Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

তন্দুরি চিকেন

উপকরণঃ
• টকদই– ১ কাপ,
• মুরগি ছুরি দিয়ে মাঝে কেটে ৪ খণ্ড করা নেয়া,
• পেঁয়াজ বাটা– ১ টি,
• লেবুর রস– দেড় টেবিল চামচ,
• রসুন বাটা– ২ কোয়া,
• হলুদ গুঁড়ো– আধা টেবিল চামচ,
• জিরা গুঁড়ো– আধা টেবিল চামচ,
• আদা বাটা– আধা টেবিল চামচ,
• মরিচ বাটা– পরিমাণ মত,
• লবন– স্বাদমতো,
• গোলমরিচ– ১/৪ টেবিল চামচ.
• দারুচিনি গুঁড়ো– ১/৪ টেবিল চামচ,
• লবঙ্গ গুঁড়ো– ১ চিমটি।
প্রণালীঃ
*একটি বড় বোলে মসলা জাতীয় সব কিছু একসাথে দিয়ে টকদইয়ের সাথে মিশিয়ে রাখুন।
*এই মিশ্রনে মুরগির টুকরো গুলো দিয়ে ভালো করে মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা। যদি পারেন তাহলে পুরো রাত রাখলে ভালো।
*এবার ইলেকট্রিক ওভেন ৫০০ ডিগ্রি ফারেনহাইটে প্রি হিট করতে দিন। এবং ওভেনের র্যা কে আধা চা চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিন।
এরপর একটি অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার উপর মুরগির টুকরোগুলো রাখুন। চাইলে গ্রিল ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে রাখতে পারেন।
*এরপর লালচে বাদামী রঙ হওয়া পর্যন্ত ওভেনে রোস্ট করতে থাকুন। মাঝে উল্টে দিতে পারেন প্রয়োজনে। ২৫-৩০ মিনিটের মধ্যে তন্দুরি চিকেন তৈরি হয়ে যাবে।
*এরপর ওভেন থেকে বের করে নান, পরোটা, সালাদ ও সসের সাথে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

লেমন চিকেন

লেবুর টক স্বাদের মুরগির এই রেসিপি খুবই মজার। চলুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করা যায় এই রেসিপি ।
উপকরণঃ
১.চিকেন ১ কেজি
২.পেঁয়াজ কুচি ১ কাপ
৩.আদা বাটা ১ টেবিল চামচ
৪.গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৫.পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৬.মরিচ বাটা ১ চা চামচ
৭.দই ১ টেবিল চামচ
৮.লেবুর রস ৩ টেবিল চামচ
৯.লবণ, চিনি স্বাদমতো
১০.তেল ১ কাপ
১১.ঘি ১ টেবিল চামচ
১২.গরম মসলার গুঁড়া ১ চা চামচ
যেভাবে তৈরি করবেন:
চিকেন, গোলমরিচ, লেবুর রস ও লবণ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তেল গরম হলে মেখে রাখা চিকেন ভেজে নিন হালকা বাদামি করে।
চিকেন তুলে তেলে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে কিছুটা তুলে নিয়ে বাকিটুকুর মধ্যে সব বাটা মসলা দিয়ে কষিয়ে দই দিন। চিকেন দিয়ে অল্প আঁচে দমে রাঁধুন।
চিকেন সিদ্ধ হলে ঘি ও চিনি দিন। কম আঁচে রাখুন। তেল ওপরে উঠলে নামিয়ে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

