Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

গুগল ড্রাইভে রাখা যাবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ



জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে গুগল ড্রাইভ ব্যাকআপ সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের মেসেজ এবং অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্টের ব্যাকআপ রাখতে পারবেন গুগল ড্রাইভে।

ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি দারুণ কাজে আসবে বলে মনে করে হোয়াটসঅ্যাপ। কারণ এর মাধ্যমে একদিকে যেমন ফোনের মূল্যবান স্টোরেজ স্পেস বেচে যাবে, তেমনি নতুন কোন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হলে সেখানে খুব সহজেই আগের সব মেসেজ ও কনটেন্ট পাওয়া যাবে।

শীঘ্রই সকল ব্যবহারকারীর জন্য আপডেটের মাধ্যমে এই ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।