Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

কাস্টার্ড ক্যারট লেয়ার

সেমাই লেয়ার-
*লাছছা সেমাই ১ কাপ, দুধ ১/২ কাপ, কাস্টার্ড ১ টেবিল চামচ, চিনি পরিমান মতো নিন।
*প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।
*এবার সেমাই হালকা ঘি দিয়ে ভেজে তুলে রাখুন।
*এরপর দুধের সাথে চিনি ও কাস্টাড দিয়ে মিক্সড করে নিন।
*এবার সেমাই চারকোনা মোল্ডে ঢেলে এর উপর মিক্সড দুধ ঢেলে দিন।
*জমে গেলে মোল্ড থেকে বের করে নিন ।
ক্যারট লেয়ার-
*গ্রেট করা গাজর ২ কাপ, লবন সামান্য, চিনি পরিমান মতো, এলাচ-দারুচিনি-তেজপাতা ৪ টি, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ নিন।
*লবন দিয়ে গ্রেট করা গাজর অল্প আচে সিদ্ধ হতে দিন। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। বেশি সিদ্ধ করবেন না। হালুয়া মতো হবে না ঝরঝরাই থাকবে।
*এবার আরেকটি প্যানে সামান্য ঘি দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন।
*এরপর গুঁড়া দুধ বাদে সব উপকরন দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।
*শুকনা শুকনা হয়ে আসলে দুধ ছিটিয়ে দিন।
*হাতের মধ্যে নিয়ে যদি দেখেন বল হচ্ছে তাহলে নামিয়ে নিন।
ডেকোরেশন-
*চারকোনা মোল্ডে প্রথমে গাজরেরে অর্ধেক দিয়ে চেপে চেপে দিন ।
*এরপর উপরে সেমাই এর লেয়ার দিন।
*এবার কিছু বাদাম কুঁচি ও কিশ মিশ দিয়ে দিন।
*এখন আবার উপরে গাজরের বাকি অংশ দিয়ে চেপে চেপে দিন।
*ফ্রিজে ২০ মিনিট রাখুন। ফ্রিজ থেকে বের করে ছোট করে কাটুন।
*উপরে ক্রিম, বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

আরবীয় মিষ্টি কুনাফা

উপকরণঃ
কুনাফার জন্য–
২ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার/কর্ণস্টার্চ, ২ কাপ পানি, ১০০ গ্রাম ক্রিম, ২ টেবিল চামচ ফেটিয়ে বা ভালো করে ব্লেন্ড করে নেয়া ক্রিম চীজ, ৫ টেবিল চামচ সাধারণ ক্রিম চীজ, ৫০০ গ্রাম চিকণ লাচ্চা সেমাই, ৫০ গ্রাম গোলানো বাটার।
সিরাপ–
সোয়া ১ কাপ চিনি, আধা কাপ পানি, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ গোলাপজল।
প্রণালীঃ
*প্রথমে চিনি, গুঁড়ো দুধ ও কর্ণফ্লাওয়ার একটি প্যানে ২ কাপ পানিতে ভালো করে মিশিয়ে জ্বাল দিতে থাকুন। অল্প আঁচে ৫-১০ মিনিট জ্বাল দিয়ে ঘন মিশ্রন তৈরি করে নিন। এরপর নামিয়ে ৫ মিনিট ঠাণ্ডা হতে দিন মিশ্রণটি।
*তারপর এই মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে এতে দিন ক্রিম এবং ক্রিম চীজ এবং ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে ফেলুন।
*এরপর একটি বড় বাটিতে লাচ্চা সেমাই নিয়ে ভালো করে ছাড়িয়ে নিন এবং এতে গোলানো বাটার দিয়ে আলতো করে মাখিয়ে নিন।
*এবার একটি ননস্টিকি বেকিং প্যানে অর্ধেকটা সেমাই দিয়ে একটি চেপে একটি লেয়ার তৈরি করুন। তার উপরে ঢেলে দিন ক্রিমের মিশ্রণটি। একটি স্প্যাটুলা দিয়ে ভালো করে ছড়িয়ে লেয়ার তৈরি করুন। তার উপরে বাকি সেমাই দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে ফেলুন।
*এর মাঝে পানিতে চিনি গুলিয়ে জ্বাল দিয়ে লেবুর রস ও গোলাপ জল দিয়ে সিরাপ তৈরি করে নিন।
*এবার ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ৩০-৩৫ মিনিট বেক করতে দিন। বেক হয়ে গেলে নামিয়ে উপরে অর্ধেকটা সিরাপ দিয়ে দিন।
*কিছুটা ঠাণ্ডা হয়ে এলে পছন্দের আকারে কেটে ফ্রিজে রেখে দিন।
*উপরে বাদামকুচি এবং সিরাপ খানিকটা ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

