Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

যে তুমি

যে তুমি
 
যে তুমি আমাকে ভাঙ্গবে বলে পণ করেছিলে,
সেই তুমি আজ ভাঙ্গনের দ্বারপ্রান্তে।
নিজেকে গড়ার স্বপ্ন কখনো আমি দেখিনি,
তোমার স্বপ্নে কতটুকু গড়ে উঠেছিলাম জানিনা,
চিরকাল ভাঙ্গা-গড়ার হিসেবের বাইরেই ছিলাম।
গড়ে না ওঠা এই মানুষটা আর ভাঙ্গবেই বা কতটুকু!
তুমিই শুধু নিজেকে তিল তিল করে গড়েছিলে,
গড়ার স্বপ্নে বিভোর ছিলে তাই, বুঝতেই পারোনি  
তোমার পাশে আর কেউ সেভাবে গড়ে ওঠেনি,
যে তোমার উচ্চতাকে হার মানাবে।
টুইন টাওয়ার একদিন গুড়িয়ে গেল,
গুড়িয়ে গেল রানা প্লাজা।
স্বজন হারানোর কষ্ট তুমি টের পাওনি।
আমি নিতান্তই সমতলের মানুষ,
উচ্চাভিলাষী নই বলেই পড়ে ছিলাম
তোমার অবজ্ঞার পদতলে।
আমাকে ভাঙ্গবে বলে দারিদ্র নামের পাথর
ছুঁড়ে মেরেছিলে আমার গায়ে,
লক্ষ্যভ্রষ্ট হলে তুমি! পাথর লাগলো
তোমার উচ্চাভিলাষী কাঁচের দেয়ালে।
টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়লো
আমার মাটির উঠোনে।  
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - তাহমিদুর রহমান

    দেশে দুইজন প্রধানমন্ত্রী বানাই দেন।

    • - হাছান উদ্দিন রোকন

      সেই সংশোধনীও হয়ত আসতেছে । আপকামিং । 

    - সনাতন পাঠক

    ভাল লেগেছে, সুন্দর ভাবনার লেখা। আমরা শান্তি চাই

    • - হাছান উদ্দিন রোকন

      শান্তি সে তু মরীচিকা । 

    - নীল সাধু

    শুভেচ্ছা -

    লেখাটি ভালো লেগেছে। হালকা কথার চ্ছলে বাস্তবতা উঠে এসেছে। ধন্যবাদ হাছান উদ্দিন রোকন।

    • - হাছান উদ্দিন রোকন

      কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । আর বাস্তবতা উঠে এসেছে এ কথা শুনে খুবই ভাল লাগল । 

    Load more comments...

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

নিত্য তোমার আঁচলে বাঁধা

নিত্য তোমার আঁচলে বাঁধা
 
নিত্য তোমার আঁচলে বাঁধা-
একগোছা চাবির মতো
এই আমি প্রতিনিয়ত দুলছি।
দুলছি তোমার কোমরে,
সারা ঘরময়, সময় অসময়।
ভুলছি জীবনের পথে পথে রেখে আসা
পুরোনো কিছু দুঃখ কষ্ট।
এক গোছা চাবি প্রিয় হয়ে ওঠা মানেই,
একটা সংসারকে খুব যত্নে আগলে রাখা।
আমিও ঠিক তাই ভাবি,
বুকে নাহয় না’ই রাখলে, কোমরেই সই-
বেশ নিশ্চিন্তেই রই।
শাড়ীর মতো, মন কি পাল্টায় প্রতিদিন?
পাল্টায়- শাড়ী পাল্টায়, শাড়ীর রঙ পাল্টায়-
আঁচলও পাল্টায়- শুধু বাঁধনটুকু পাল্টায়না,
শুধু একজনেরই মন পাল্টে গেছিল,
সংসারের কথা ভাবেনি হয়তো।
নইলে চাবির গোছার কথা ঠিক মনে পড়তো,
আর চাবির গোছা হাতে পেলেই-
একজন রমণী কেমন স্বেচ্ছায় গৃহবধু হয়ে ওঠে।
আমিও ঠিক তেমনি, এক নারীর আঁচলে
চাবির গোছা হতেই চেয়েছিলাম।
আঁচলের কোণায় লটকে থাকতে চয়েছিলাম,
সেই নারী রমণীয় হলেও গৃহবধু হতে চায়নি।
আমিও আঁচলে ঠাঁই পাইনি।
এক রমণীর বুকে স্মৃতি হয়ে থাকার চাইতে
কোন গৃহবধুর আঁচলে থাকতেই বেশী ভালবাসি।
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - মাসুম বাদল

    -এই মুহুর্তে বুঝতে পারছি না। তবে আকাশটা খুব সুন্দর। তাই না?

