Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

পীনাট বার বা বাদামের কটকটি রেসিপি

উপকরণঃ
• চিনি- ২ কাপ,
• বাদাম- আড়াই কাপ,
• মাখন- ৭ টেবিল চামচ।
প্রণালীঃ
*পাত্রে চিনি নিয়ে মিডিয়াম আঁচে গলতে দিন।
*কাঠের চামচ দিয়ে নাড়তে থাকুন যেন লেগে না যায়। সামান্য একটু গরম পানি যোগ করতে পারেন।
*সব চিনি গলে ক্যারামেল গেলে বাদাম ও মাখন দিয়ে দিন।
*চামচ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিন।
*একটি ট্রে তে আগে থেকেই মাখন মাখিয়ে রাখুন।
*এবার ট্রে তে বাদামের মিশ্রণ ঢেলে ঢেলে কাঠের চামচ (মাখন মাখানো) দিয়ে সমান করে দিন।
*গরম থাকতেই ছুরি দিয়ে পছন্দ মত আকারে কেটে ফেলুন। এরপর ঠান্ডা হতে দিন।
...এয়ার টাইট কৌটায় বেশ কিছু দিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়াই।

Continue Reading...
Food Image

ইলিশ পোলাউ রেসিপি

উপকরণঃ
• পোলাউ এর চাল- ৪ কাপ,
• ইলিশ মাছ- ৮/১০ টুকরা,
• পেয়াজ বাটা- ৬ টেবিল চামচ,
• আদা বাটা- ৩ টেবিল চামচ,
• রসুন বাটা- ২ চা চামচ,
• তেজপাতা- ৫/৬ টা,
• এলাচ- ৮ টা,
• দারুচিনি- ২/৩ টা,
• লবঙ্গ- ৮ টা,
• জায়ফল/জয়ত্রী গুড়া- ১/২ চা চামচ,
• আস্ত গোলমরিচ- ১ চা চামচ,
• কাচামরিচ- ৮/১০ টা,
• নারকেল দুধ- ১ কাপ,
• পেয়াজ কুচি- ১ কাপ,
• পেয়াজ বেরেস্তা- ১/২ কাপ,
• জিরা গুড়া- ২ চা চামচ,
• মরিচ গুড়া- ১ চা চামচ,
• তেল বা ঘি- ১ কাপ।
প্রণালীঃ
*প্রথমে কড়াইতে তেল গরম করুন ১/২ কাপ এর মত।
*তেল গরম হলে এতে পেয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা আর অর্ধেক গরম মসলা ভালো করে কষান।
*কষানো হলে এতে ইলিশ মাছ, লবন, জিরা বাটা, গুড়া মরিচ, আস্ত গোলমরিচ, জায়ফল জয়ত্রী গুড়া আর কাচামরিচ দিয়ে দিন।
*প্রায় ১০ মিনিট মাঝারি আচে ঢেকে রান্না করুন। এরপর এতে নারকেল দুধ দিন।
*এভাবে আরো ১০ মিনিট রান্না করুন। মাখা মাখা মসলা থাকতে নামিয়ে ফেলুন পেয়াজ বেরেস্তা দিয়ে ।
*এরপর মসলা থেকে মাছ গুলো উঠিয়ে আলাদা পাত্রে রাখুন যাতে মাছ গুলো ভেঙ্গে না যায়।
*এবার তেল বা ঘি তে ১ কাপ পেয়াজ কুচি বাদামী করে ভেজে এতে পোলাউ এর চাল, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুড়া আর বাকি গরম মশলা দিয়ে হালকা ভেজে পরিমান মত পানি, কাচামরিচ ও লবন দিয়ে ঢেকে দিন।
*পোলাউ হয়ে গেলে এর সাথে প্রথমে ইলিশ এর মসলা মিশিয়ে দিন আর একেবারে উপরে ইলিশ মাছ দিয়ে দম এ রাখুন আরো ২০ থেকে ৩০ মিনিট।
*এরপর পেয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন ।

