Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

দারুণ সুস্বাদু ‘ফ্রাইড পটেটো বল’

বিকেলের নাস্তায় সুস্বাদু কিছু না পেলে কারোরই মন ভরে না। কিন্তু নাস্তা হিসেবে কি দেবেন তা নিয়ে গৃহিণীদের ভাবতে ভাবতেই সময় চলে যায়। আর তার উপর যদি ঘরে মেহমান চলে আসেন তাহলে তো কথাই নেই। খুব ঝটপট সুস্বাদু কিছু খেতে চান? তাহলে তৈরি করে ফেলুন ফ্রাইড পটেটো বল। চলুন জেনে নেয়া যাক সব চাইতে সহজ নাস্তার খুব সহজ রেসিপিটি।
উপকরণ:
- ২ টি বড় সেদ্ধ আলু
- ২ টেবিল চামচ পরিমাণ বাটার
- স্বাদমতো লবণ
- গোলমরিচ গুঁড়ো নিজের স্বাদমতো
- ৩ টি ডিম
- ময়দা
- বিস্কিটের গুঁড়ো/ ব্রেডক্রাম্ব
- তেল ভাজার জন্য
পদ্ধতি:
- প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে কেটে এতে বাটার, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে পিষে নিন। এরপর এতে দিন দুটি ডিমের কুসুম।
- ভালো করে মেখে নিন। আপনি যদি চান তাহলে নিজের পছন্দমতো মশলা যোগ করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। ভালো করে মাখানো হয়ে এলে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। যদি তাড়াহুড়ো থাকে তাহলে ফ্রিজে রাখার বিষয়টি বাদ দিতে পারেন।
- ফ্রিজ থেকে বের করে ছোট ছোট গোল অংশে ভাগ করে নিয়ে বলের মতো তৈরি করুন। বাকি ডিম ভালো করে ফেটিয়ে নিন।
- এরপর ময়দায় বলগুলো গড়িয়ে ডিমে ডুবিয়ে তুলে ব্রেডক্রাম্বে গড়িয়ে উপরে কোট দিয়ে নিন। তেল গরম হলে ডুবো তেলে লালচে করে ভেজে কিচেন টিস্যুতে তুলে নিন।
- ব্যস, এবার পছন্দের সস ও মেয়োনেজ দিয়ে মজা নিন সুস্বাদু ফ্রাইড পটেটো বলের।

Continue Reading...
Food Image

বিফ চিলি অনিয়ন

চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে ফ্রাইড রাইস, চাওমিন ইত্যাদি খেতে গেলে সাথে একটু চটপটে ধরণের কিছু না হলে একেবারেই চলে না। আর চটপটে স্বাদের খাবার বলতে ঝাল ঝাল বিফ ধরণের আইটেম হলে কথাই নেই। সেকারণেই ‘বিফ চিলি অনিয়ন’ চাইনিজ রেস্টুরেন্টের অনেক জনপ্রিয় একটি আইটেম। আজকে শিখে নিন এই এই অসাধারণ সুস্বাদু খাবারটির খুবই সহজ রেসিপিটি।
উপকরণ:
- ২৫০ গ্রাম গরুর মাংস (পাতলা স্লাইস করে কাটা)
- ৫ টি রসুনের কোয়া
- ৪/৫ টি কাঁচা মরিচ
- ২ টেবিল চামচ সয়া সস
- দেড় টেবিল চামচ গোল মরিচ গুঁড়ো
- ১ চা চামচ চিনি
- ১ টি চিকেন স্টক কিউব (বাজারে কিনতে পাওয়া যায়)
- ২ টেবিল চামচ পেঁয়াজ বড় করে খণ্ড করা
- কর্ণফ্লাওয়ার পরিমাণ মতো
- ১ টি ডিম
* আপনি চাইলে এতে ক্যাপসিকাম কুচি এবং কাজু বাদাম যোগ করতে পারেন।
পদ্ধতি:
- ১ টেবিল চামচ সয়াসস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ডিম ও কর্ণফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরুর মাংস মেরিনেট করে রাখুন ১০ মিনিট।
- ১ কাপ গরম পানিতে চিকেন স্টকের কিউব গুলে আলাদা করে রাখুন।
- এরপর একটি প্যানে তেল দিয়ে এতে দিন বাকি মশলাগুলো। মশলাতেই দিয়ে দিন মেরিনেটসহ বিফ। ভালো করে নেড়ে উলটে পাল্টে ভাজতে থাকুন। পেঁয়াজ কুচি দিয়ে দিন।
- মাংস ভাজা ভাজা হয়ে এলে এতে গুরে রাখা চিকেন স্টক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন।
- মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ দেখে লবণ দিন। এরপর আরও ৫/৬ মিনিট চুলার উপরে রাখুন। মাংস সেদ্ধ হতে পানির প্রয়োজন হলে আরও পানি দিতে পারেন।
- মাংস ভালো সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘বিফ চিলি অনিয়ন’।

