Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

ইফতারে ‘স্পাইসি চিকেন রোল’

ইফতারে যদিও খেতে পারা যায় না, তারপরও প্লেট একটু ভরা থাকলে দেখতেই শান্তি লাগে। তাই অনেকে ইফতারের জন্য বিভিন্ন আইটেম খোঁজেন। সুস্বাদু এবং মুচমুচে ধরণের খাবার সকলেরই বেশ প্রিয়। যদি একটু ঝাল ঝাল খাবার পছন্দ হয় তাহলে ইফতারের টেবিল দারুণ মানিয়ে যাবে অসাধারণ সুস্বাদু ‘স্পাইসি চিকেন রোল’। চলুন তাহলে শিখে নেয়া যাক খুবই সহজ ও ঝটপট রেসিপিটি।
উপকরণঃ
- ২ কাপ কুচি করে কাটা মুরগীর মাংস অথবা মুরগীর কিমা
- ১ কাপ লম্বাটে চিকন করে কুচি করা আলু
- ১ কাপ লম্বাটে চিকন করে কুচি করা গাজর
- ২ টি পেঁয়াজ মিহি কুচি
- ৪/৫ টি কাঁচামরিচ কুচি
- ২ টেবিল চামচ অয়েস্টার সস
- ১ টেবিল চামচ সয়া সস
- ৫ টেবিল চামচ চিলি সস
- তেল ভাজার জন্য
- ৩ কাপ ময়দা
- ৩ টেবিল চামচ তেল
- সামান্য লবণ
- পরিমাণমতো কুসুম গরম পানি
পদ্ধতিঃ
 - প্রথমে মাংসের টুকরো বা কিমা সামান্য লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিন। এরপর ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে এতে পেঁয়াজ বাদামী করে ভেজে নিয়ে মাংস, গাজর ও আলু দিয়ে দিন।
 - প্যানে সব সস ও স্বাদ বুঝে লবণ দিয়ে ভালো করে ভেজে পুর তৈরি করে নিন। এবং আলাদা করে নামিয়ে রাখুন।
 - একটি পাত্রে ময়দা, তেল, লবণ ও পানি মিশিয়ে রুটির ডো তৈরি করে নিন এবং ছোটো ছোটো পাতলা করে রুটি তৈরি করে নিন।
 - এরপর প্রতিটি রুটিতে পুর দিয়ে ভাঁজ করে রোলের আঁকার দিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে রোল গুলো লালচে করে ভেজে তুলুন।
 - কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে ফেলে ইফতারের টেবিলে পরিবেশন করুন গরম গরম।

Continue Reading...
Food Image

জিনজার-লাইম গ্রিলড চিকেন

উপকরণ
১) মুরগির বুকের মাংস ৪ টা. ( হাড় ছারা)
২) মেরিনেশনের পেস্ট
আদা কুচি ১/৪ কাপ
কাঁচা মরিচ ৪-৬ টা
লেবুর রস ১/৩ কাপ
লেবুর খোসা গ্রেট করা ১ টেবিল চামচ
লবণ পরিমান মত
রসুন কোয়া ৭টা
টক দই ২ টেবিল চামচ
পিঁয়াজ /onion পাউডার ২ টেবিল চামচ
তেল ২ টেবিল চামচ
-২নং উপকরন গুলি একসাথে ব্লেন্ড করে নিন ।
৩) তেল ১/৪ কাপ
প্রণালি
-মুরগির বুকের মাংস ধুয়ে পেপার টাওয়েল দিয়ে ড্রাই করে নিন, ছুরি দিয়ে হালকা ভাবে কেটে নিন।
-ব্লেন্ড করা পেস্ট দিয়ে মুরগি মেরিনেট করে রাখুন ৫-৮ ঘন্টা।
-গ্রিলড প্যান /ফ্রাইপ্যান অথবা গ্রিলড চুলা ব্যবহার করতে পারেন।
-এখন প্যান গরম করুন, তেল দিন, তেল গরম হলে মেরিনেট করা বুকের মাংস গুলি হালকা বাদামী করে grill/ভেজে নিন, এইভাবে সব গুলি বুকের মাংস ভেজে নিন।
-গরম গরম পরিবেশন করুন লেমন-জিনজার ফ্লেভারে মজাদার গ্রিলড চিকেন!