    -খুব।

     

    সমাপ্তিটা দারুণ!!!

    • - আহমেদ ইশতিয়াক

      ধন্যবাদ মাসুম ভাই...

    - কামরুন নাহার ইসলাম

    ভাল লাগল আপনার পরিচ্ছন্ন লেখাটি। অনেক অনেক শুভেচ্ছা জানাই। 

    - আহমেদ ইশতিয়াক

    ধন্যবাদ কামরুন নাহার ইসলাম...

    Load more comments...

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

ঈশ্বরের কাছে দাবী

ঈশ্বরের কাছে দাবী
 
হে ঈশ্বর,
তোমার দরবারে কোন ফরিয়াদ নেই,
এসেছি অধিকারের দাবী নিয়ে।
দু’হাত পেতেছি আজ ভিক্ষা চাইতে নয়-
কষ্টে অর্জিত স্বাধীনতা ফেরৎ চাই।
 
হে ঈশ্বর,
ইচ্ছার দাস করে রেখেছো,
মৃত্যুর আগেই লাশ করেছো,
সৃষ্টি করেছো বলেই কি এতো অনাসৃষ্টি?
পোড়া লাশ হতে চাইনা, শহীদের মর্যাদা চাই।
    
হে ঈশ্বর,
মন্দ সময়ে জন্ম দিয়েছো,
বন্দনা চেয়েছো সৃষ্টির অপার আনন্দে;
পেটে জন্মক্ষুধা, শিরদাঁড়া ন্যুয়ে গেছে শৈশবে,
সেজদায় দাঁড়াবো এমন শক্তি অবশিষ্ট নাই।
 
হে ঈশ্বর,
আজ হন্যে হয়ে নিজের অধিকার খুঁজি,
সবকিছুই তোমার হাতে, তবে নাহয় ভিক্ষা’ই দাও।
মৃত্যুই যদি নিশ্চিত তবে শৃঙ্গারে ফুঁ দিতে বলো,
ধ্বংশস্তূপে মিশে যাক অশান্ত মানুষের এই্ বিদ্ধস্ত জনপদ।
অগ্নিদগ্ধ কিংবা বুলেটে ক্ষতবিক্ষত লাশ হয়ে আর নয়,
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই মাতৃভূমির কোমল মাটিতে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - মাসুম বাদল

    ন্যাড়া যাবে বেল তলায়

    যতই পড়ুক বেল 

     

    চমৎকার ছড়া ... 

    • - রোদের ছায়া

      অসংখ্য ধন্যবাদ।

    - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর  লাগল :)

    • - রোদের ছায়া

      ধন্যবাদ ছবি আপু।

    - রোদেলা

    বাহ,মজার ছড়া হয়েছে।

    • - রোদের ছায়া

      অনেক ধন্যবাদ রোদেলা ।

    Load more comments...

