Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

জাপানী সুশি

উপকরণঃ
• শসা ও গাজর- পরিমাণ মত (দুই ধরনের সবজি বাছাই করুন)।
• মাছ বা মাংসের টপিং (সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি বা তাৎক্ষণিকভাবে প্রয়োজন হলে রান্না করা মাংস) - পরিমাণ মত।
• আতপ চাল- পরিমাণ মত।
• লবনবিহীন শুকনো সামুদ্রিক শৈবালের লেয়ার (সুশি তৈরির জন্যে এটি বিশেষভাবে প্রস্তত অবস্থায়ই বাজারে কিনতে পাওয়া যায়) বা ডিম- পরিমাণ মত।
• চিনি- ২ টেবিল চামচ।
• লবন- ১ টেবিল চামচ।
• সয়া সস- ১ টেবিল চামচ।
• ভিনেগার- ২ টেবিল চামচ।
প্রণালীঃ
*চাল ঠান্ডা পানি দিয়ে বার বার ধুয়ে নিন যতক্ষন না চাল ধোয়া পানি সম্পূর্ন পরিস্কার হচ্ছে।
*তারপর চাল সেদ্ধ করে ফেলুন। প্রথমে ঢাকনা না দিয়ে ২ কাপ চালের সাথে ২ কাপ পানি দিয়ে উচ্চ তাপে চুলায় চড়িয়ে দিন।
*যখন এটি সেদ্ধ হতে শুরু করবে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়ে ঢাকনা দিন। ১৫ মিনিট এভাবে সেদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে ১০ মিনিট সাধারন তাপমাত্রায় রেখে দিন। ভাতটা একদম আঠালো ধরনের হবে।
*শসা ও গাজরগুলোকে চপিং বোর্ডে নিয়ে চিকন ও লম্বা করে কাটুন।
*চিংড়ি সিদ্ধ করে খোলস থেকে ছাড়িয়ে নিন। আর মাংস ব্যবহার করতে চাইলে পাতলা স্লাইস করে সিদ্ধ করুন বা আপনার পছন্দমতন মশলা মাখিয়ে ভেজে নিন। মাছকেও একই উপায়ে প্রস্তত করতে পারেন।
*এবার ছোট একটি বাটিতে ভিনেগার, চিনি, সয়াসস ও লবন মিশিয়ে হাল্কা গরম করে নিন।
*এরপর একটি কাঠের বা কাঁচের পাত্রে ভাত নিয়ে এই মিশ্রনটি ভালোভাবে নেড়ে চেড়ে মেশান। যাতে প্রতিটি ভাতে মিশ্রনটি লাগে। এটাকে রুম তাপমাত্রায় রেখে বাকি কাজ করুন।
*এখন একটি বাঁশের ছোট্ট ম্যাটের ওপর শুকনো শৈবালের লেয়ারটি বা পাতলা করে ভাজা ডিম রাখুন। এবার এর ওপর ভাত বেশ পুরু করে ছড়িয়ে দিন (রুটিতে মাখন...

Continue Reading...
Food Image

স্পাইসি চিকেন

উপকরণঃ
• মুরগীর মাংস– ৩০০ গ্রাম (ছোট করে কাটা),
• পেঁয়াজ– ১ টা,
• মরিচ গুঁড়া– ১/২ চা চামচ,
• হলুদ গুঁড়া– ১/৩ চা চামচ,
• রসুন বাটা– ১/৩ চা চামচ,
• আদা বাটা– ১/২ চা চামচ,
• টমেটো– ৩ টা (মাঝারি আকারের),
• কাঁচা মরিচ- ২টা,
• ধনেপাতা বা পুদিনা পাতা- পরিমাণ মত,
• গরম মশলা গুঁড়া– ১/৪ চা চামচ,
• চিনি– ১ চিমটি,
• লবণ– স্বাদ মত,
• তেল– ২ টেবিল চামচ।
প্রণালীঃ
*পেঁয়াজ, হলুদ-মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, টমেটো (অল্প পরিমাণে আলাদা কুচি করে রাখতে হবে), লবন আর তেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
*এরপর এই মিশ্রণ দিয়ে মুরগীর মাংসের টুকরা গুলো ভালোভাবে মেখে মেরিনেট করুন আধা ঘণ্টা।
*আধা ঘণ্টা পর মেরিনেটেড মুরগীর মাংস একটা প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করতে করুণ মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে প্যানে লেগে বা পুড়ে না যায়।
*এক চিমটি চিনি, টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
*মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়া আর ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন।
...সালাদ দিয়ে সাজিয়ে গরম ভাত বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ঘরোয়া বাকরখানী