Continue Reading...
Food Image

মিল্ক পুডিং

উপকরণ
লিকুইড মিল্ক - ১ ১/২ লিটার
ডিম - ১ টি (বড় অথবা মাঝারি )
চিনি - পরিমান মতো
ক্যারামেল এর জন্য :
দানাদার চিনি - ১ চা চামচ
পানি - ১ চাচামচ
ঘি - ১/২ চাচামচ
-চিনি , ঘি ও পানি এক সাথে টিফিন বক্সে মিশিয়ে নিন । তারপর চুলার উপর ফ্রাই পেন অথবা তাওয়া দিয়ে টিফিন বক্সটি তার উপর বসিয়ে চুলায় জ্বাল দিন । বেশি আচে হালকা বাদামি কালার হলেই নামিয়ে নিন ।
প্রণালী
- প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন । জ্বাল দেয়ার সময় নাড়তে থাকুন তা নাহলে নিচে পোড়া লেগে যাবে । আবার অল্প আছে অনেক সময় নিয়ে দুধ কমালে দুধের কালার লালাচে হয়ে যাবে । তাই মাঝারি আচে দুধ কমিয়ে নিতে হবে ।
- দুধ ঘন করে আধা কেজির বেশি রাখবেন । সফট পুডিং তৈরি করতে চাইলে জ্বাল দিয়ে ৬০০-৭০০ মিলি লিটার দুধ রাখতে হবে । দুধ ও ডিমের মিশ্রন যেন স্টিলের টিফিন বক্সটির সামান্য কম হয় । তবে আরেকটু শক্ত পুডিং তৈরি করতে চাইলে দুধ আধা কেজি কমিয়ে নিবেন ।
- দুধ চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন । একটি বড় পাত্রে ডিম ভেঙ্গে নিয়ে চামচ দিয়ে ভাল করে ফেটে নিন । এবার ফাটানো ডিমের সাথে দুধ ঢেলে ভাল করে মিক্স করে নিন ।
- পুডিং তৈরির জন্য একটি স্টিলের ঢাকনা সহ টিফিন বক্স নিন । অথবা যে পাত্রে পুডিং তৈরি করবেন সে পাত্রে আগে থেকেই ক্যারামেল তৈরি করে রাখুন। ক্যারামেল বেশি জ্বাল দিবেন না তাহলে চিনি পুড়ে কাল ও তিতা হয়ে যাবে ।
- এবার দুধ ও ডিমের মিক্সার ভাল করে নেড়ে বক্সে ঢেলে দিন । প্রেশার...

Continue Reading...
Food Image

মিষ্টি দই

দই তৈরি করা একটু ঝামেলারই বটে। বেশিরভাগ রাঁধুনিরই এই অভিযোগ থাকে যা দই জমে না। আপনারও কি একই সমস্যা? তাহলে দেখে নিন মুহসিনা তাবাসসুমের একটি দারুন রেসিপি। মাত্র ৩ ঘণ্টায় দই তৈরির রেসিপি দিয়েছেন তিনি। এও কি সম্ভব? সঠিক রেসিপি জানলে আসলে সব সম্ভব!
উপকরণ
দুধ - ১লিটার
গুঁড়ো দুধ - ২ টেবিল চামচ
টক দই - ২ টেবিল চামচ +১/২ চাচামচ ( প্রান)
চিনি - ৮-৯ চা চামচ
পানি - ৩ চা চামচ
প্রণালি
- একটি স্টিলের পাত্রে পানি ও চিনি একসাথে মিশিয়ে নিন । চুলায় মাঝারি আঁচে জ্বাল দিয়ে গলিয়ে নিন । চামচ দিয়ে নেড়ে নেড়ে বাদামি কালার করে নিন । বেশি জ্বালে ক্যারামেল তৈরি করবেন না । তাহলে পুড়ে তিতা হয়ে যাবে ।
- দুধ জাল দিয়ে ঘন করে করে নিন ।
- শেষের দিকে গুড়া দুধ লিকুইড দুধের সাথে মিশিয়ে জ্বাল দিন। শেষের দিকে গুঁড়ো দুধ দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে দই থেকে ।
- দুধের সাথে ক্যারামেল দিয়ে জ্বাল দিন । দুধ জ্বাল দিয়ে ৫০০ মিলিলিটার অথবা ৪০০ মিলি লিটার করে নিন । হ্যান্ড বিটার দিয়ে দুধ নেড়ে নেড়ে জ্বাল দিন । তাহলে ঘন সর পড়বেনা । আবার দই দেখতেও স্মুথ হবে ।
- চুলা থেকে নামিয়ে হ্যান্ড বিটার অথবা চামচ দিয়ে নাড়ুন। দুধ কুসুম গরম হয়ে আসলে টক দই দিয়ে ভাল করে নেড়েচেড়ে দিন ।
- বিটার দিয়ে ভাল করে ফেনা ফেনা করুন । আরো মিষ্টি লাগলে চিনি মিক্স করে নিন।মাটির পাত্রে ঢেলে চুলার নিচে অল্প আঁচে ২ ঘন্টা রাখুন ।
- চুলার নিচে রাখার পর দইয়ের পাত্র ঢেকে রাখবেন এবং নাড়াচাড়া করবেন না ।
- ২ ঘন্টা পরে হাঁড়িতে পানি গরম...