Continue Reading...
Food Image

যেভাবে জর্দ্দা তৈরি করবেন

উপকরণঃ
• পোলাউ চাল- হাফ কেজি (৮ জনের),
• খাঁটি ঘি- দেড় কাপ,
• জাফরান বা জর্দ্দা রং- এক চিমটি,
• পেস্তা বাদাম কুঁচি- ৪/৫ টেবিল চামচ,
• মিষ্টি- পরিমাণ মত (সাদা, কালো ছোট সাইজের),
• কিসমিস- ৫/৬ টেবিল চামচ,
• দারুচিনি- দুই/তিনটা,
• এলাচি- ৫/৬টা,
• শুকনা খেজুর বা মোরব্বা- পরিমাণ মত,
• চিনি- হাফ কাপ,
• দুধ- তিন টেবিল চামচ,
• লবন- এক চিমটি,
• পানি- পরিমান মত।
প্রনালীঃ
ধাপ ১ – হাতের কাছে সব যোগাড় করে ফেলা
সব কিছু হাতের কাছে থাকা চাই এবং রান্না করার আগেই সব কিছু কুঁচি, কেটে ঠিক করে ফেলা দরকার।
ধাপ ২ – চাউল তৈরী
*চাউল ধুয়ে পানি দিয়ে সিদ্ব করতে হবে এবং পানিতে সামান্য লবন এবং জাফরান দিতে হবে।
*চাউল সিদ্ব এবং রং ধরে গেলে ঠান্ডা পানি দিয়ে চাঊল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
*এবার পাত্রে ঘি গরম করুন এবং দারুচিনি, এলাচি দিয়ে ভেঁজে নিন। তারপর এতে পানি ঝরিয়ে রাখা চাউল দিয়ে দিন এবং ভাঁজতে থাকুন। (কাঠের খুন্তি ব্যবহার করবেন। এই সময় পাত্রের তলায় তাওয়া দিতে পারেন, এতে আগুনের আঁচ কম লাগবে।)
*কিছুক্ষণ ভাজার পর কিসমিস দিয়ে দিন এবং নাড়ুন।
*এরপর চিনি দিতে থাকুন এবং নাড়তে থাকুন।
*এবার মিল্ক পাউডার ছিটিয়ে মিশাতে থাকুন এবং নাড়ুন।
*বাদাম কুঁচি পরিবেশনের জন্য সামান্য রেখে বাকিটুকু দিয়ে দিন।
*খেজুর কুঁচি বা মোরব্বা কুঁচি দিন।
*সব ভাল করে মিশিয়ে নিন।
*এবার চালের অবস্থা দেখুন, নরম হয়ে ঝরঝরে হয়ে গেল কিনা দেখে নিন। স্বাদ দেখুন। (বেশি নরম নয় আবার যেন শক্তও না থাকে। যদি শক্ত লাগে তবে ঢাকনা দিয়ে অল্প আঁচে আরো কিছুক্ষন রেখে দিন।)
*কিছু বাদাম কুঁচি এবং ছোট সাইজের মিষ্টি দিয়ে সাজিয়ে পরিবেশন...

Continue Reading...
Food Image

ঘরোয়া পরিবেশে চটপটি-ফুসকা

উপকরণঃ
• ডাবলি/মটর- ৫০০ গ্রাম,
• আলু- ২৫০ গ্রাম (কিউব করে কাটা),
• হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ,
• মরিচ গুঁড়ো- ১/২ চা চামচ,
• আদা বাটা- ১/২ চা চামচ,
• রসুন বাটা- ১ চা চামচ,
• জিরা বাটা- ১ চা চামচ,
• সরিষা বাটা- ১/২ চা চামচ,
• চটপটি মশলা- ২ টেবিল চামচ,
• বিট লবন- ১/২ চা চামচ,
• টেস্টিং সল্ট বা স্বাদ লবন- ১/২ চা চামচ,
• লবন- পরিমান মত,
• সিরকা- ৩ টেবিল চামচ,
• পেঁয়াজ কুচি- হাফ কাপ,
• কাঁচা মরিচ- ৫/৬ টি (মোটা করে কাটা),
• ডিম- ২টি (সেদ্ধ করে কুচি করে কাটতে হবে),
• টালা শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, শশা কুচি, টমেটো কুচি, লেবুর রস, তেঁতুলের টক ও ফুচকা- পরিমান মত (পরিবেশনের জন্য) ।
প্রণালীঃ
*মটর বেছে ধুয়ে সারা রাত বা ৮/১০ ঘন্টা ভিজিয়ে রাখুন।
*ভিজানো মটর ভালো করে ধুয়ে মটরের চার গুণ পানি ও হলুদ গুড়ো, মরিচ গুড়ো, আদা-রসুন-জিরা বাটা, বিট লবন, টেস্টিং সল্ট, সিরকা ও পরিমানমত লবন( ৩ রকমের লবন দিচ্ছেন সুতরাং সাবধানে পরিমানটা নির্ধারন করে দিন)দিয়ে সিদ্ধ বসান।
*মটর আধা সিদ্ধ হলে একে একে মটরে আলু, সরিষা বাটা, চটপটি মশলা, পেঁয়াজ কুচি ও কাচাঁ মরিচ দিয়ে ভালো করে জ্বাল দিন তবে খেয়াল রাখুন ডাল যাতে একেবারে গলে না যায় আবার একেবারে যাতে শুকিয়ে না যায়।
*মাখা মাখা হয়ে এলে এবং আলু সেদ্ধ হয়ে গেলে চটপটিতে লবন ঠিক আছে কিনা দেখে, সিদ্ধ ডিম চটপটির মধ্যে দিয়ে দিন ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলুন।
*চুলা থেকে নামিয়ে পরিমান মত টালা শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি,...