উপকরণঃ
• ময়দা,
• কর্ণফ্লাওয়ার,
• ডালডা,
• তেল,
• লবণ,
• পানি,
• তেল।

প্রণালীঃ
*প্রথমে ১ কাপ ময়দা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ গলানো ডালডা, ১ টেবিল চামচ তেল ও ১ চা চামচ লবণ দিয়ে মেখে খাস্তা করে নিতে হবে।
*এরপর পরিমাণমতো পানি দিয়ে ময়দা ময়ান করে ২ ঘন্টা ঢেকে রাখতে হবে।
*এখন ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ডালডা গরম করে গলিয়ে ঠান্ডা করে নিন।
*এরপর গলানো ঠাণ্ডা ডালডা ও ১ কাপ তেল একসাথে মিশিয়ে বিট করে নিন।
*এবার ১ কাপ ময়দা, আধা কাপ কর্ণফ্লাওয়ার, ১ কাপের ৪ ভাগের ১ ভাগ তেল একসাথে মাখিয়ে নিন।
*এরপর ময়ান করে রাখা খামির ৪ ভাগ করে প্রতিটি ভাগে যতটুকু সম্ভব খুব পাতলা রুটি বেলে নিন।
*তারপর রুটির চারপাশে ১ ইঞ্চি ফাঁকা রেখে বিট করে রাখা তেল ও ডালডার মিশ্রণের প্রলেপ দিতে হবে।
*এখন এর উপর (ময়দা, কর্ণফ্লাওয়ার ও তেল একসাথে মাখা) ময়দার মিশ্রণ ছিটিয়ে দিতে হবে।
*এবার রুটি দুই ভাঁজ করে পুনরায় ডালডার প্রলেপ দিয়ে তার উপর ময়দা ছিটিয়ে গোল করে লম্বা দড়ির মতো পেচিয়ে তা থেকে ছোট ছোট লেচির মতো কেটে নিতে হবে।
*এরপর প্রতিটি লেচি ছোট ছোট বাকরখানি রুটির মতো করে বেলে মাঝখানে ছুরি দিয়ে আঁচড় কেটে দিতে হবে।
*ইলেকট্রিক ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে ২০ মিনিট বেক করুন।
...ব্যস তৈরি হয়ে গেলো বাকরখানী।

Continue Reading...
Food Image

আপেল কাস্টার্ড

উপকরণঃ
• আপেল কুঁচি- ৪ টি,
• দুধ- ৬ কাপ,
• কাস্টার্ড পাউডার- ৪ টেবিল চামচ,
• চিনি- ৮ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী,
• এলাচ গুঁড়া- ১ চা চামচ,
• কন্ডেন্সড মিল্ক- ৩ টেবিল চামচ,
• পুদিনা পাতা, চেরি, বাদাম কুঁচি, জেলো অথবা চকলেট চিপস- পরিমাণ মত।
প্রনালীঃ
*প্রথমে আপেল ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রাখুন।
*তারপর একটা পাত্রে পরিমান মত দুধ নিন তার মধ্যে পরিমান মত কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন।
*এবার আর একটি পাত্রে পরিমান মত দুধ দিয়ে জালাতে থাকুন ।
*দুধ ঘন হয়ে আসলে পরিমান মত চিনি দিয়ে নাড়তে থাকুন।
*দুধের সাথে মিশানো কাস্টার্ড পাউডার জালানো দুধের মধ্যে ঢেলে আস্তে আস্তে নাড়তে থাকুন।
*এবার কনডেন্সড মিল্ক দিয়ে ১-২ মিনিট নেড়ে তার মধ্যে এলাচ এর গুঁড়া দিয়ে দিন।
*চুলা থেকে নামানোর ১ মিনিট আগে আপেলের টুকরো গুলো দিয়ে দিন।
*তারপর আপেল কাস্টার্ড ঠান্ডা করে ১-২ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
*এরপর ঠান্ডা ঠান্ডা আপেল কাস্টার্ডে পুদিনা পাতা, চেরি, বাদাম কুঁচি, জেলো অথবা চকলেট চিপস দিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

