Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সনাতন পাঠক

১০ বছর আগে লিখেছেন

আপনি কতটুকু ‘আকর্ষনীয়’?

 
 

বর্তমান যুগে সবাই আকর্ষনীয় হয়ে উঠতে চায়। কিন্তু আকর্ষনীয় বলতে আসলে কী বোঝায়?
রূপ, দেহের সৌন্দর্য, ব্যক্তিত্ব নাকি মন কাড়া বাচন ভঙ্গি- কোনটা আকর্ষনের পরিমাপক?
প্রকৃত পক্ষে কারো কাছে আকর্ষনীয় হয়ে উঠার জন্য অনেক গুলো গুণাবলীর সমন্বয় প্রয়োজন।
একটি গুণ ছাড়া অপরটি অচল। কেবল সৌন্দর্যের আকর্ষন যেমন বেশিক্ষন স্থায়ী হয় না, ঠিক তেমনই শুধুমাত্র ব্যক্তিত্বও অনেক সময় আকর্ষন সৃষ্টি করতে পারে না।
আপনি কতটুকুন আকর্ষণীয়?
তা জেনে নিতে পারবেন কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে।
কুইজের প্রশ্ন গুলোর উত্তর দেয়ার সময় কোনো রকমের ছল চাতুরী চলবে না।
সবার প্রথমে যে উত্তরটি নিজের সঙ্গে মিলে যাবে সেটার সঙ্গেই সংখ্যা মিলিয়ে নিন।
উত্তর মিলিয়ে জেনে নিন আপনি কতটুকু ‘আকর্ষনীয়’!
১) বিপরীত লিঙ্গের বন্ধু সংখ্যা কেমন?
    নেই
    ২/৩ জন
    ১০-২৫ জন
    অগনিত
২) এই পর্যন্ত কয়টা প্রেম করেছেন?
    একটিই
    কখনোই করিনি
    প্রেম করা খারাপ
    বেশ কয়েকটি
৩) ফেসবুকে বন্ধু সংখ্যা কি রকম?
    ১০০-৪৯৯
    ৫০০-১০০
    ১০০০ এর বেশি
    ২০০০ এর বেশি
৪) আপনার কি হাল ফ্যাশনে আগ্রহ আছে?
    একেবারেই নেই
    সারাক্ষণই লেটেস্ট ফ্যাশনে কি আছে তা নাড়াচাড়া করি
    মোটামুটি আগ্রহ আছে, তবে নিজের সাথে মানানসই ফ্যাশন
    ফ্যাশনেবল থাকতে পছন্দ করি, তবে একটা সীমার মাঝে
৫) এই পর্যন্ত কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন?
    একটিও না
    ৪/৫ টি
    অনেক গুলো
    একটি
৬) শেষ কবে নতুন হেয়ার কাট দিয়েছেন?
    প্রায় ৫ বছর ধরে একই হেয়ার স্টাইল আছে
    প্রায় ১ বছর হয়ে গিয়েছে নতুন হেয়ার স্টাইল করা হয়নি
    ৫/৬ মাস আগেই নতুন হেয়ার স্টাইল করেছি
    বেমানান লাগার ভয়ে হেয়ার স্টাইল বদলান না সহজে
৭) আপনি কী রকম পোশাক পড়েন?
    ফ্যাশনের কথা না ভেবে যে পোষাকে আরাম লাগে সেটাই পরি, তবে মানানসই
    যেটা ফ্যাশনএ চলে সেটাই... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - ঘাস ফুল

    এটা কী কোন পরিক্ষামুলক পোষ্ট নাকি আমির? 

    • - আমির আসহাব .

      জ্বি বড় ভাই। প্রথম আলো ব্লগে তো অনেক দিন ধরে আছি, কিন্তু এখানে একটু অন্য রকম। তাই পরীক্ষা চালালাম। পোস্টা ডিলেট করতে গেলাম কিন্তু হল না -বুঝলাম না।

    • Load more relies...
    - সুখেন্দু বিশ্বাস

    আপনার টেস্ট ট্রান্সমিশন ভালো ভাবেই হয়েছে ভাই। এখন কন্টিননিউয়াস ট্রান্সমিশন শুরু হোক।

     