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

বৃষ্টি,আমার ভালবাসা

বৃষ্টি,আমার ভালবাসা
আমি বৃষ্টিকে ভালবাসি। বৃষ্টি সেটা বুঝতে পারে। তাই মাঝে মাঝে আহ্লাদে আটখানা হয়ে হুটহাট আমার গায়ে এসে পড়ে। আমি কখনো নিজেকে আড়াল করি, কখনো ওর কাছে নিজেকে মেলেধরি। সে আমাকে ছুঁয়ে যায়। সে আমাকে ছুঁতে ভালবাসে, আমিও ওকে ছুঁতে ভালবাসি। আমার সাথে ওর মান অভিমান প্রায় লেগেই আছে। তাই সে হঠাৎ আসে আবার পালিয়ে যায়। বছরের একটা সময় তাকে খুব কাছে পাই। সেই সময় সে আমার কাছে আসার জন্য ব্যকুল হয়ে ওঠে। আর দীর্ঘ সময় ধরে সে আমার কাছে কাছেই থাকে। আমার দরজা খোলা পেলেই হঠাৎ না বলে ঢুকে পড়ে। দরজা খোলা না পেলে, জানালায় হুমড়ি খেয়ে পড়ে। আবার কখনো দরজা জানালা ছেড়ে টিনের চালে অবিরত টোকা দিতে থাকে। আসল কথা হলো আমার ঘরটা তার ভীষণ প্রিয়। সব সময় সে আমার ঘরে আসার বাহানা করে। আমি তাকে ঘরে প্রবেশ করতে দেইনা বলে দুয়ারে এসে তুমুল কান্নাকাটি করে জলে ভাসিয়ে দেয়। মাঝে মাঝে আমি জানালা খুলে তার উচ্ছলতা দেখি। তার অভিমানী কান্না আমার ভাল লাগে। মাঝে মাঝে আদর করার ছলে জানালার বাইরে হাত রাখি, সে আমাকে কপট ছলে ভিজিয়ে দেয়।
বৃষ্টির অভিমানী কান্না আমি বুঝতে পারিনা। তার কান্নার জলে গাছের সবুজ পাতাগুলো আরও সজীব হয়ে ওঠে। খাল-বিল-নদী-নালার সাথে ওর সখ্য দারুন। ওরা মনে হয় বৃষ্টিকে আমার চেয়েও বেশী ভালবাসে। আমার তখন হিংসে হয়। বৃষ্টি সেটা বুঝতে পারে। তবু সে আমার কাছে আসে। কারণ সে জানে আমি তাকে নিয়ে দু’কলম লিখতে পারি। ওরা সেটা পারেনা। ওরা বৃষ্টিকে পেয়ে অথৈ জলে ফুলে ফেঁপে ওঠে, বিনিময়ে কিছুই দেয় না। ওদের কোন আবেগ নেই, কোন অনভূতি নেই। ওরা নির্জীব। আমার কাছে আবেগ... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - ঘাস ফুল

    সরু রাস্তা, ইটের সারি, পাখি এরা যদি সব কিছু দূরে সরিয়ে রেখে একত্রে থাকতে পারে তবে আমরা কেন মানুষ হয়ে সব ভেদাভেদ ভুলে, জাতি ধর্ম বর্ণ ভুলে একত্রে থাকতে পারি না জানি না। তবে কি আমরা এখনো সভ্য হতে পারি নাই। ভালো লাগলো কবিতা অর্ক। 

    • - জাওয়াদ আহমেদ অর্ক

      আমরা একসাথে থাকতে পারি না দেইখাই আমরা মানুষ , না হলে ইট ,বালি , সিমেন্ট হইতাম । অর্থাৎ আমি যেইটা বলতে চাচ্ছি , মানুষ ভুল করবে এইটাই স্বাভাবিক । কিন্তু মানুষের সাথে মানুষের কোন্দল কমাইয়া আনার চেষ্টায় সব সময় লিপ্ত থাকতে হবে । তাহলে একদিন হয়ত সবাই মিলেমিশে থাকতে পারব । ধন্যবাদ  

    - আলভিনা চৌধুরী

    শেষের প্যারা টা বেশি ভাল্লাগসে :) 

     

    • - জাওয়াদ আহমেদ অর্ক

      ধন্যবাদ । 

    - মাসুম বাদল

    চমৎকার !!! 

    • - জাওয়াদ আহমেদ অর্ক

    Load more comments...