গরুর মাংসের শাহী রেজালা

উপকরণঃ
• গরুর মাংস,
• পেঁয়াজ কুচি,
• আদা,
• রসুন,
• হলুদ জিরা,
• ধনিয়া,
• লবণ,
• কেওড়া জল,
• কিশমিশ,
• আলু বুখারা,
• দই,
• বাদাম বাটা,
• চিনি,
• কাঁচা মরিচ বাটা বা পেস্ট,
• জয়ফল/ জয়ত্রী/ পুস্তদানা,
• গরম মসলা (এলাচি/ দারুচিনি),
• তেজপাতা তেল,
প্রণালীঃ
*সব উপকরণ আপনার পরিমাণ মত নিন।
*এবার ভালো করে মাংস ধুয়ে নিন।
*দই পানি দিয়ে পাতলা করে নিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ঘণ্টাখানেক রেখে দিন।
*এখন মাংসে (পরিমাণ মত উপকরণ) তেল, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ (সামান্য), জিরা, ধনিয়া (সামান্য), লবণ, বাদাম বাটা, চিনি, জয়ফল/জয়ত্রী/পুস্তদানা বাটা, তেজপাতা, গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
*ভালোভাবে মেশানোর পর মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন।
*আস্তে আস্তে গরম হতে থাকবে এবং মাংস সিদ্ধ হচ্ছে কিনা দেখে নিন।
*মাংস নরম হয়ে গেলে কেওড়া জল, কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন।
*এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ জ্বাল দিন।
*তারপর লবন দেখে নিন, বাগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।
...ব্যস হয়ে গেল গরুর মাংসের শাহী রেজালা। এবার পোলাও, ভাত অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

চিকেন কোরমা

উপকরণঃ
• মুরগীর- ১ টি,
• আলু- ২ টি টুকরা করা,
• পেঁয়াজ বাটা- ১/৪ কাপ,
• কাঁচামরিচ- ৪ টি,
• আদা বাটা- ১ টেবিল চামচ,
• রসুন বাটা- ১ টেবিল চামচ,
• জিরা বাটা- ১চা চামচ,
• চিনি- ১ চা চামচ,
• দারুচিনি- ২ টি,
• এলাচ- ৪ টি,
• তেজপাতা- ২ টি,
• গরম মশলা- ১/২ চা চামচ,
• টক দই বা দুধ- ১/২ কাপ,
• কিসমিস- ৭/৮ টি,
• লেবুর রস- ১ টেবিল চামচ,
• তেল- ১ কাপ,
• ঘি- ১ টেবিল চামচ,
• লবন- স্বাদ মতো।
প্রনালীঃ
*মুরগী ধুয়ে পানি ঝড়িয়ে নিন।
*এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, তেল, পানি, দই, কিসমিস, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মাখে রাখুন ১০-১৫ মিনিট।
*এবার কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেঁজে উঠিয়ে রাখুন।
*এখন বাকি তেল দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
*এবার দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন।
*মাংস কষানো হলে পরিমান মত পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে অল্প আঁচে ডেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকা ভাবে নেড়ে দিন।
*ঝোল ঘন হয়ে এলে দই বা দুধ দিয়ে ৫-১০ মিনিট রান্না করুণ (নামানোর আগে আগে দুধ দিলে রান্নার স্বাদ ও রঙ সুন্দর থাকে)।
*নামানোর কিছুক্ষন আগে কিসমিস, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন।

