Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শান্তি ফিরে আয় আয়.........

জ্বলছে রিকশা; জ্বলছে বাস
ভাংগছে গাড়ী, ভাংগছে কাঁচ,
জনতা হলো বুঝি তুরুপের তাস;
রক্তে লাল পথ;  রাস্তায় লাশ,
পেছাচ্ছে পরীক্ষা ; বন্ধ ক্লাশ।
সুনসান অলিগলি; নি:শব্দ আশপাশ,
উৎকন্ঠায় কাটে দিন রাত মাস।
গুম হচ্ছে মানুষ; বাড়ছে ত্রাস,
সবুজের লাল সূর্যের লেগেছে পূর্ণগ্রাস!
একাত্তরে কি ভেবে হয়েছিল স্বাধীনতার বীজ চাষ?
পরাধীনতায় বেঁচে থাকা; হয়েছি ক্ষমতাধরদের দাস।
বাজারের থলে হাতে হে গরীব চাষী কি আশায় বাজারে যাস?
বাজারে লেগেছে আগুন; পুড়ে ছাই তোর সকল আশ।
দুর্বিসহ জীবন; শুধু নাশ আর নাশ,
জেগে উঠো বাঙ্গালী; দাও একটু শান্তির আভাস।
আয় ফিরে শান্তি, রঙধনু রঙ্গে রাঙ্গুক বাঙলার আকাশ,
প্রাণ ভরে টানব কবে বিশুদ্ধ বাতাস?
স্বাধীন মুক্ত আকাশে কষ্ট হয় নিতে নি:শ্বাস,
সকল স্বার্থ ত্যাগে শান্তি আসবে ফিরে রাখি যে বিশ্বাস।    
০ Likes ৪ Comments ০ Share ৫৫৪ Views

Comments (4)

  • - নীল সাধু

    সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ প্রিন্স। 

    আপনি নক্ষত্র ব্লগে ডান দিকে উপরে নীল রঙ এর স্টার এ ক্লিক করে একাউন্ট পরিবর্তন করে বাংলা করে নিতে পারেন আপনার নামটি। দেখতে ভালো দেখাবে।

     

    ভালো থাকুন।

     

    - সনাতন পাঠক

    কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ।

    - লুব্ধক রয়

    ভালো লিখেছেন।

    Load more comments...