুরো কবিতার ফ্লেভার পাওয়া যায়।

    • - অয়ন আবদুল্লাহ

      ধন্যবাদ #পাশা

       

    Load more comments...
Load more writings...