Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

কেক বানাতে টিপস

*ময়দার পরিমাণ ঠিক রাখুন। কৌটো থেকে বের করে সরাসরি মেসারিং কাপে ময়দা রাখুন। যেটা বাড়তি থাকবে ছুড়ি দিয়ে চেঁচে ফেলে দিন। উপকরণগুলোর একটু হেরফের হলেই স্বাদ পাল্টে যাবে।
*হাতে যদি খুব বেশি সময় না থাকে, তাহলে ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বের করে দেবেন না। তাতে কেক হতে সময় লাগবে। তার চেয়ে বরং এগলেস কেক করুন।
*কেক বেকিংয়ের পাত্রে মাখন লাগাতে ব্যবহার করুন পার্টি ব্রাশ।
*কেকে মাখন বা ডিম যা-ই ব্যবহার করুন তা রুম টেম্পারেচারে আনার পরই মেশাবেন। তাহলে বাকি মিশ্রণের সঙ্গে এটা তাড়াতাড়ি মিশে যাবে এবং ভালোভাবেই।
*সরাসরি কেকের ব্যাটারের (মিশ্রণের) উপর ডিম ফেটাবেন না। অন্য একটা কাপে ফেটিয়ে তারপর মিশ্রণের সঙ্গে মেশান।
*কেক পুরোপুরি হয়েছে কি না তা বোঝার জন্য ওভেনে কেকে একটা কাঠি ঢুকিয়ে দেখুন। কাঠিটা যদি ঠিকমতো ঢুকে যায় আর তারপর পরিষ্কারভাবে বেরিয়ে যায়, তাহলে বুঝতে হবে কেক রেডি। আর কাঠিতে যদি কোনও উপকরণ লেগে থাকে, তাহলে বুঝতে হবে ভিতরটা কাঁচা রয়েছে।
*কেক তৈরির আগে ওভেনের টেম্পারেচার ঠিকমতো অ্যাডজাস্ট করে নিন।
*বেকিং শেষ হওয়ার পরও ওভেনে স্ট্যান্ডিং টাইম দিয়ে কেক খানিকক্ষণ বসিয়ে রাখুন। ঠান্ডা হলে বের করলে নরম ব্যাপরাটা থাকবে।
*শীতের দিন কেক বাইরেই রাখতে পারেন। তবে কোনও এয়ার টাইট কন্টেনারে। একেবারে খুলে নয়।
*কেক আরও সুস্বাদু করতে চিনি, ময়দা, মাখন দিয়ে যখন ব্যাটারটা করবেন তাতে খানিকটা পাতিলেবু বা কমলালেবুর রস ফেলে দিতে পারেন।
*ময়দা বা অন্যান্য সামগ্রী মেশানোর সময় যাতে ডেলা না পাকিয়ে যায়, তাই হ্যান্ড ব্যাটার মিক্স যন্ত্রও কিনে নিতে পারেন।
*কেক পরিবেশনের ক্ষেত্রে অনেক সময়ই প্লেটে আটকে যায় তোলার সময়। এর হাত থেকে বাঁচতে চিনি পাউডার প্লেটে ছড়িয়ে তার উপর কেকটা রাখুন। কাটার সময় আর আটকাবে না।

Continue Reading...
Food Image

লেমন গ্রিল চিকেন

উপকরণঃ
• মুরগী- ১ কেজি (টুকরো করা),
• আদা বাটা- ১ টেবিল চামচ,
• সয়াসস- ২ টেবিল চামচ,
• চটপটির মশলা- ৪ টেবিল চামচ,
• সরিষার তেল- ১/৪ কাপ,
• কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ,
• লেবুর রস- ১/৪ কাপ,
• সয়াবিণ তেল- প্রয়োজনমত,
• লবণ- স্বাদ মত,
• চিনি- সামান্য।
প্রণালীঃ
*মুরগির মাংসকে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেঁচে নিন।
*তারপর সয়াবিন তেল বাদে বাকি সব উপকরন দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন মেরিনেটের জন্য।
*এবার প্যানে অল্প সয়াবিন তেল গরম করে নিয়ে তাতে মুরগির মাংস গুলো দিয়ে দিন। দুপাশ লাল রঙ ধরলে, ঢাকনা দিয়ে দিন। এই অবস্থায় মুরগী একটু পানি ছাড়বে, সেই পানি প্যানেই শুকিয়ে যাবে। পানি শুকালে পোড়া পোড়া করে নিন। (কাবাবের মতন কয়লার চুলায় করতে পারেন। ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসেও নিতে পারেন মজাদার লেমন গ্রিল চিকেন।)
...সালাদ দিয়ে সাজিয়ে পরিবেশন করুণ।