Continue Reading...
Food Image

ইফতারে ‘ঝাল ঝাল মাংস পুলি’

মাংসের তৈরি খাবার সকলেরই বেশ পছন্দের। বিশেষ করে তেলে ভাজা মাংসের খাবার খুবই সুস্বাদু। ইফতারে আমরা তেলে ভাজা খাবারই বেশী পছন্দ করে খাই। তাহলে আজকে জেনে নিন আরেকটি সুস্বাদু মাংসের আইটেম সম্পর্কে। শিখে নিন দারুণ সুস্বাদু ‘ঝাল ঝাল মাংস পুলি’ তৈরির খুব সহজ রেসিপিটি।
উপকরণঃ
- ২ কাপ মাংস সেদ্ধ
- ১ কাপ আলু কুচি করে সেদ্ধ করা
- ১ চা চামচ কাবাব মসলা
- ২ টি পেঁয়াজ কুচি
- ৫/৬ টি মরিচ কুচি
- আধা চা চামচ আদা-রসুন বাটা
- লবন স্বাদমতো
- টেস্টিং সল্ট সামান্য
- তেল ভাজার জন্য
- ২ কাপ ময়দা
- ২ চিমটি কালোজিরা
- পানি পরিমাণমতো
পদ্ধতিঃ
- পুর তৈরির জন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে এতে আদা-রসুন বাটা দিয়ে দিন। ঘ্রাণ ছড়ালে পেঁয়াজ কুচি দিয়ে নেরে নরম করে নিন। এরপর মরিচ কুচি ও বাকি মসলা দিয়ে ভালো করে কষে নিন।
- মসলা কষে এলে সেদ্ধ মাংস একটি পিষে দিয়ে দিন যাতে আঁশ আলাদা হয়। ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ আলু কুচি দিয়ে ভালো করে নেরে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।
- ময়দা সামান্য তেল দিয়ে খাস্তা করে নিয়ে লবন ও কালি জিরা দিয়ে পরিমাণমতো পানি মিশিয়ে রুটি বেলার ডো তৈরি করে নিন। এরপর পাতলা ছোট রুটি তৈরি করে মাঝে পুর দিয়ে দুভাজ করে অর্ধচন্দ্রের মতো তৈরি করে দুপাশ আটকে দিন।
- কড়াইয়ে ডুবো তেলে ভাজার মতো তেল গরম করে লালচে করে ভেজে তুলুন। কিচেন টিস্যুর উপরে তুলে রেখে বাড়তি তেল শুষে নিন। ব্যস, এবার পরিবেশন করুন গরম গরম।

Continue Reading...
Food Image

ইফতারে ‘আলু-মাংসের ঝাল প্যানকেক’