শাহী রেজালা

উপকরণঃ
• গরু বা খাসির মাংস- ৩ কেজি,
• পিঁয়াজ কুচি- ২ কাপ,
• আদা বাটা- ৪ টে চামচ,
• রসুন বাটা- ২ টে চামচ,
• মরিচের গুঁড়ো- ২ টে চামচ,
• হলুদ গুঁড়ো- ১ টে চামচ,
• টক দই- ১/৪ কাপ,
• টমেটো সস- ১/৪ কাপ,
• তেজপাতা, এলাচ, দারচিনি- ৩/৪ টি করে,
• কাঠ ও পেস্তা বাদাম মিশিয়ে বেটে নেয়া- ১/৪ কাপ,
• তেল- ১/২ কাপ,
• কাঁচা মরিচ- ৪/৫ টি,
• শুকনা মরিচ টেলে গুঁড়ো করা- ১/২ চা চামচ,
• টালা জিরা গুঁড়ো- ১ চা চামচ,
• গরম মসলা গুঁড়ো- ১ টে চামচ,
• গুঁড়ো দুধ (সম পরিমান পানিতে গুলে নিতে হবে)- ১/৪ কাপ,
• পানি- ৩ কাপ,
• আলুবোখারা- ৫/৬ টি,
• কেওরা জল- ১ চা চামচ,
• কিশমিশ বাটা- ১ টে চামচ,
• ঘি- ১/৪ কাপ।
প্রণালীঃ
*মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।
*টালা মরিচের গুঁড়ো, জিরা ও গরম মসলা গুঁড়ো ছাড়া বাকি সব কিছু মাংসের সাথে মিশিয়ে মাঝারি আঁচে রান্না চাপিয়ে দিন। ঢেকে রান্না করতে হবে ও নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়।
*মাংস সিদ্ধ হয়ে গেলে বাকি মশলা গুলো ছড়িয়ে দিয়ে ৩০ মিনিট এর মতো দমে রাখুন।
*তারপর গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

মেক্সিকান ডেজার্ট ‘চকলেট পট দে ক্রিম’

উপকরণঃ
• চকলেট – ৬০ গ্রাম,
• হেভি ক্রিম – ৯০ গ্রাম,
• দুধ– ৫০ গ্রাম,
• ডিমের কুসুম – ২ টি,
• চিনি – ১৫ গ্রাম বা আপনি যেমনটা মিষ্টি পছন্দ করেন।
প্রণালীঃ
*প্রথমে ওভেনে অথবা ফুটন্ত পানির উপরে বাটি রেখে যে কোনো উপায়ে চকলেট গলিয়ে মিশ্রন তৈরি করে নিন।
*এরপর একটি প্যানে দুধ ও ক্রিম একসাথে মিশিয়ে ভালো করে জ্বাল দিয়ে নিন। এবং চকলেটের উপরে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন।
*এবার আরেকটি বাটিতে ডিমের কুসুমের সাথে চিনি মিশিয়ে ফেলুন।
*এরপর এই মিশ্রনে ধীরে ধীরে দুধ ও চকলেটের মিশ্রন দিয়ে নেড়ে মেশাতে থাকুন ভালো করে। এরপর এই মিশ্রণটি ছেঁকে ছোটো ছোটো বাটি বা মোল্ডে ঢেলে দিন।
*একটি বেকিং ট্রে অর্ধেকটা পানি পূর্ণ করুন এবং এতে মোল্ডগুলো রেখে ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিন ৩০ মিনিট। ( যদি ওভেনে না করতে চান তাহলে একটি বড় সসপ্যান ধরণের পাত্র চুলায়। এর ঠিক মাঝে একটি পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে দিন। এতে দিন ১/৪ অংশ পানি। একটি বাটি রেখে তার উপরে মিশ্রনপূর্ণ মোল্ড দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে দিন। সসপ্যান ধরণের পাত্রটিও ভালো করে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিন। এখন আগুন জ্বালিয়ে পানি জ্বাল করতে থাকুন। ২০-২৫ মিনিটেই হয়ে যাবে।)
*এরপর নামিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘চকলেট পট দে ক্রিম’।