Continue Reading...
Food Image

ম্যাঙ্গো কেক

উপকরণঃ
• ডিম- ৪টি,
• ময়দা- ১ কাপ,
• চিনি- ১ কাপ,
• তেল ও ঘি- ১ কাপ,
• দুধ- আধা কাপ,
• বেকিং পাউডার- পরিমাণ মতো,
• পাকা আমের পেস্ট আধা কাপ।
প্রণালীঃ
*ডিম ভালো করে বিট করে নিন।
*এবার চিনি দিয়ে ভালো করে বিট করুন, যাতে চিনির কোনো দানা না থাকে। তাতে অল্প অল্প করে ময়দা মেশান। বেকিং পাউডার ও গুঁড়া দুধ মেশান। অল্প অল্প করে আমের পেস্ট মেশান। সব শেষে তেল ও ঘি মেশান। ভালো করে বিট করুন।
*এবার কেকের ছাঁচে তেল মাখিয়ে মিশ্রণটি অল্প অল্প করে ঢেলে রাখুন।
*এবার রিং কেকের পাত্রটি চুলায় বসিয়ে ছোট ছোট কেকের ছাঁচটি বসিয়ে দিন। ১০ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

কিউকাম্বার জুস

উপকরণঃ
• শসা কুচি- ১ কাপ,
• পানি- ২ কাপ,
• পুদিনা পাতা কুচি- ২ টেবিল টামচ,
• লেবুর রস- ১ টেবিল চামচ,
• কাঁচা মরিচ কুচি- ১টি,
• লবণ- পরিমাণ মত,
• বিট লবণ- ১/২ চা চামচ,
• বরফ কুচি- পরিমাণমতো।
প্রণালীঃ
*বরফ বাদে সব উপকরণ ব্লেন্ড করুন ভালোভাবে।
*এবার ছেঁকে নিন।
*এরপর ব্লেন্ডার থেকে শরবত গ্লাসে ঢালুন।
*গ্লাসে বরফ কুচি দিয়ে নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

বিফ কিমা পুলিপিঠা

উপকরণঃ
• ময়দা- ২ কাপ,
• গরম পানি- পরিমাণ মত,
• সিদ্ধ করা গরুর মাংস- ১ কাপ,
• তেল- ১ টেবিল চামচ,
• পেয়াজ কুচি (মাঝারি সাইজের)- ১ টা,
• রসুন বাটা- ১ চা চামচ,
• আদা বাটা- ১ চা চামচ,
• হলুদের গুড়ো- আধা চা চামচ,
• মরিচের গুড়ো- আধা চা চামচ,
• জিরা গুড়ো, ধনিয়ার গুড়ো ও পাঁচফোড়ন মশলা- আধা চা চামচ,
• লবন- স্বাদ মত,
• সয়াসস ও টমেটো সস- ১ চা চামচ,
• দারচিনি- ২ টুকরা,
• এলাচি- ৪ টা,
• তেজপাতা- ১ টা,
• তেল ভাজার জন্য- পরিমাণ মত।
প্রণালীঃ
*সিদ্ধ করা মাংসকে শিল পাটায় বেটে কিংবা ব্লেন্ডার এ দিয়ে কিমা করে নিন।
*এবার একটা কড়াই এ তেল দিয়ে তাতে পেয়াজ কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিন।
*এবার রসুন বাটা, আদা বাটা, হলুদের গুড়ো, মরিচের গুড়ো, জিরা গুড়ো, ধনিয়ার গুড়ো ও পাঁচফোড়ন মশলা ও লবন দিয়ে মশলা টা ভালো করে কষিয়ে নিন।
*কষানো হয়ে গেলে তাতে বিফ কিমা দিয়ে দিন। এখন ঘন ঘন নাড়তে থাকুন, না হলে কিমা লেগে যাবে।
*এরপর সয়াসস ও টমেটো কেচাপ দিয়ে দিন।
*কিমার পানি শুকিয়ে তেল উপরে উঠে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন। (কিছুক্ষণ পর পুর থেকে এলাচ, দারচিনি, তেজপাতা উঠিয়ে ফেলে দিন)
*এরপর একটা পাত্রে ময়দা নিয়ে তাতে সামান্য লবন দিয়ে মিশিয়ে নিন।
*এখন একটু একটু করে পানি মিশান । ময়ান করতে যতটুকু লাগে ততটুকু দিন ।
*হাতে সামান্য তেল মাখিয়ে ময়দার ময়ান কে ভালো করে মথে নিন। (ময়ান মসৃণ করে নিতে হবে, এতে পিঠা ভালো হবে)
*এবার ময়দার ময়ান থেকে ছোট ছোট করে লেচি কেটে ছোট রুটি তৈরি নিতে হবে।
*এরপর রুটিতে বা পুলি পিঠার ছাঁচে রুটি নিয়ে...