প্যানকেক খেতে সকলেই পছন্দ করেন। কিন্তু প্যানকেক বলতে প্রায় সকলেই বোঝেন মিষ্টি কেক জাতীয় খাবার। কিন্তু ঝাল প্যানকেকও তৈরি করা যায় এবং তা অত্যন্ত সুস্বাদু একটি নাস্তা আইটেম। ইফতারের টেবিলেও দারুণ মানিয়ে যায় খুব অল্প সময়ে তৈরি করা এই সুস্বাদু ‘আলু-মাংসের ঝাল প্যানকেক’। চলুন তাহলে শিখে নেয়া যাক খুবই সহজ রেসিপিটি।
উপকরণ:
- ১ কাপ সেদ্ধ লি পিষে নেয়া
- আধা কাপ ময়দা
- ১ টি ডিম
- আধা কাপ মাংস হাতে ঝুরি করে নেয়া (সেদ্ধ বা রান্না করা মাংস অনায়েসেই হাতে ঝুরি করে নিতে পারেন)
- ধনে পাতা কুচি প্রয়োজনমতো
- ৩ টি পেঁয়াজ মিহি কুচি
- ৪/৫ টি কাঁচামরিচ মিহি কুচি
- ১ চা চামচ আদা রসুন বাটা (না দিলেও চলবে)
- আধা চা চামচ জিরা গুঁড়ো
- লবণ স্বাদমতো
- টেস্টিং সল্ট সামান্য
- ১ টেবিল চামচ সয়াসস
- পানি প্রয়োজনমত
- তেল ও বাটার ভাজার জন্য
পদ্ধতি:
- আলু ও ডিম একসাথে ভালো করে মেখে নিন যেন আলুতে কোনো গোটা বা দলা না থাকে। এরপর তেল ও বাটার বাদে একে একে সব উপকরণ দিয়ে দিন। এবং ভালো করে মেখে ঘন ব্যটার তৈরি করে নিন। পানির পরিমাণ অল্প করে দেবেন যাতে আন্দাজ ঠিক থাকে।
- এরপর একটি ননস্টিক ফ্রাইংপ্যানে বাটার দিন এবং এর সাথে অল্প তেল দিয়ে গরম করে নিন। তারপর নিজের পছন্দমতো আকারের প্যানকেকের ব্যটার ঢালুন প্যানে।
- মাঝারি আঁচে দুই পাশ লালচে করে ভেজে তুলুন। এরপর পরিবেশন করুন গরম গরম সুস্বাদু এই ঝাল প্যানকেক।

Continue Reading...
Food Image

বর্ষার ঈদে ইলিশ মাছের শাহী রেজালা

ইলিশ মাছের কত রকমের পদই তো খেয়েছেন, রেজালা খেয়েছেন কি? গরুর দুধ আর কাঁচা মরিচের স্বাদে খুবই অল্প মশলায় দারুণ একটি রেসিপি নিয়ে এসেছেন শারমিন হক। দারুণ এই খাবারটি ভাত বা পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন খুব সহজে।
উপকরণ
-ইলিশ মাছ ১টা
- তেল পরিমাণ মত
- পেঁয়াজ বাটা ৪ টে চামচ
- রসুন বাটা ২ চা চামচ
- তরল দুধ ৩ কাপ
- ধনে গুঁড়ো অল্প
- জিরা গুঁড়ো অল্প
- লবণ অল্প
- কাচাঁ মরিচ অল্প
প্রনালী
- মাছগুলো হালকা ভেজে নিন।
- হাঁড়িতে তেল ও সব মশলা ভাল করে কষিয়ে তাতে মাছ গুলো দিয়ে কষিয়ে নিন।
- অল্প পানি দিয়ে ঢাকা দিন পানি কমলে তাতে দুধ দিন। কিছুক্ষণ রান্না করুন।
- তারপর কাচাঁ মরিচ দিয়ে নামিয়ে ফেলুন। ভাত অথবা পোলাওর সাথে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

শাহী স্বাদে ঈদের মিষ্টি মুখ \"শাহী টুকরা\"