Continue Reading...
Food Image

বাদামের হালুয়া

উপকরণঃ
• চিনাবাদাম- আধা কাপ,
• কাঠবাদাম- আধা কাপ,
• চিনি- ১ কাপ,
• এলাচ ও দারুচিনি গুঁড়া মিলিয়ে- ১ টেবিল চামচ,
• ঘি- আধা কাপ,
• ময়দা- ১ টেবিল চামচ,
• গুঁড়া দুধ- ১ টেবিল চামচ,
• বাদাম ম্যাশ করা- ১ টেবিল চামচ।
প্রণালীঃ
*কড়াইতে বাদাম হালকা ভেজে নিয়ে, পানিতে ভিজিয়ে রাখতে হবে অন্তত চার ঘণ্টা। এরপর শিলপাটায় ভালো করে বেটে নিন।
*কড়াইতে ঘি গরম করে তাতে বাদাম বাটা ও চিনি দিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে এলে এলাচ ও দারুচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে ময়দা, দুধ একসঙ্গে মিলিয়ে হালুয়ায় ছড়িয়ে দ্রুত নাড়ুন।
*হালুয়ার মতো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ম্যাশ করা বাদাম ওপরে দিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

মার্বেল সন্দেশ

উপকরণঃ
• ছানা- ১ কাপ,
• ক্রিম চিজ বা কনডেন্সড মিল্ক- আধা কাপ (কনডেন্সড মিল্ক দিলে চিনি কম দিতে হবে),
• গুঁড়া দুধ- আধা কাপ,
• চিনি- দেড় কাপ,
• ঘি- ৩ টেবিল চামচ,
• সাদা এলাচ- ১টি,
• কোকো পাউডার- ১ চা চামচ (রং না আসলে আরও একটু দিতে পারেন)।
প্রণালীঃ
*ছানার পানি ভালোভাবে ঝরিয়ে মথে নিন যেন কোনো দানা না থাকে।
*এবার ছড়ানো পাত্রে ঘি গরম করে এলাচ দিয়ে ছানা অল্প আঁচে একটু ভাজুন।
*তারপর ক্রিম চিজ বা কনডেন্সড মিল্ক এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে সব মেশান। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।
*এবার গুঁড়াদুধ মেশান। অল্প আঁচে বারবার নেড়ে সব পানি শুকিয়ে ফেলবেন।
*যখন হালুয়ার মতো কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে আসবে তখন নামিয়ে নিন।
*এবার এটিকে তিন ভাগ করুন। দুই ভাগ আলাদা করে রেখে, বাকি এক ভাগে কোকো পাউডার মেশান।
*আলাদা করে রাখা সাদা ছানা মোটা রুটির মতো বানিয়ে এর উপর চকলেট মেশানো ছানা বিছিয়ে এলোমেলো ভাবে রোল করে নিন।

Continue Reading...
Food Image

বসনিয়ান রুটি

উপকরণঃ
• ময়দা - ২ কাপ,
• তেল - ১ টেবিল চামচ,
• গুঁড়া দুধ - ২ টেবিল চামচ,
• ইষ্ট- দেড় চা চামচ
• ডিম - ১ টা,
• চিনি - ১ টেবিল চামচ,
• লবন ও পানি – পরিমানমতো।
প্রণালীঃ
*সব উপকরণ একসাথে পানি দিয়ে মথে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন।
*এরপর ছোট ছোট লুচির মতো রুটি বেলে ২০ মিনিট গরম জায়গায় রেখে দিন।
*তারপর ডুবো তেলে ভেজে নিন।
*হালুয়া বা মাংসের সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ফ্রাইপ্যানে ইতালিয়ান চীজ পিৎজা