Continue Reading...
Food Image

ভাপে সরিষা ইলিশ

উপকরণঃ
• ইলিশের টুকরা- ৬টি,
• সরিষা (১ কাপ পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখা)- ১/২ কাপ,
• কাচামরিচ- ৯/১০টি,
• লবন- পরিমানমত,
• হলুদ গুঁড়া- ১/২ চা চামচ,
• মরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
• জিরা গুঁড়া- ১ চা চামচ,
•ধনে গুঁড়া- ১ চা চামচ,
• সরিষার তেল- ৩ টেবিল চামচ।
প্রণালীঃ
*পানিসহ সরিষা, ৩ টি কাচা মরিচ আর ১ চা চামচ দিয়ে পেস্ট করে নিন।
*কোনো স্টিলের পাত্রে (ঢাকনা সহ)সব ইলিশ বিছিয়ে উপর দিয়ে মশলার মিশ্রণ, সরিষার তেল আর কাঁচা মরিচ দিন।
*এবার বড় একটি পাতিলে/পাত্রে (ঢাকনা সহ)গরম পানি দিন।
*গরম পানির পাতিলের উপর ইলিশের পাত্রটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
*৪০ মিনিট ভাপে রান্না করুন।
*হয়ে এলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

চিকেন কাটলেট

উপকরণঃ
• মুরগির কিমা- আধা কেজি,
• গোলমরিচ- আধা চা চামচ,
• পেঁয়াজকুচি- ১ কাপ,
• রসুন বাটা- ১ চাচামচ,
• সয়া সস- ১ চা চামচ,
• কাঁচা মরিচ কুচি- ৪/৫টি,
• লবণ- স্বাদ মতো,
• তেল- ১ টেবিল চামচ,
• ভাজার জন্য- তেল, বিস্কুটের গুঁড়া আর ডিম (প্রয়োজন মত) ।
প্রণালীঃ
*কিমার সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে ট্রে তে আধা ইঞ্চি পুরু করে বিছিয়ে নিন।
*এরপর ফ্রিজে রাখুন ১০ মিনিট।
*তারপর ছুরি দিয়ে কাটলেটের আকারে কেটে রাখুন।
*এবার একটা পাতিলে পানি গরম করতে দিন। পানি গরম হয়ে গেলে কাটলেটগুলো ছেড়ে দিন। ৫ মিনিট সিদ্ধ করে নামিয়ে ফেলুন।
*ডিম ফাটুন।
*এবার সিদ্ধ চিকেন গুলো ঠান্ডা করে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম বা বিস্কিটের গুঁড়ায় মাখিয়ে তেলে ভেজে নিন লালচে করে।
...সস বা চাটনি এবং সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

টুনা কাবাব

উপকরণঃ
• ক্যানড টুনা ফিশ- এক কাপ,
• সেদ্ধ আলু- ১টি মাঝারি সাইজ,
• কাঁচা মরিচ কুচি- পরিমাণ মত,
• পিঁয়াজ কুচি- ১ টি,
• ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি- পরিমাণ মত,
• লবণ- স্বাদ মত,
• আদা, রসুন বাটা- ১/২ চা চামচ,
• ধনে, জিরা গুঁড়ো- ১/২ চা চামচ,
• কাবাব মশলা- ১/২ চা চামচ,
• গুঁড়ো মরিচ- ১/২ চা চামচ,
• গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ,
• টমেটো সস- ১ টেবিল চামচ,
• চিনি- সামান্য,
• ব্রেড এর গুঁড়ো- ৩-/৪ টেবিল চামচ,
• ডিম- ২ টা,
• ব্রেড গুঁড়ো- ১ কাপ ভাজার জন্য,
• তেল- পরিমাণ মত।
প্রণালীঃ
*একটা বাটিতে টুনা, আলু, একটা ডিম, ৩-৪ টেবিল চামচ ব্রেড গুঁড়ো ( আস্ত ব্রেড হলে পানিতে একটু ভিজিয়ে নরম করে নিয়ে মিশাতে হবে ) সহ সব উপকরণ এক সাথে মিশিয়ে নিন।
*এবার পছন্দ মত শেপে কাবাব বানিয়ে ফেটানো ডিমে চুবিয়ে নিয়ে ব্রেডের গুঁড়োতে গড়িয়ে হালকা গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিন।
*সস বা চাটনির সাথে পরিবেশন করুন গরম গরম।