অরেঞ্জ সুফলে

উপকরণঃ
• ফ্রেশওয়েল অরেঞ্জ জেলো- ১ প্যাকেট,
• আগার আগার পাউডার (অথবা চা চামচ চায়না গ্রাস কুচি করে কেটে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর চুলায় একটু গলিয়ে নিয়ে ব্যবহার করতে হবে)- ১ চা চামচ,
• আইসিং সুগার- ২/৩ টেবিল চামচ,
• ফ্রেশ ক্রিম- ৪ টেবিল চামচ,
• কমলার রস- হাফ কাপ,
• কনডেনসড মিল্ক- এক টিন।
প্রণালিঃ
*অরেঞ্জ জেলী দেড়কাপ গরম পানিতে গুলিয়ে এর মাঝে অরেঞ্জ জুস আর আগার আগার পাউডারটা দিয়ে দিন।
*জেলোটা জমতে দিন। এটা কিন্তু পুরোপুরি জমবে না। ঠাণ্ডা হতে দিন আর অর্ধেক জমা মাত্র এটা ব্যবহার করতে হবে ।
*কনডেনসড মিল্ক একটা বাটিতে নিন।
*এতে আইসিং সুগার দিন। ফ্রেশ ক্রিমটাও যোগ করুন। কিছুক্ষণ বিটার দিয়ে বিট করুন।
*এবার আধা জমা অরেঞ্জ জেলী দিয়ে দিন। সব কিছু এক সাথে আবার বিট করুন। এবার আর বেশি বিট করবেন না ।
*মিশে গেলে যে ডিসে বা গ্লাসে সেট করতে চান সেটায় ঢেলে ফ্রিজে রাখুন এক ঘণ্টা। (এটা কিন্তু খুব জমে যাবে না, কেবল একটু হালকা ঘন হয়ে জমে আসবে। সুফলের ভেতরটা সফট থাকবে।)
*ওপরে হুপিং ক্রিম অথবা চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ সুফলে।

Continue Reading...
Food Image

ভেলভেট চীজ কেক

উপকরণঃ
কেকের জন্য-
• ময়দা আড়াই কাপ,
• ভ্যানিলা এসেন্স ১ চা চামচ,
• বেকিং পাউডার ১ চা চামচ,
• বাটার ১/২ কাপ,
• লাল রং (ফুড কালার) ৩ টেবিল চামচ,
• লবণ ১/২ চা চামচ,
• চিনি দেড় কাপ,
• ডিম ২টি,
• বাটারমিল্ক ১ কাপ।
ফ্রস্টিং এর জন্য-
• ক্রিম চিজ ২ কাপ,
• বাটার ২ কাপ,
• চিনি ২ কাপ,
• ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ।
প্রণালীঃ
*প্রথমে একটা পাত্রে ডিম ভালোভাবে ফেটে নিন।
*এবার অন্য একটা পাত্রে ময়দা, বেকিং সোডা, চিনি, লবণ একসাথে ছেলে নিন।
*তারপর মিশ্রণটি ফাটানো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে একটু বাটার মিল্ক দিয়ে ব্লেন্ড করুন। মসৃণ মিক্স হবে।
*এরপর মিশ্রণে ফুড কালার, ভ্যানিলা এসেন্স যোগ করুন।
*একটু বড় কেক প্যানে কেকের মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিন।
*৩৫০ ডিগ্রি প্রি হিটেড ওভেনে ২০-৩০ মিনিট বেক করুন। (প্যান ছড়ানো হলে সময় কম লাগবে। প্যান ছোট হলে সময় বেশি লাগবে।)
*কেকে মাঝখানে টুথপিক ঢুকিয়ে দেখুন বেক হয়েছে কিনা।
*বেক হয়ে গেলে কেকটি নামিয়ে ঠাণ্ডা করুন।
*কেকের উপরের অংশ কেটে সমান করে নিন। এবং মাঝ থেকে কেটে দুভাগ করে নিন।
*এবার একটি বাটিতে ক্রিম চিজ, বাটার, চিনি, ভ্যানিলা দিয়ে বিট করে নিন।
*এরপর মিশ্রণটি কেকের নিচের অংশে খানিকটা দিন।
*তারপর এর উপর আরেকটা অংশ দিয়ে চাপা দিন। (স্যান্ডুইচের মত করে।)
*এবার কেকের উপরে এবং চারপাশে ছুরি দিয়ে মিশ্রণটি বিছিয়ে সমান করে দিন। মনের মত করে পাইপিংও করতে পারেন।
*নিজের মতো সাজিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