Continue Reading...
Food Image

এগ চীজ টোস্ট

সকালের নাস্তা নিয়ে যন্ত্রণায় পড়েন প্রায় সকলেই। সকালে ভারী কিছু খাওয়াও যায় না এবং রান্না করার সময়ও পাওয়া যায় না। তাই সকলেই হালকা কিছু নাস্তা খোঁজেন এবং গৃহিণীরাও বেঁচে যান। তাই এই তাড়াহুড়োর সময়ে ঝটপট দারুণ কিছু তৈরি করতে আজকে শিখে নিন মাত্র ১০ মিনিটের সুস্বাদু হালকা নাস্তা ‘এগ চীজ টোস্ট’ তৈরির খুব সহজ রেসিপিটি।
উপকরণ:
- ২ টি সেদ্ধ ডিম
- ৩ পিস পাউরুটি
- আধা কাপ চীজ
- ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
- ১ টেবিল চামচ ধনে পাতা কুচি
- বাটার প্রয়োজন মতো
- লবণ স্বাদ মতো
- শুকনো মরিচ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো ঝাল বুঝে
পদ্ধতি:
- ডিম সেদ্ধ করে স্লাইস করে কেটে নিন। এবং একটি বাটিতে চীজ, শুকনো মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি একসাথে মিশিয়ে আলাদা করে রাখুন।
- পাউরুটির পিসগুলোর দুপাশে বাটার লাগিয়ে একটি ফ্রাইং প্যানে হালকা টোস্ট করে নিন। ক্রিসপি করে ফেলবেন না।
- এরপর একটি বেকিং ট্রেতে পাউরুটির পিসগুলো রেখে উপরে ডিমের স্লাইস, লবণ, গোলমরিচ গুঁড়ো ও চীজের পুর ছড়িয়ে দিন। এর মধ্যে ওভেন ৫০০ ডিগ্রী ফারেনহাইট অর্থাৎ ২৬০ ডিগ্রী সেন্টিগ্রেডে সেট করে বেক করুন প্রায় ৩ মিনিট অথবা চীজ গলে যাওয়া পর্যন্ত।
- ব্যস, এরপর নিজের পছন্দমতো তিন কোণা আকারে কেটে সস বা কেচাপের সাথে সকালের নাস্তায় পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

চিকেন মিটলোফ

অনেকেই নানান কারণে গরুর মাংস খান না, কিন্তু মিটলোফ খাবারটা যে গরুর মাংস দিয়েই দারুণ লাগে! চিন্তা নেই, "চিকেন মিটলোফ" তৈরি করার একটি ভীষণ সোজা রেসিপি। একদিন তৈরি করে ফ্রিজে রেখেও খেতে পারবেন। চলুন, জেনে নিই রেসিপি।
উপকরণ:
মুরগীর কিমা ৫০০ গ্রাম
সিদ্ধ আলু ১/৪ কাপ
পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ
রসুন বাটা ১চা চামচ
আদা বাটা ১চা চামচ
লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ
গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ
ধনে পাতা কুচি ১/৪কাপ
লবণ পরিমান মতো
ডিম ২ টি
ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ো ১/২ কাপ
ওরিগেনো ১ চা চামচ
দুধ ২ টেবিল চামচ
টমেটো সস ২ টেবিল চামচ
সয়া সস ১ টে্বিল চামচ
চিলি সস ১ টেবিল চামচ
প্রণালি:
-ওভেন ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিতে হবে।
-একটি পাউন্ড কেক প্যান বা লোফ প্যানে তেল মাখিয়ে নিতে হবে।
-মুরগীর সাথে সিদ্ধ আলু, ব্রেড ক্রাম্ব এবং একে একে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে।
-এখন লোফ প্যানে মুরগীর খামির দিয়ে ভাল করে চেপে চেপে সমান করে বিছিয়ে দিতে হবে।
-প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪০ মিনিট বেক করতে হবে।
-নামিয়ে বেকিং ট্রেতে উল্টে রেখে কিছু সস চিকেনলোফ এর উপরে, চারিদিকে ব্রাশ করে দিতে হবে।
-আবার ওভেনে দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৫ মিনিট বেক করতে হবে।
-এরপর কেটে পরিবেশন। এটা দিয়ে বার্গার , স্যান্ডউইস এর ফিলিং বানানো যায়।
--প্যান না থাকলে ১ লিটার আইস্ক্রিম এর বাটিতে খামির চেপে বসিয়ে চাকু দিয়ে চারপাশ আলাদা করে বেকিং ট্রেতে উল্টে রেখে কিছু সস চিকেনলোফ এর উপরে, চারিদিকে ব্রাশ করে ৪৫ মিনিট বেক করলেই হবে।

