কমলায় নানা গুণের পাশাপাশি এর মধ্যে রয়েছে ব্রণ প্রতিরোধী একটি গুণ। কমলার রসে এক ধরণের উপাদান আছে যা ব্রণকে বড় হতে বাধা দেয়। কমলার রস দিয়ে একটি প্যাক বানিয়ে নিয়মিত ব্যবহার করলে ব্রণ থেকে মুক্ত থাকা যায়। চলুন দেখে নেই কীভাবে প্যাকটি তৈরি করবো-
*কমলার খোসা বেঁটে তার সাথে এক টেবিল চামচ কমলার রস নিয়ে নিন।
*ভাল ভাবে মিশ্রণ তৈরী করে তা সারা মুখে প্রয়োগ করুন। এভাবে পনেরো মিনিট রাখুন।
*এরপর হালকা ফুটন্ত পানি দিয়ে মুখে শুকিয়ে যাওয়া প্রলেপটি ধুয়ে ফেলুন।
নিয়মিত এই প্যাকটি ব্যবহারে আপনার মুখে ব্রণে কমে যাবে এবং ব্রণের ক্ষতের দাগও দূর হবে। কমলায় যে এসেনশিয়াল অয়েল রয়েছে তা ব্রণ দূর করার পাশাপাশি মুখের তৈলাক্ততাও নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।