    শুভকামনা রইলো।  

সনাতন পাঠক

১০ বছর আগে লিখেছেন

শীতের PARTY সাজ

শীতের শুরু থেকেই নানা রকম অনুষ্ঠানের দাওয়াত পাচ্ছেন- তাই না! শীতের সময়টা বিভিন্ন আচার-অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময়। বছরের এই সময়টাতেই নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় সবচেয়ে বেশি। কথা হল, আপনি সেখানে কেমন সাজে যাচ্ছেন! যে সাজে যাচ্ছেন তা এই আবহাওয়ার সঙ্গে মানানসই হচ্ছে তো! শীতের সময়ে ঘেমে যাওয়ার ভয় থাকে না বলেই মনের মতো সাজগোজ করা যায়। তবে দিনের আলোতে একটু হালকা আর রাতের কৃত্রিম আলোতে একটু ঝলমলে সাজেই আপনাকে বেশি সুন্দর লাগবে। শীতের দিনে দাওয়াতে তো যাবেনই, যাওয়ার আগে সাজটা কেমন হবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন হেয়ারোবিক্স ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনি
শীতের দিনের সাজ
দিনের বেলা সাজের ক্ষেত্রে হালকা ধরনের মেকআপই আপনাকে অনন্য সাধারণ করে তুলবে। মুখটা ভালো করে পরিষ্কার করে হালকা ফেস পাউডার বুলিয়ে নিন। পার্টির আমেজ আনতে চিরচেনা কাজলই একটু গাঢ় করে চোখের কোলে বুলিয়ে নিন। আপনার পোশাকের সঙ্গে মিল রেখে নানা রঙের পেন্সিল ব্যবহার করতে পারেন। কিন্তু সবার আগে লক্ষ্য রাখবেন কোন রঙ আপনাকে মানায়। চোখের বাইরে কাজল দিলে মাশকারা ও আইলাইনার না দিলেও চলবে। আপনার পোশাকের রঙের আইশ্যাডো ব্লেন্ড করেও দিতে পারেন। লিপস্টিকের ক্ষেত্রে প্রথমে একই রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট সুন্দর করে এঁকে নিয়ে লিপস্টিক দিয়ে ভরাট করে দিন। আপনি যদি গ্লসি পছন্দ করেন তবে এর উপরে নরমাল কালারের লিপগ্লস ব্যবহার করতে পারেন। চুলের স্টাইল নির্ভর করবে আপনার পোশাকের ওপর। যদি শাড়ি পরেন তাহলে হাত খোঁপা করে চুলে ফুল লাগাতে পারেন। যা আপনাকে স্নিগ্ধতা এনে দেবে। আর আপনার চুল যদি ছোট হয় তাহলে ছেড়ে দিতে পারেন। এখন চলছে চুল রিবন্ডিং করার ট্রেন্ড। তাই অনুষ্ঠানের আগে ভালো হেয়ার আয়রন দিয়ে চুলটা সোজা করে... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - চারু মান্নান

    kub kosto,,,,,,,,

    - ওয়াহিদ মামুন

    আপনাকে অশেষ ধন্যবাদ। আমার শ্রদ্ধা জানবেন।

    • - শাহআজিজ

      খুলনা থেকে ঢাকা রাত জাইগা তার পর সারা দিন একত্রে ------ ধুর আপনি ডুবাইলেন মিয়া ----------- আমাগো আগ্রহ পুরানোর জন্য হাতের মধ্যে একটা চুম্মা খাইতেন ------ খামাখা আমাগো টাইম নষ্ট করছেন । আপনি কি প্রকৌশল শিক্ষা দিবেন ----- আগে মিস হইয়া যাওয়া কৌশল শিক্ষ্যা ন্যান  

    - ওয়াহিদ মামুন

    অবস্থার পরিপ্রেক্ষিতে এটা হতেই পারে। আর হতেই পারে বলছি কেন, এটা একশো ভাগ সত্যি ঘটনা, তবে আমার নিজের জীবনের নয়, আমার এক পরিচিত লোকের জীবনে ঘটেছিল।

    কিন্তু আপনার মন্তব্যকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনার মন্তব্য ঠিক। গল্প লেখার সময় এসব বিষয় মাথায় রাখা উচিত।

    অশেষ ধন্যবাদ। আমার সালাম জানবেন।

                      

    Load more comments...