ঈদের দিনে হরেক রকমের মিষ্টি খাবারের আয়োজন ঘরে ঘরে থাকবে। তবে হ্যাঁ, মিষ্টি খাবারগুলো তৈরি করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার বৈকি। একদম বিনা পরিশ্রমে খুব অল্প দারুণ কিছু তৈরি করতে চান? তাহলে ফারহিন রহমানের ঝটপট রেসিপিতে তৈরি করে ফেলন অসাধারণ শাহী টুকরা।
যা যা লাগবে
- পাউরুটি ৪ টুকরা , মাঝখানে কেটে ৮ টুকরা করে নেবেন
- চিনি স্বাদ মত
- যে কোন লিকুইড ক্রিম ১/২ কাপ
- ঘন তরল দুধ ২ কাপ
- ঘি + তেল পরিমাণ মত
- যে কোন বাদাম সাজাবার জন্য
- কেওড়া জল ১ চা চামচ
- সাদা এলাচ ২-৩ টি
প্রণালি
-একটি পাত্রে ঘন দুধ , ক্রিম , চিনি , এলাচ এবং কেওড়া জল জ্বাল করে রাখতে হবে।
-এবার ফ্রাই প্যানে পরিমাণ মত ঘি ও তেল হাল্কা গরম করে ব্রেডের টুকরা গুলোকে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে ।
-এবার একটি সারভিং ডিশে ব্রেড গুলোকে সাজিয়ে উপর দিয়ে জ্বাল করা গরম দুধ ঢেলে দিতে হবে ।
-ইচ্ছে হলে বাদাম অথবা কিশ মিশ দিয়ে পরিবেশন করুন।
-যারা তেল বা ঘি না খেতে চান তারা ব্রেড গুলকে টোস্টারে টোষ্ট করে নিতে পারেন।

Continue Reading...
Food Image

সেমাই-এর মুজাফের

ঈদের দিন আসবে আর সেমাই হবে না, সে কি হয়? তবে সেই চির পুরাতন সেমাই বাদ দিয়ে এবারের ঈদে রান্না করে ফেলুন একেবারেই ভিন্ন কিছু। ফারহিন রহমানের ছবিতে দেখুন, কী দারুণ দেখতে এই সেমাইয়ের মুজাফের। দেখতে যেমন দারুণ, রেসিপিটাও সম্পূর্ণ আলাদা, আর স্বাদ এত অসাধারণ যে একবার খেলে কেউ ভুলতে পারবেন না কোনদিন। চলুন তাহলে জেনে নিই রেসিপিটি।
উপকরণ
সেমাই ১০০ গ্রাম
মাখন ১০০ গ্রাম
এলাচ ৬/৭ টি
চিনি ১ কাপ বা স্বাদমত
পানি ৩/৪ কাপ
গুঁড়ো দুধ ২ কাপ ( দেড় কাপ পানিতে গুলে নেয়া )
কেওরা জল ১ টেবিল চামচ
জাফরান রঙ সামান্য
কিসমিস,বাদাম ও মাওয়া পরিমাণ মত
প্রণালি
-একটি ছড়ানো পানে বাটার গলিয়ে এলাচ দিয়ে সামান্য ভেজে সেমাই দিয়ে দিতে হবে। সেমাই হালকা বাদামি করে ভাজতে হবে।
-এবার অন্য একটি চুলায় ৩/৪ পানিতে এক কাপ চিনি গলিয়ে নিয়ে জাফরান রং দিতে হবে। কেওড়াও যোগ করে দিন।
-এই চিনির মিশ্রনটি সেমাই এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পানি শুকিয়ে আসলে দুধ দিয়ে একটু নেড়ে লেবুর রস দিতে হবে।
-লেবুর রস দুধ ফেটে ছানার মত হবে এবং এইটাই এই সেমাই এর বিশেষত্ব।
-সেমাই কিছুক্ষন নাড়াচাড়া করার পর মাখা মাখা হয়ে আসলে ২০-২৫ মি: দমে রাখতে হবে।
-একটি তাওয়া-এর ওপর দম দিলে খুব ভালো হবে। দম শেষে সেমাইটা ঝর ঝরে হবে।
-এবার একটি সার্ভিং ডিসে ঢেলে বাদাম,কিসমিস ও মাওয়া দিয়ে পরিবেশন করতে হবে।

Continue Reading...