Continue Reading...
Food Image

রাইতা

উপকরণঃ
• টক দই,
• শসা কুঁচি,
• পুদিনা পাতা মিহি কুঁচি,
• লবন,
• জিরা পাউডার।
প্রণালীঃ
*সব উপকরণ আপনার পরিমাণ মতো নিন।
*এবার অল্প চিনি টক দই এর সাথে মেশান।
*তারপর জিরা, চিনি,পুদিনা পাতা কুঁচি, স্বাদমত লবন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
*ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর ওই মিশ্রন এর সাথে শসা কুঁচি মিশিয়ে নিয়ে তৈরী করুন রাইতা।

Continue Reading...
Food Image

বীফ বান

উপকরণঃ
ডো এর জন্য-
• ময়দা,
• লবণ,
• চিনি,
• ইস্ট,
• ডিম,
• মিল্ক পাউডার,
• পানি,
• তেল।
ফিলিং তৈরির উপকরণ-
• গরুর মাংস- ৫০০ গ্রাম,
• তেল- ২ টেবিল চামচ,
• রসুন- ১ টেবিল চামচ,
• মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ,
• কালো গোলমরিচ- ১ চা চামচ,
• উস্টার সস- ১ টেবিল চামচ,
• চিনি- ১ চা চামচ,
• জিরা ভাজা গুঁড়ো- ১ চা চামচ,
• লেবুর রস- ২/৩ চা চামচ,
• লবণ- স্বাদমত।
*ডো এর উপকরণগুলো পরিমাণ মতো সব উপকরন নিয়ে একসাথে মিশিয়ে নরম ও মোলায়েম ডো বানিয়ে একটা বাটিতে ঢাকনা দিয়ে চুলার পাশে ২০ মিনিট রেখে দিন। এর বেশী সময় রাখতে পারলে আরও ভালো।
*এখন ফীলিং তৈরিতে প্রথমে তেলে রসুন ভেজে এতে মাংসের কিমা দিয়ে তারপর বাকিসব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে রান্না করুন। একদম ভাজা ভাজা হবে। এরপর পুরটা নামিয়ে ঠান্ডা করতে হবে।
*এবার ডো নিয়ে রুটির গোলার মতো গোল গোল করে নিতে হবে।
*এরপর গোলাটি হাত দিয়ে হাল্কা চেপে চ্যাপটা করে নিয়ে এরমধ্যে মাংসের ফিলিং দিয়ে হাতে গোল করতে হবে। মসৃণ বান হবে।
*বেকিং প্যানে তেল মাখিয়ে বানগুলো রাখুন। পরস্পর থেকে দূরে দূরে রাখবেন। ১৫ মিনিট অপেক্ষা করতে হবে যেন বানটি ফুলে উঠে।
*বানের ওপরে ডিমের কুসুম পানি দিয়ে ফেটিয়ে ব্রাশ করুন। ছড়িয়ে দিতে পারেন সাদা দিন। ১৬০° তাপমাত্রায় ১৫/২০ মিনিট বেক করতে হবে।
*নামানোর পর কিছুক্ষণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। ১০ মিনিট রাখার পর পরিবেশন করুন। এতে বান নরম হবে।