Continue Reading...
Food Image

চালতার আচার

উপকরণঃ
• চালতা- ২টি,
• চিনি- আধা কাপ,
• তেল- আধা কেজি,
• গুঁড়- দুই কাপ,
• মরিচ গুঁড়া- ২ চা চামচ,
• রসুন বাটা- দেড় টেবিল চামচ,
• সরিষার তেল- আন্দাজ মতো,
• সরিষা বাটা- দেড় টেবিল চামচ,
• রসুন কোয়া- ১০/১২টি,
• তেজপাতা- ২টি,
• শুকনা মরিচ- ৪/৫টি,
• পাঁচফোড়ন- ১ চা চামচ,
• পাঁচফোড়ন গুঁড়া- ১ টেবিল চামচ,
• সিরকা- আধা কাপ।
প্রনালীঃ
*চালতা টুকরা করে গরম পানিতে খুব ভালো করে সিদ্ধ করে ছেচে নিতে হবে।
*এবার প্যানে তেল দিয়ে তাতে রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চালতা দিতে হবে।
*এরপর গুঁড় দিয়ে নাড়তে হবে।
*কিছুক্ষণ মরিচ গুঁড়া, রসুন বাটা, সরিষা বাটা, পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নাড়তে হবে ১৫ মিনিট তারপর চিনি দিতে হবে।
*নামানোর আগে সিরকা দিয়ে নামিয়ে কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।

Continue Reading...
Food Image

ঘরোয়া কফি আইসক্রিম

উপকরণঃ 
• গুঁড়া দুধ- ১ কাপ,
• পানি- ১ কাপ,
• ডিম- ৫ টি,
• ক্রিম- ২ কাপ,
• চিনি- হাফ কাপ,
• কফি- দেড় টেবিল চামচ,
• কাস্টার্ড পাউডার- ১ টেবিল চামচ।
প্রণালীঃ
*গুঁড়া দুধ, পানি, ক্রিম, কফি ও কাস্টার্ড পাউডার একসঙ্গে ব্লেন্ড করে নিন।
*তারপর ব্লেন্ড করা মিশ্রণটি প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিন।
*এবার বড় বোলে ডিমের কুসুম ৫টি, চিনি আধা কাপ নিয়ে খুব ভাল করে বিট করে নিতে হবে।
*ক্রিমের মতো হয়ে এলে জ্বাল করে রাখা গরম মিশ্রণ অল্প অল্প দিয়ে বিট করুন।
*সবটুকু মিশ্রণ মেলানো হয়ে গেলে আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে আরোও কিছুক্ষণ বিট করে নিন।
*এবার ছাচে ঢেলে ফ্রিজে রেখে জমাতে হবে সারা রাত।
...চকলেট কুচি, হুইপড ক্রিম ও চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

Continue Reading...
Food Image

মুচমুচে পেঁয়াজ পাকোড়া

উপকরণঃ 
• পেঁয়াজ মোটা করে কুচি করা– ১ কাপ,
• ডিম– ১ টি,
• বেসন– ১ কাপ,
• হলুদ গুঁড়ো– ১ চা চামচ,
• মরিচ গুঁড়ো– ১ চা চামচ,
• গোল মরিচ গুঁড়ো– আধা চা চামচ,
• বেকিং সোডা– ১ চা চামচ,
• টেস্টিং সল্ট– আধা চা চামচ,
• লবণ– স্বাদমতো,
• চালের গুঁড়ো– সামান্য,
• তেল ভাজার জন্য– পরিমাণ মতো।
প্রণালীঃ
*তেল বাদে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মিশ্রন তৈরি করে নিন।
*মিশ্রন যেনো খুব পাতলা না হয়। ঘন থকথকে মিশ্রন হলে তা পেঁয়াজের গায়ে লেগে থাকবে।
*একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিয়ে এতে পেঁয়াজের মিশ্রণটি অল্প অল্প করে ছেড়ে বাদামী করে ভেজে তুলুন একটি কিচেন টিস্যুর উপরে।
...চাটনি বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...