সনাতন পাঠক

১০ বছর আগে লিখেছেন

শ্রদ্ধা ও শোকে আচ্ছন্ন সবাই

    মহানায়িকার মহাপ্রয়াণে শোকাচ্ছন্ন গোটা ভারত। সবচেয়ে বেশি শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে। বলিউড থেকে টালিউডে বয়ে যাচ্ছে শোকবার্তার স্রোত। প্রায় সবাই টুইটারের মাধ্যমে তাৎক্ষণিক শোক জানিয়েছেন।
শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও।
মনমোহন সিং
অসাধারণ অভিনয় দিয়ে লাখো লাখো ভারতীয়র হূদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন সুচিত্রা। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে কী বৈচিত্র্যময় অভিনয়ই না তিনি করেছেন। ভারতীয় চলচ্চিত্র, বিশেষ করে বাংলা ছবিতে তাঁর অবদান অনন্য।দিলীপকুমার
সুচিত্রা সেন গ্রেট আর্টিস্ট। সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিটাও কীভাবে মিশে যায়—তা সুচিত্রার মধ্যে প্রথম দেখি। ওর ব্যক্তিত্বটাও ভীষণ আকর্ষণ করেছিল। এ রকম আর্টিস্টকে আমার শ্রদ্ধা করতে ইচ্ছা করে।
অমিতাভ বচ্চন
সুচিত্রা সেন—সৌন্দর্য, প্রতিভা আর বৈরাগ্য। অবিশ্বাস্য অভিনয়দক্ষতা দিয়ে তিনি বাংলা ছবিকে অলংকৃত করেছেন, হিন্দি ছবিও।
সুপ্রিয়া দেবী
আসলে রমাদির সঙ্গে উত্তমকুমার সম্পূর্ণ একটা রোমান্টিক জুটি। উত্তমকুমারের সঙ্গে সবচেয়ে বেশি তো সুচিত্রা সেনকেই মানিয়েছিল। সুচিত্রা-উত্তম জুটি এতই রোমান্টিক, ও রকম জুটি আর হয়ওনি। আমার তো চিরকালের ফেভারিট রমাদি। শুধু অভিনেত্রী বা সুন্দরী বলে নয়, মানুষ রমাদি, মানুষ সুচিত্রা সেন আমার খুবই প্রিয়।
মাধবী মুখোপাধ্যায়
ভেবেছিলাম উনি এবারও ভালো হয়ে ফিরবেন। সুচিত্রা সেন নেই সেটা ভাবতে পারছি না।
রঞ্জিত মল্লিক
মনে পড়ছে পুরোনো দিনের নানা স্মৃতি। সেই দেবী চৌধুরাণী ছবির কথা। তাঁর মৃত্যুর খবরটা শোনার পর থেকে খুব কষ্ট হচ্ছে।
মৌসুমী চট্টোপাধ্যায়
ওনার ভুবন ভোলানো হাসির কথা আজও ভুলতে পারছি না। এত জনপ্রিয় শিল্পী আমি আর দেখিনি।
মিঠুন চক্রবর্তী
আমার কাছে তিনি ছিলেন চলচ্চিত্রজগতের ১ নম্বর তারকা। আমি তাঁর অভিনীত হারানো সুর ১৪ বার আর সপ্তপদী দেখেছি ১১ বার। অপূর্ব অভিনয়। অভিনয়ে তাঁর ছিল এক আলাদা ধরনের ম্যাজিক।
গৌতম ঘোষ
বাঙালি অত্যন্ত... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - নীল সাধু

    অবাক হলেও বিস্মিত হলাম না। এটা বাংলাদেশ কারণ এটাই।


    শুভেচ্ছা শাহ আজিজ ভাই।
    আমাদের দেশ সকল কিছুতেই সংরক্ষণে বেশ দুর্বল।
    রয়েছে সচেতনতার অভাব। মানুষের স্বার্থ। লোভ ক্ষমতার অপব্যাবহার এর পেছনের কিছু কারণ। 

    • - শাহআজিজ

      পুণ্ড্র আর সমতট এর নিচে লুকিয়ে আছে বহু কীর্তি সেই বৌদ্ধ আমলের । নরসিংদি আর বিক্রমপুর নিয়ে আর কোন আওয়াজ শুনিনা । দুর্ভাগা দেশ ও জনগন দেখেও শেখে না । ধন্যবাদ আপনাকে ।

সনাতন পাঠক

১০ বছর আগে লিখেছেন

ঘুরে আসুন হলুদ নিসর্গ থেকে!! দেখুন রূপসী বাংলাকে!









