Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রভু আমাকে হত্যা করো

প্রভু তুমি আদি পিতাকে স্বর্গে পাঠালে
আবার তাকে লজ্জিত করে
এই পৃথিবীতে পাঠিয়ে দিলে
আসলে তুমি নিজেই লজ্জিত হয়েছিলে।

প্রভু তুমি আজাজিলকে দায়ী
করে নিজেই হয়েছ দায়বদ্ধ।

প্রভু তুমি যীশুকে ক্রুশবিদ্ধ
করে নিজেই হয়েছ প্রশ্নবিদ্ধ।

প্রভু তুমি আমাকে মৃত্যু দিতে পারো
নয়তো আরও লজ্জিত হতে পারো।

তুমি প্রশ্নবিদ্ধ
লজ্জিত
দায়বদ্ধ
অথবা
আমার মৃত্যু

প্রভু তুমি আমাকে হত্যা কর
অথবা এ নির্মম খেলা বন্ধ কর।

প্রভু তুমি মানুষ হয়ে
পৃথিবীতে আসলে
অথচ সেই মানুষকেই
অকৃতজ্ঞ করলে।

তুমি মানুষ হয়ে
স্বর্গে গেলে
আবার মানুষ হয়ে
নরকে গেলে।

জীবন মরণ স্বর্গ নরক
এ সব আসলে কতক খেলা
নিজের সাথে নিজের খেলা।

প্রভু তুমি আজ প্রশ্নবিদ্ধ
তুমি আজ দায়বদ্ধ
তুমি লজ্জিত
অথবা আমার মৃত্যু
নয়তো আরও লজ্জিত হতে পারো।

১ Likes ৩ Comments ০ Share ৩৩৯ Views

Comments (3)

  • - নীল সাধু

    স্বাগতম নক্ষত্র ব্লগে।

    এই কবিতা পড়ে আমার প্রথমে যা মনে হল তা আগে বলি! 

    আপনার আর বেশী বেশী কবিতা লেখা উচিত। খুব কম লিখে পাঠকদের এবং আমি মনে করি নিজেকেও বঞ্চিত করছেন। খুব ভালো একটি লেখা পড়েছি।

    শুভকামনা সুপ্রিয় এনাম -

    ভালো থাকুন।

    - সনাতন পাঠক

    অতল জলের গহীনে জেগে ওঠা চরে
    নির্বাসিত সাদা কালো ক্যানভাসে-
    ইদানীং আমার চেতনা জুড়ে দেখতে পাই
    কালি-বিহীন কলমের দগদগে ক্ষত।
    বিদ্রূপ করে বিশু বলেছিল-
    "ঘোড়া যতই দ্রুতগামী হোক
    খোঁড়া হয়ে গেলে মৃত্যুই তার প্রাপ্য"।। 

    খুব সুন্দর কবিতা লিখেছেন। ভালো লেগেছে।

    ধন্যবাদ।

    - লুব্ধক রয়

    ভালো লিখেছেন। সুন্দর কবিতা।

    Load more comments...