খোসাসহ আমের আচার

উপকরণঃ
• কাঁচা আম- ১ কেজি,
• সিরকা- আধা কাপ,
• সরিষার তেল- এক কাপ,
• রসুনবাটা- দুই চা চামচ,
• আদাবাটা- দুই চা চামচ,
• হলুদ গুঁড়া- দুই চা চামচ,
• চিনি- তিন টেবিল চামচ,
• লবণ- পরিমাণমতো,
• মেথি গুঁড়া- এক চা চামচ,
• জিরা গুঁড়া- দুই চা চামচ,
• মৌরি গুঁড়া- এক চা চামচ,
• রাঁধুনি গুঁড়া- দুই চা চামচ,
• সরষে বাটা- তিন টেবিল চামচ,
• শুকনা মরিচ গুঁড়া- দুই টেবিল চামচ,
• কালো জিরা গুঁড়া- এক চা চামচ।
প্রণালীঃ
*খোসাসহ কাঁচা আম টুকরো করে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন।

*এরপর প্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন।
*অন্য একটি প্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন। কম আঁচে চিনি গলে গেলে জিরা গুঁড়া, রাঁধুনি গুঁড়া, সরষেবাটা, শুকনা মরিচ গুঁড়া, কালো জিরা গুঁড়া ও একটু সিরকা দিয়ে আম কষিয়ে নিন।
*আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া নামিয়ে ফেলতে হবে।
...ঠাণ্ডা করে বয়ামে তুলে রাখুন।

Continue Reading...
Food Image

মাংস বড়া

উপকরণঃ
• আদা, রসুন বাটা- ১ চা চামচ,
• গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ,
• কাবাব মশলা- ১ চা চামচ,
• পেঁয়াজ বাটা- ৩ চা চামচ,
• মরিচ বাটা- ৩ চা চামচ,
• হলুদ গুঁড়ো- ১ চিমটি,
• পাউরুটির পিস- প্রয়োজন মতো,
• আলু (সেদ্ধ করে পিষে নেয়া) - ১ কাপ,
• হাড় ছাড়া মাংস (মুরগি/গরু/খাসি) - ১ কাপ,
• তেল- পরিমাণ মত,
• লবণ- স্বাদমতো।
প্রণালীঃ
*প্রথমে আলু ভালো করে সেদ্ধ করে পিষে নিন ভালো করে। মাংস ছোট করে কেটে সেদ্ধ করে নিন। এরপর মাংস একটি কাটা চামচের ব্যবহারে আঁশ আঁশ ছাড়িয়ে নিন।
*এরপর একটি বড় বাটিতে পাউরুটি বাদে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। পাউরুটি ছিঁড়ে ছোট টুকরো করে মিশ্রণের নরমভাব কমাতে ব্যবহার করুন। যতোটা পাউরুটির প্রয়োজন ততোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
*এরপর হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে বড়ার আকার দিন ও আলাদা করে রাখুন।
*একটি ফ্রাইপ্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমন ভাবে তেল দিয়ে বড়া সাজিয়ে দিয়ে ভাজতে থাকুন হালকা থেকে মাঝারি আঁচে। একপাশ হয়ে গেলে অপর পাশ উল্টে লালচে করে ভেজে নিন।
*একটি কিচেন টিস্যুতে ভেজে তুলে নিন বড়া গুলো।
...সব ভাজা হয়ে গেলে সস ও মেয়োনেজের সাথে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

সবজির কোরমা

উপকরণ: ফুলকপি ২ কাপ,
শালগম ১ কাপ,
ওলকপি ১ কাপ,
আলু আধা কাপ,
গাজর আধা কাপ,
মটরশুঁটি আধা কাপ,
বাঁধাকপি ২ কাপ,
টকদই আধা কাপ,
আদা বাটা ২ চা-চামচ,
রসুন কুচি ১ চা-চামচ,
এলাচ ৪টি,
দারুচিনি ৩ টুকরা,
লবণ ১ চা-চামচ,
লেবুর রস ১ টেবিল চামচ,
সয়াবিন তেল পৌনে এক কাপ,
চিনি ১ টেবিল চামচ।
প্রণালি: সব সবজি টুকরা করে নিন। ফুলকপি, আলু অল্প তেলে হালকা ভেজে রাখুন। শালগম, ওলকপি, গাজর আলাদাভাবে সেদ্ধ করে নিন। বাঁধাকপি ও মটরশুঁটি ১ মিনিট ভাপিয়ে নিন। চুলায় কপি ও আলুভাজার বাকি তেলে পেঁয়াজ ভেজে সব বাটা এবং গুঁড়া মসলা, এলাচ ও দারুচিনি দিয়ে কষিয়ে নিন। লবণ, চিনি ও দই একত্রে ফেটে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এবার সব ধরনের সবজি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিন। কাঁচা মরিচ ও লেবুর দিয়ে ঢেকে মৃদু আঁচে সেদ্ধ করুন। তেল ওপরে উঠলে চুলা বন্ধ করে দিন। পরিবেশন পাত্রে বেড়ে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