শীতে দেশের বিভিন্ন জায়গার ফসলের ক্ষেতে চাষ হয়েছে সরিষা। মাইলের পর মাইল সর্ষেক্ষেত, যেন মাঠে কেউ হলুদ গালিচা বিছিয়ে রেখেছে। ঢাকা থেকে দিনে দিনে ঘুরে আসা যায় এ রকমই কয়েকটি সরিষা ক্ষেতের তথ্য নিয়ে এবারের বেড়ানোর আয়োজন।
 
সিঙ্গাইর
মানিকগঞ্জ জেলার একটি উপজেলা সিঙ্গাইর। এখানকার প্রায় সব ফসলের মাঠই এখন সর্ষেক্ষেতে পরিপূর্ণ। চারদিকে শুধু হলুদ আর হলুদ। মাঝ দিয়ে বয়ে চলা মেঠো পথ। গাঁয়ের ছেলেপুলেদের দুরপনা আর কৃষকদের কর্মব্যস্ত সময়। সবই দেখতে পাবেন এসব সরিষা ক্ষেতে। ঢাকার গাবতলী পেরিয়ে কিছুটা সামনেই আমিন বাজার। সেখান থেকে ঢাকা-আরিচা মহাসড়ক ছেড়ে হাতের বাঁয়ের রাস্তা, সোজা চলে গেছে সিঙ্গাইর। তবে হলুদের রাজ্য পেতে সিঙ্গাইর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। আমিন বাজার থেকে সিঙ্গাইরের দিকে প্রায় ৩ কিলোমিটার চললে নদীর উপরে একটি সেতু পার হতে হয়। ওপারে হাতের বাঁয়ে যে কোনো ছোট সড়ক ধরে একটু ভেতরে ঢুকলেই পেয়ে যাবেন হলদু গালিচায় মোড়ানো ফসলের ক্ষেত।
ঝিটকা
এ জায়গাটিও মানিকগঞ্জে। এখানে গেলেও পেয়ে যাবেন দিগন্তজোড়া সরিষা ক্ষেত। মাঠ ভরা হলুদ সরিষা ক্ষেতের ভেতরে বাড়তি দেখা মিলবে আঁকাবাঁকা মেঠোপথের দুই পাশে সারি সারি খেজুর গাছ। এখানকার সরিষা ক্ষেতগুলোর কোনো কোনো জায়গায় মধুচাষীরা বসেছেন মধু সংগ্রহের জন্য। তাছাড়া সূর্য ওঠার আগে ঝিটকা পৌঁছতে পারলে তাজা খেজুরের রস খেতে পারবেন। এ জায়গায় সূর্য ওঠার আগেই গাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা।
এ ভ্রমণে নিজস্ব কিংবা ভাড়ায় করা কোনো গাড়ি নিয়ে যাওয়া ভালো। সে উপায় না থাকলে ঢাকার গুলিস্তান থেকে শুভযাত্রা ও বিআরটিসি পরিবহন, বাবু বাজার থেকে যানযাবিল ও শুকতারা, পশ্চিম ঢাকার গাবতলী থেকে যাত্রীসেবা, পদ্মা লাইন, নবীনবরণ, ভিলেজ লাইন ও... continue reading
Likes Comments
০ Shares

Comments (9)

  • - মাসুম বাদল

    কবিতায় অফুরন্ত ভাললাগা

    শুভেচ্ছা অশেষ... 

    • - সুমন দাশ

      দোয়া করবেন দাদা আরও ভালোর জন্য ।ভালোবাসা অনিঃশেষ ।

    • Load more relies...
    - ইকবাল মাহমুদ ইকু

    সুন্দর লিখেছেন 

    • - সুমন দাশ

      শুভেচ্ছা জানবেন দাদা ।

    - সকাল রয়

    পৃথিবীর দীর্ঘ সুন্দর দিনগুলো গোগ্রাসে গিলে ফেলতাম বাৎসল্য জীবনের
    অথচ আমি স্নান করি তোমার রোদে !

