Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোর বুট অ্যানিমেশন ইন্সটল করবেন যেভাবে



কিছুদিন আগে গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামকরণ করেছে। চমৎকার সব নতুন ফিচার সমৃদ্ধ নতুন এই অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো সব ডিভাইসে আপডেট পেতে বেশ কিছুটা সময় লাগবে তবে আপনাদের মধ্যে যারা ইচ্ছুক তারা এখনই এর বুট এনিমেশনটি আপনার স্মার্টফোনে ইন্সটল করে নিতে পারেন। কীভাবে? বলছি!!
আপনি যদি আপনার বুট এনিমেশন কাস্টোমাইজ করতে চান তাহলে প্রথমে আপনার ডিভাইসটি রুটেড হতে হবে এবং এওএসপি বেসড রম হতে হবে যেমন ধরুন, সায়ানোজেন মড বা প্যারানয়েড অ্যান্ড্রয়েড। ধরে নিলাম, রিকোয়ার্মেন্টগুলো মিলে গিয়েছে। তাহলে চলুন, এবার শুরু করি।
প্রথমে এক্সডিএ ফোরাম থেকে প্রোভাইড করা এই ফাইলটি ডাউনলোড করুন।
এরপর ফাইলটি রুট এক্সপ্লোরার বা একই ধরণের অন্য কোন অ্যাপের সাহায্যে কপি করুন।
'System' ফোল্ডারে গিয়ে 'Media' ফোল্ডারটি সিলেক্ট করুন।
এরপর Media ফোল্ডারে থাকা bootanimation.zip ফাইলটিকে রিনেম করে bootanimation.bak নাম দিন।
এবার এরপর সেখানে নতুন ডাউনলোড করা ফাইলটি পেস্ট করুন।
এবার ফাইলটির পারমিশন 'read and write' দিন এবং সেট টু 'owner' করুন।


ভয় পাওয়ার কিছুই নেই। প্রসেসটি অনেক সহজ এবং আপনি যেকোন সময় পূর্বের স্টক বুট অ্যানিমেশনে ফিরে যেতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র পূর্বের রিনেম করা .bak ফাইলটি .zip করে দিতে হবে।