Continue Reading...
Food Image

ডাল রুটি

উপকরণঃ
ডালের জন্য-
• ডাল- ১ কাপ,
• পেঁয়াজ কুচি- আধা কাপ,
• কাঁচা মরিচ কুচি- ৬/৭ টি,
• হলুদ- আধা চা চামচ,
• লবণ- ১ চা চামচ,
• জিরা গুঁড়া- ১ চা চামচ,
• ধনে পাতা কুচি- আধা কাপ।
রুটির জন্য-
• ময়দা- ২ কাপ,
• লবণ- ১ চা চামচ,
• হালকা গরম পানি- পরিমাণ মত।
প্রণালীঃ
*রুটির জন্য অল্প অল্প পানি দিয়ে ময়দা শক্ত করে মাখিয়ে নিন। তারপর ডো টি ঢেকে রাখুন ২০ মিনিট।
*ডাল তৈরির উপকরণ থেকে ধনেপাতা ছাড়া বাকি সব কিছু ২ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে ধনে পাতা কুচি আর ২ টেবিল চামচ তেল দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন যাতে নিচে না ধরে। সব একসাথে মিশে শক্ত হয়ে যেতে থাকবে। তারপর পাতিল থেকে আলাদা বাটিতে সরিয়ে রাখুন।
*এবার ছোট ছোট রুটি বানান।
*এরপর ডালের পুর বেশি করে নিয়ে একটি রুটির উপর রেখে আরেকটি ছোট রুটি দিয়ে রুটি বানান। (ছোট রুটি ভর্তি করে ডালের পুর নিবেন, কারণ রুটি বেলতে হবেনা।)
*এবার তাওয়া গরম করে মাঝারি আঁচে সবগুলো রুটি সেঁকে নিন।
...ধনে পাতা বা পুদিনা পাতার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

গরমে ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু ‘লাচ্ছি’

গরমে আরাম পাওয়ার অন্যতম প্রধান উপায় হচ্ছে ঠাণ্ডা পানীয়। তবে ঠাণ্ডা সফট ড্রিংকস কিন্তু ভালো নয়। এটি তাৎক্ষণিকভাবে আপনার তেষ্টা মেটাবে ঠিকই, কিন্তু শরীর ও দাঁতের ক্ষতি করবে অনেক। এমন পানীয় পান করা উচিত যা দেহকে ঠাণ্ডা করবে ও স্বাস্থ্যও ভালো রাখবে। আর এমন পানীয় হচ্ছে লাচ্ছি। আজকে শিখে নিন অত্যন্ত সুস্বাদু লাচ্ছি তৈরির খুব সহজ ও ঝটপট রেসিপি।
উপকরণঃ
– ৫০০ গ্রাম মিষ্টি দই
– ১ কাপ গুঁড়ো দুধ
– চিনি মিষ্টি অনুযায়ী
– আধা কাপ পছন্দের ফ্লেভার (বাদাম, আম, কলা, আপেল, স্ট্রবেরি, চকলেট ইত্যাদি)
– বরফ টুকরো পরিমাণ মতো
– পানি পরিমাণ মতো
পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ, চিনি ও পানি একসাথে দিয়ে ভালো করে চিনি ও দুধ গলিয়ে মিশিয়ে রাখুন ১০ মিনিট।
এরপর ব্লেন্ডারে মিষ্টি দই ও পছন্দের ফ্লেভার অর্থাৎ আম, কলা, বাদাম, স্ট্রবেরি, গলানো চকলেট ইত্যাদি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
এরপর দুধ, চিনি ও পানির মিশ্রন ব্লেন্ডারে দিন ও ভালো করে ব্লেন্ড করে নিন।
তারপর বরফের টুকরো দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিন যাতে বরফ কুচি হয়ে মিশে যায় লাচ্ছির সাথে।
এখন গ্লাসে ঢেলে উপরে বাদাম কুচি ও খানিকটা গুঁড়ো দুধ ছিটিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু ‘লাচ্ছি’।

Continue Reading...