     

    কবিতায় অনেক কিছু। তবে  নতুনত্ব দরকার

    • - সুমন দাশ

      চেষ্টা থাকবে ।

সনাতন পাঠক

১০ বছর আগে লিখেছেন

‘দেড় ইশকিয়া’ - মাধুরীর নতুন ছবি

 

 

 

 
 

 
তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন সবার মন-- মাধুরী দীক্ষিতের ব্যাপারে সহজেই বলা যায় এই কথা। ঘরসংসার গুছিয়ে আবারও চলচ্চিত্রে ফিরেছেন বলিউডের ‘মোহিনী’ মাধুরী। যেখানে বলিউডের নায়িকাদের বিয়ে ও একটু বয়স হলেই কদর কমে যায় সেখানে ৪৬ বছর বয়সে ‘দেড় ইশকিয়া’ সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করে মাধুরী প্রমাণ করেছেন, বিরতি নিলেও হারিয়ে যাননি তিনি।
প্রায় সাত বছর পর রুপোলি পর্দায় দেখা যাবে মাধুরীকে। তাই নিঃসন্দেহে সবার আগ্রহ ছিল চরমে। দর্শক থেকে সমালোচক, এই গুণী অভিনেত্রীর কাছে সবার প্রত্যাশা ছিল যেন একটু বেশিই। তার উপর ব্ল্যাক কমেডি ধাঁচের মুভি ‘দেড় ইশকিয়া’ হল সুপারহিট সিনেমা ‘ইশকিয়া’র সিকুয়েল। এক্ষেত্রে ‘বেগম পারা’র ভূমিকায় মাধুরীর সাবলীল অভিনয় সিনেমাপ্রেমীদের অনেকটা বাকরুদ্ধ করেই ছেড়েছে।
বিধবা বেগম পারা (মাধুরী দীক্ষিত) বাস করেন তার বিশাল মহলে, যেখানে নিঃসঙ্গতা হল নিত্যসঙ্গী। সুন্দরী বেগম পারা খুঁজে বেড়াচ্ছেন এমন কাউকে, যাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবেন। প্রয়াত স্বামীকে দেওয়া এই প্রতিজ্ঞা রাখতে বেগম সিদ্ধান্ত নেন, যে পুরুষ কবিতা শুনিয়ের ভোলাতে পারবে তার মন, তিনিই হবেন তার স্বামী। সংগীত এবং কবিতার অনুরাগী বেগম পারা একদিন তার মহলে আয়োজন করেন এক উৎসবের। সেই উৎসবে হাজির হন বিখ্যাত জুটি খালুজান (নাসিরুদ্দিন শাহ) এবং বাব্বান (আরশাদ ওয়ার্সি)। নিঃসঙ্গ সুন্দরী বেগম পারার মন আর তার অঢেল সম্পত্তি যখন খালুজানের হাতের মুঠোয় প্রায় চলেই আসে, তখনই বাঁধে বিপত্তি।
উর্দু কবিতা, গজল আর বেগম পারার সৌন্দর্য, এর সঙ্গে বাড়তি পাওয়া হল মজার এক কাহিনি। ‘ইশকিয়া’র ভক্তদের জন্য উপভোগ করার মতো উপাদানের কোনো অভাব নেই এই সিনেমায়।
বেগম পারার সার্বক্ষণিক সঙ্গী হল মুনিরা (হুমা কুরেশি) নামের একটি মেয়ে, যার... continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - ধ্রুব তারা

    এগুলা মাথার উপ্রে দিয়া গেল

    • - লুব্ধক রয়

      মাথার উপর থেকে পাশে রেখে দেন দাদা।  

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    সৈয়দ শামসুল হকের এই উপন্যাসটি পড়ার সৌভাগ্য এখনো হয়নি। তিনি আমার একজন প্রিয় লেখক। ধন্যবাদ, লুব্ধক রয়।

    আর একটা কথা। এই বই পর্যালোচনাটি কী কামরুজ্জামান জাহাঙ্গীরের লেখা?  এক্ষেত্রে আপনার ভূমিকাটি কী শুধু অনলাইনে তা' প্রকাশ করা? যদি তাই হয়, তাহলে মূল লেখকের তথ্যসুত্র উল্লেখ করলে ভালো হতো।

    • - লুব্ধক রয়

      এমন অনেক মূল্যবান লেখা ইন্টারনেটে ছড়িয়ে আছে। আমার কাছে যা ভাল লাগে তা আমি শেয়ার করি লেখকের নাম সহ। লেখকের নাম দেয়া আছে যেহেতু সেহেতু অন্য কোন তথ্যসূত্রের প্রয়োজনীয়তা দেখিনা। ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

    - সকাল রয়

    খেলারাম খেলে যা.........সম্ভবত  এই উপন্যাসটাই আলোকিত করছে তারে।

    পরানের গহীন ভিতর সিরিজের কবিতাগুলোই  আমার ভালো লাগছে

    • - লুব্ধক রয়

      তিনি প্রায় ২০০ বই লিখেছেন।

    Load more comments...
Load more writings...