কালপুরুষ

১০ বছর আগে লিখেছেন

তোমাকে ভালবাসি

তোমাকে ভালবাসি
 
ভালবাসা যদি বিশ্বস্ততার নাম হয়-
তবে তোমাকে আশ্বস্ত করতে পারি,
তোমাকে ভালবাসি।
ভালবাসা যদি পারস্পারিক নির্ভরতা হয়-
তবে তোমাকে নির্ভয়ে বলতে পারি,
তোমাকে ভালবাসি।
ভালবাসা যদি একসাথে পথ পাড়ি দেয়া হয়-
তবে নিশ্চিত জেনে রেখো আমি তোমার পথের সাথী,
তোমাকে ভালবেসেই পথে নেমেছি।
ভালবাসা যদি অন্তরের টান হয়-
তবে ধরে নিও আমি তোমার টানে,
খরকুটোর মতো ভেসে চলেছি।
ভালবাসা যদি জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়-
তবে ধরে নিও তোমাকে ভালবেসে
আমি বিল গেটস্-এর চেয়েও সম্পদশালী।
আর ভালবেসে যদি মৃত্যুকে অনুভব করা যায়-
তবে জেনে নিও, তোমাকে ভালবাসি;
আমি মমি হয়ে বেঁচে থাকবো তোমার হৃদয়ে।
তোমাকে ভালবাসি-
এর চেয়ে বড় সত্য আজ আর কিছু নেই;
ঠিক মৃত্যুর মতো, প্রমাণ করতে যাওয়াটা বৃথা।
ভালবাসা মানে- এই যে তুমি আমি,
একে অপরের মধ্যে নিঃশব্দে বেঁচে আছি,
বেঁচে থাকাটাই ভালবাসা।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - নীল সাধু

    স্বাগতম শাহিদুল ইসলাম প্রামানিক ভাই

    - লুৎফুর রহমান পাশা

    সুস্বাগতম। প্রামানিক ভাই

    • - শহীদুল ইসলাম প্রামানিক

       Dhannabad Bhai SM Pasha. Ami Direct Login kortay parchhi na. Bangla Lekher option khujay pachchi na.

    - ঘাস ফুল

    স্বাগতম প্রামাণিক ভাই। আমি তো আগেই বলেছিলাম আপনার গল্প লেখার হাত অনেক ভালো। একবার পড়া শুরু করলে আর শেষ না করে উঠা যায় না। এটার বেলায়ও তাই হয়েছে। যেমন রস আছে গল্পে, তেমনি ধারয়া বর্ণনা অপূর্ব। ঘটনা কোন দিকে যায়, জানি না। তাই আর বিস্তারিত মন্তব্যে যাচ্ছি না। বাকী পর্ব পড়ে শেষ পড়বে বিস্তারিত মন্তব্য করবো। তবে মহিলার সাথে আপনি বেশী করে ফেলেছেন। আপনার মনে কোন দোয়া মায়া নাই। শাস্তিযোগ্য অপরাধ। তিন বছরের জন্য আপনাকে ফাঁসি দেয়া হল। 

    ধন্যবাদ প্রামাণিক ভাই। ভালো থাকুন সতত। 

    • - ঘাস ফুল

      আপনার মতো গুণী লেখকের ভালোবাসায় আর কৃতজ্ঞতায় আপ্লুত হলাম প্রামাণিক ভাই। আপনি গল্প নিয়মিত লেখে যান। নিঃসন্দেহে আপনি ভালো করবেন। 

      এই ব্লগে ধারাবাহিক কোন পোষ্ট লেখার ক্ষেত্রে আলাদা একটা সুবিধা আছে। যখন আপনি নতুন পোষ্ট লিখেন, তখন ওপরে দেখবেন দুটো অপশন দেখায়। একটা general post অন্যটা episodic post. আপনি ধারাবাহিকের জন্য episodic post সিলেক্ট করবেন। তারপর পোস্টের শিরোনামের পর episode নম্বর পাবেন, সেখানে নম্বর বসিয়ে দিবেন। তাতে করে পরবর্তী episode এ দেখবেন আগের episode এর লিংক অটোম্যাটিক চলে আসবে। তবে খেয়াল রাখতে হবে পোষ্ট লিখার সময় পুরনো পোষ্ট ওপেন করলে পোস্টের নিচে write to next episode পাবেন। সেটাতে ক্লিক করে নেক্সট episode লিখতে হবে। বুঝতে সমস্যা হলে আমাকে আবার বললে বুঝিয়ে দেব। ধন্যবাদ ভাই। 

    • Load more relies...
    Load more comments...
Load more writings...