উপকরণঃ
• ময়দা – ২ কাপ,
• হুইট ময়দা – ২ কাপ,
• লবণ –স্বাদ মতো,
• গার্লিক পাউডার – ১/৪ চা চামচ,
• ইষ্ট বা বেকিং সোডা – ২ চা চামচ,
• চিনি – ১ টেবিল চামচ,
• অলিভ অয়েল – ৪/৫ টেবিল চামচ,
• কুসুম গরম দুধ ও পানির মিশ্রন – সোয়া ১ কাপ,
• সস –প্রয়োজন মতো,
• চীজ –ইচ্ছে মতো।
প্রণালীঃ
*প্রথমে ময়দা একসাথে নিয়ে এতে লবণ, গার্লিক পাউডার, ইষ্ট/বেকিং সোডা, চিনি দিন ও ভালো করে মিশিয়ে নিন।
*এরপর অলিভ ওয়েল দিয়ে ভালো করে মাখাতে থাকুন। এরপর দিন দুধের মিশ্রণটি। এবার ভালো করে মেখে নরম ডো তৈরি করুন। যদি আরও পানি লাগে থাকে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন।
*এবার ময়দা বা সুজি দিয়ে ভালো করে ডো ময়ান করতে থাকুন যাতে ডোটি মসৃণ হয়। এভাবে অল্প করে ময়দা নিয়ে ৫ মিনিট ময়ান করলেই ডো তৈরি হয়ে যাবে। এবার ডোটি গরম স্থানে ২৫-৩০ মিনিট রেখে দিন ফুলে উঠার জন্য।
*এরপর একটি বড় গভীর ফ্রাই প্যান নিয়ে মাঝারি আঁচে চুলায় গরম করতে থাকুন।
*এরমাঝে ডো থেকে পছন্দমতো আকারের পিৎজা বানানোর জন্য পরিমাণ মতো ডো নিয়ে রুটি বেলার পিঁড়িতে হাতে চেপে বা বেলন দিয়ে গোল করে নিজের পছন্দমতো চিকণ গোল ক্রাস্ট তৈরি করে নিন।
*এবার পিৎজার ডোটি গরম করা ফ্রাই প্যানে দিয়ে দিন প্রি বেক করার জন্য। যখন একপাশ ব্রাউন গোল্ডেন রঙের হয়ে আসবে তখন আস্তে করে পিৎজার ডোটি উল্টে দিন।
*দুপাশ ব্রাউন কালার হয়ে এলে উপরে টমেটো সস ঢেলে ছড়িয়ে দিন।
*এরপর ভালো করে গ্রেট করা চীজ দিয়ে দিন। এরপর ফ্রাই প্যানের ঢাকনা ঢেকে দিন এবং কিছুটা খোলা রেখে...

Continue Reading...
Food Image

আফগানিস্তানের ট্র্যাডিশনাল মিষ্টি ‘মালিদা’

উপকরণঃ
• মাঝারি আকারের আটার রুটি – ৮ টি,
• গুঁড় (কুচি করে কাটা) – ১/৪ কাপ,
• এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ,
• বাদাম – ১/২ কাপ,
• খেজুর কুচি করে কাটা – ১/৪ কাপ,
• ঘি – ২ টেবিল চামচ।
প্রণালীঃ
*প্রথমে রুটি গুলো ভালো করে হাতে ছিঁড়ে ছোটো ছোটো পিস করে নিন।
*এরপর একটি গ্রাইন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে রুটি আরও ছোটো করে গুঁড়ো ধরণের করে নিন। এতে প্রায় ৩ কাপ পরিমাণ রুটি হবে।
*এরপর বাদাম গ্রাইন্ডারে দিয়ে ভেঙে নিন। চাইলে হামান দিস্তায় পিসে গুঁড়ো করে নিতে পারেন। খুব বড় হবে না আবার মিহি করেও ভেঙে নিতে হবে না।
*একটি বড় বাটিতে বাদামগুঁড়ো, খেজুর কুচি, এলাচ গুঁড়ো এবং গুঁড় খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং আলাদা করে রাখুন।
*এবার একটি প্যানে অল্প আঁচে ঘি গলিয়ে নিন এবং অল্প গরম হলেই প্রসেস করে রাখা রুটি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। প্রায় ৫-৭ মিনিট ভাজুন রুটি। এতে করে রুটির গুঁড়ো একটু মুচমুচে হবে।
*ভাজা হয়ে গেলে এবার বড় বাটিতে রাখা বাদাম গুঁড়ের মিশ্রনে রুটির মিশ্রন দিয়ে দিন এবং হাত দিয়ে ভালো করে মেখে নিন। যখন মিশ্রন একটু ভেজা ভেজা হয়ে যাবে গুঁড়ের কারণে এবং আঠালো নরম ডো এর মতো তৈরি হবে তখন ছোটো ছোটো ভাগে ভাগ করে লাড্ডুর মতো বল তৈরি করুন।
*একটির পর একটি বল তৈরি করে রেখে দিন। কিছুক্ষণ পড়েই নরম ভাব কেটে দিয়ে একটু শক্ত লাড্ডুর মতো তৈরি হয়ে যাবে।
*উপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Continue Reading...