হোয়াইট সস পাস্তা

উপকরণঃ
• পাস্তা- ২৫০ গ্রাম,
• কচি বাঁধাকপি স্লাইস- ১/২ কাপ,
• বেবি কর্ণ- ১/২ কাপ,
• মটর্শুঁটি- ১/২ কাপ,
•হাড়ছাড়া মাংস অথবা টুনা মাছ- ৫০ গ্রাম,
• তরল দুধ- ১ কাপ,
• ময়দা- ২ টেবিল চামচ,
• সাদা গোলমরিচ গুঁড়ো, কাল গোলমরিচ গুঁড়ো, স্বাদ লবণ- পরিমাণ মত,
• মিহি রসুন কুচি- ১/২ চা চামচ,
• মাখন, অলিভ ওয়েল- পরিমাণ মত।
প্রণালীঃ
*একটি পাত্রে মাখন গরম করুন এবং রসুন কুচি দিন।
*এবার চামচ দিয়ে উপরে ময়দা ছিটিয়ে দিন।
*হাল্কা বাদামী হলে দুধ এবং অল্প পানি দিয়ে নাড়তে থাকুন।
*ঘন হয়ে সসের মত হলে চুলার জ্বাল নিভিয়ে দিন এবং সাদা গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিন। আলাদা পাত্রে তুলে রাখুন।
*এবার একটি পাত্রে পানি, লবণ আর অলিভ অয়েল দিয়ে পাস্তা বয়েল করুন, হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একপাশে রাখুন।
*ফ্রাইপ্যানে আরেকটু তেল, লবণ দিয়ে মুরগীর টুকরোগুলো ভেজে নিন, তারপর একে একে সবজিগুলো দিন, স্বাদলবণ যোগ করুন।
*এরপর তাতে পাস্তা ঢেলে দিন ও কিছুক্ষণ নাড়াচাড়া করুন
*এবার চুলা থেকে নামিয়ে হোয়াইট সস আর কাল গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সুন্দর করে পরিবেশন করুন।
...প্রথম প্রথম হোয়াইট সস করতে গেলে অনেকেই ময়দাটা দলা পাকিয়ে ফেলেন, সেক্ষেত্রে নামিয়ে ছেঁকে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এই রেসিপিটাতে নানা রংয়ের সবজি ব্যবহার না করে বরং বেছে নিন সাদা সবজি গুলো। যারা একটু স্পাইসি ভাব আনতে চান, তারা পরিবেশণের সময় পাস্তার উপর লালমরিচ কুচি, বিলেতি ধনেপাতা কুচি দিতে পারেন।

Continue Reading...
Food Image

দই চিংড়ি

উপকরণঃ
• টক দই- ১ কাপ,
• মাঝারি সাইজের চিংড়ি- ৫০০ গ্রাম,
• পেঁয়াজ কিউব করে কাটা- ১ কাপ,
• আস্ত কাঁচামরিচ- ৫/৬টি,
• রসুন বাটা- ১ চা চামচ,
• হলুদ গুঁড়া- ১ চা চামচ,
• মরিচ গুঁড়া- আধা চা চামচ,
• লবণ ও তেল- পরিমাণ মতো।
প্রণালীঃ
*প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন।
*এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
*তারপর টক দই এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন।
...রান্না হয়ে গেলে নামিয়ে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

Continue Reading...