Continue Reading...
Food Image

পাও ভাজি

উপকরণঃ
• পাও বা বন রুটি- ৪ পিস,
• আলু সেদ্ধ- আধা কেজি,
• মটরশুটি বাটা- ১ কাপ,
• ঘি- ১৫০ গ্রাম,
• আদা বাটা- ২ চা চামচ,
• রসুন বাটা- ২ চা চামচ,
• টমেটো ছোট টুকরো- ১ কাপ,
• ধনিয়া পাতা- ১ কাপ,
• কাঁচা মরিচ- ২/৩ টা,
• মরিচের গুড়া- ১ চা চামচ,
• লেবুর রস- ১ টেবিল চামচ,
• পেঁয়াজ- ১ টি (কুচি করা),
• লবন- স্বাদ মতো,
পাও ভাজি মসলা-
• ধনিয়া বাটা- ২ চা চামচ,
• জিরা বাটা- ১ চা চামচ,
• তেঁতুলের ক্লাথ- আধা কাপ,
• কাঁচা আম পেস্ট করা- ২ চা চামচ,
• এলাচ, লং- ২টা,
• দারুচিনি- এক টুকরো।
প্রণালীঃ
*আলু সেদ্ধ করে পেস্ট করে রাখুন।
*মটরশুঁটি পেস্ট করে নিন।
*এবার একটা কড়াই গরম করে কাঁচা মরিচ, আদা বাটা, রসুন বাটা দিন এবং ১০০ গ্রাম ঘি দিয়ে ভাজতে থাকুন। যখন লালচে রং হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি যোগ করুন।
*এরপর টমেটো, মরিচের গুঁড়া এবং পাও ভাজি মসলাগুলো মিশিয়ে নাড়তে থাকুন।
*সেদ্ধ আলুর পেস্ট, মটরশুটি পেস্ট, আধা কাপ পানি এবং ২ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন। স্বাদ মতো লবণ যোগ করুন।
*যখন রান্না হয়ে আসবে তখন লেবুর রস এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলুন।
*কড়াইতে পাও গুলো (বনরুটি) একটু ঘি দিয়ে ভেজে নিন।
...সালাদ দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ভেজিটেবল পাস্তা

উপকরণঃ
• পাস্তা- আড়াই কাপ,
• তেল- ১ টেবিল চামচ,
• লবঙ্গ- ৪ টি,
• দারুচিনি- ২ টি মাঝারি আকারের,
• এলাচ- ২ টি,
• পেঁয়াজ কুচি- ১ টি মাঝারি আকারের,
• কারি পাতা- পরিমাণ মত,
• আদা- ১ ইঞ্চি পরিমাণে,
• রসুনের কোয়া- ৪ টি,
• কাঁচা মরিচ- ২ টি,
• পুদিনা পাতা- পরিমাণ মত,
• টমেটো- ১ টি বড় কিউব করে কাটা,
• মরিচ গুঁড়ো- আধা চা চামচ,
• গাজর, ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি- দেড় কাপ সবজি কিউব করে কাটা,
• লবণ- স্বাদমতো,
• সয়া সস- ১ চা চামচ,
• অয়েস্টার সস- আধা চা চামচ।
প্রণালীঃ
*প্যাকেটের লেখা অনুযায়ী পাস্তা সেদ্ধ করে নিন।
*আদা, রসুন ও মরিচ পিষে বা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন।
*টমেটোর সাথে মরিচ গুঁড়ো ও ধনে/পুদিনা পাতা কুচি দিয়ে ব্লেন্ড করে নিন।
*এবার একটি প্যানে তেল দিয়ে গরম করে এতে বাকি মসলা দিয়ে ভালো করে নেড়ে নিন। এতে পেঁয়াজ কুচি ও কারি পাতা দিয়ে নাড়ুন।
*পেঁয়াজ নরম হয়ে এলে এতে আদার পেস্টটি দিয়ে দিন ও ১-২ মিনিট নাড়ুন। এরপর এতে টমেটোর মিশ্রন দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। ২-৩ টেবিল চামচ পানি দিয়ে নেড়ে নিন যাতে তলায় লেগে না যায়।
*মসলার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এতে লবণ দিয়ে ভালো করে নেড়ে নিন ও এতে সবজি দিয়ে মিশিয়ে ফেলুন। খুব সামান্য পানি দিয়ে সবজি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিন।
*এরপর পাস্তা ঢেলে দিন প্যানে। ভালো করে নেড়ে নিন। তবে লক্ষ্য রাখবেন পাস্তা ভেঙে না যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে সয়া সস ও অয়েস্টার সস দিয়ে দিন। নেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...