Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

যে খাবারগুলো দিয়েই পরিষ্কার করতে পারেন ঘরের জিনিসপত্র



ঈদের আগে ঘরদোর পরিষ্কার নিয়ে নিশ্চয়ই কাজে নেমে গিয়েছেন গৃহিণীরা। একেবারে ঝকঝকে পরিষ্কার না করলে ঈদের আনন্দই যেনো আনন্দ নয়। কিন্তু আপনি কি জানেন ঘরের ফেলনা বা টুকটাক খাবার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন ঘরের নানা জিনিস। খুব অবাক হচ্ছেন? তাহলে আজকে শিখে নিন খাবার দিয়ে ঘরের জিনিসপত্র ঝকঝকে পরিষ্কার করার দারুণ উপায়গুলো।

১) মরিচা দূর করতে টমেটো কেচাপ
শখের ধাতব জিনিসপত্রে মরিচা পড়েছে? ঝটপট পরিষ্কার করে নিতে চাইলে আপনার সবচাইতে উপকারী বন্ধু হবে টমেটো কেচাপ। খানিকটা টমেটো কেচাপ লাগিয়ে রাখুন জিনিসের উপরে ৫-১০ মিনিট। এরপর একটি কাপড় দিয়ে ঘষে তুলে নিন। ব্যস, মরিচা দূর হয়ে যাবে।

২) কাঁচের বোতল বা জগ পরিষ্কার করতে চাল
বোতল বা চাপা ধরণের কাঁচের জগ পরিষ্কার করা অনেক যন্ত্রণা তা সকলেই জানেন। কিন্তু চালের মাধ্যমে এই যন্ত্রণাদায়ক কাজটি খুব সহজেই সেরে ফেলতে পারবেন। অর্ধেকটা বোতল বা জগ ভর্তি করুন কুসুম গরম পানিতে। এরপর এতে ১ কাপ চাল দিয়ে দিন। এবারে মুখ আটকে ঝাকিয়ে নিন বোতল বেশ ভালো করে। ব্যস, নতুনের মতো চকচকে হয়ে যাবে।

৩) কাঠের আসবাবপত্র পরিষ্কারে চা-পাতা
কাঠের আসবাবপত্রে ধুলো পড়ে একেবারেই নষ্ট হয়ে যায় এবং চকচকে ভাব নষ্ট হয়ে যায়। এই চকচকে ভাব ফিরিয়ে আনতে ১ টি কাপড়ের পুঁটলিতে চা পাতা নিন। এরপর এই চা পাতায় সামান্য সরিষার তেল দিয়ে কাঠের আসবাব পলিশ করুন। দেখবেন একেবারে নতুনের মতো পলিশড হয়ে গিয়েছে।

৪) জানালার কাঁচ পরিষ্কার করতে ভিনেগার
জানাল্র কাঁচ এবং বাথরুমের আয়না নিশ্চয়ই ঘোলাটে দেখাচ্ছে? এক কাজ করুন সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন। এরপর একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ঘোলাটে ভাব একেবারেই দূর হয়ে যাবে।