Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Nusrat Jahan

১০ বছর আগে

জল দেবে বলেছিলে ..

 

 

 

জীর্ণ থালা হাতে বসে থাকি নিরন্তর
দুফোঁটা নয় ,একফোঁটাও নয় ;
আধফোঁটা জলও যদি পাই
তবে ধন্য এই ভবঘুরে জীবন ।
নিরুত্তাপ হাসিতে কেবল তোমার -আমার অনর্থক আলিঙ্গন ।
তবু অসময়ের গলি পেরিয়ে
সঙ্গমরত নেশা ক্রমশ হায়েনা করে তোলে ।

অভুক্ত হ্রদয় ছুঁয়েছিল একমুঠো আকাশ ;
একটু জল দেবে বলে
তৃষ্ণার্ত প্রতীক্ষা বয়ে চলে অবিরাম ।
মেঘবতীদের ক্লান্ত চোখে
উপচে পড়া আঁচল ;
জলের বানে ভাসতে থাকে কালোকেশী আকাশ ।
চাতক পাখী রূপে নিষ্পলক চেয়ে থাকা
প্রসারিত কংকনহীন দু'হাত
উম্মুখ হয়ে আছে আধখানা জলের অপেক্ষায় ।

০ Likes ১২ Comments ০ Share ৫৮০ Views

Comments (12)

  • - সনাতন পাঠক

    ধন্যবাদ

    - নীল সাধু

    ধন্যবাদ শেয়ার করার জন্য।

    এবার না হলে ভবিষ্যতে যাবার ইচ্ছে রইলো

    - ঘাস ফুল

    শ্রী শ্রী মহারাসলীলা অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ভবিষ্যতে দেখার ইচ্ছা আছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। 

    Load more comments...