Continue Reading...
Food Image

চাইনিজ সেজোয়ান রাইস

ডিনারে কি তৈরি করবেন ভাবছেন? একেবারেই মাথায় কিছু আসছে না? তাহলে আজকের ফিচারটি আপনার জন্যই। খুবই দ্রুত তৈরি করে নিতে পারবেন অত্যন্ত সুস্বাদু একটি চাইনিজ রাইস আইটেম। চলুন আজকে শিখে নেয়া যাক চাইনিজ সেজোয়ান রাইস তৈরির খুবই সহজ রেসিপিটি।
উপকরণ:
সেজোয়ান সস তৈরি
- ১ মুঠো শুকনো মরিচ
- ১ চা চামচ আদা রসুন বাটা
- ১ টি পেঁয়াজ কুচি
- ১ টেবিল চামচ সয়া সস
- ১ টেবিল চামচ ভিনেগার
- লবণ স্বাদমতো
- ঝাল বুঝে মরিচ গুঁড়ো
- তেল ৩/৪ টেবিল চামচ
রাইসের জন্য:
- ১ টেবিল চামচ রসুন কুচি
- ১-২ টি শুকনো মরিচ
- আধা কাপ বরবটি বা ফ্রেঞ্চ বীনস
- আধা কাপ গাজর কুচি
- ঝাল বুঝে সেজোয়ান সস
- ১ চা চামচ ভিনেগার
- ১ চা চামচ সয়া সস
- ১-দেড় কাপ ভাত (৯০% সেদ্ধ করা)
- লবণ স্বাদমতো
- তেল পছন্দমতো
- স্প্রিং অনিয়ন ইচ্ছে
পদ্ধতি
সস তৈরি: 
- প্রথমে গরম পানিতে শুকনো মরিচ ডুবিয়ে রাখুন এবং এরপর তা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন।
- একটি প্যানে তেল গরম করে নিয়ে এতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিন। পুড়িয়ে ফেলবেন না। এরপর এতে দিন পেঁয়াজ কুচি এবং নরম হয়ে গেলে মরিচের পেস্ট দিয়ে দিন।
- যখন তেল ছেড়ে আসবে তখন একে একে বাকি মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। সব শেষে ৫-৬ মিনিট চুলায় অল্প আঁচে রেখে নামিয়ে ফেলুন সেজোয়ান সস।
রাইস তৈরি
- প্রথমে প্যানে তেল দিয়ে এতে রসুন কুচি ও একটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে ভালো করে নেড়ে নিন। এতে যোগ করুন ফেঞ্চ বীনস বা কুচি করে কাটা বরবটি ও গাজর।
- ১ মিনিট উচ্চ তাপমাত্রায় সবজি নেড়ে নিয়ে...

Continue Reading...
Food Image

ফিলিপিনো খাবার \"বুকো পানদান\"

চমৎকার একটি রেসিপি , গরমে বেশ মজাদার এবং প্রাণ জুরিয়ে দেয়।
উপকরণ:
- সাবু দানা ২কাপ
- কনডেন্সড মিল্ক ১টা
- ডানো ক্রিম ১টা
- হাফ কেজি তরল দুধ কে ঘন করে ১ কাপ করে নিতে হবে
- ডাব নারিকেল এর শাঁস (নারিকেল এর শাঁস খুব নরম বা খুব শক্ত হবে না ও চারকোনা করে কাটা)
- আঙুর ও আম চারকোনা করে কাটা অথবা জেলাটিন ( ফল না দিলেও চলবে ও জেলাটিন জমিয়ে ৪ কোনা করে কাটা)
প্রনালী:
-সাবু দানা পানিতে সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন যাতে গলে না যায়।
-পানি ঝরিয়ে ১টা বাটিতে নিয়ে কনডেন্স মিল্ক,ক্রিম,ঘন দুধ,ফল,নারিকেলে শাঁস ও জেলাটিন সব একসাথে মিক্স করে নিন। এবার গ্লাস বা বাটিতে করে সুন্দর করে সাজিয়ে ২ ঘন্টা ফ্রিজ এ রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার ফিলিপিনো খাবার বুকো পানদান।

Continue Reading...
Food Image

ক্রিসপি পটেটো টোস্ট

এই বৃষ্টি ভেজা বিকেলে ধোঁয়া উঠা গরম এক কাপ চায়ের সাথে সুস্বাদু মুচমুচে কিছু না হলে বিকেলটা কাটতে চায় না। তাই ঘরের গৃহিণীরা এখনই চলে গিয়েছেন রান্না ঘরে। কিন্তু ভাবছেন কি তৈরি করে পরিবারের সামনে দেয়া যায়? আপনার চিন্তা দূর করতে আজ নিয়ে এলাম সম্পূর্ণ নতুন স্বাদের ভিন্নধর্মী একটি নাস্তার আইটেম। চলুন তাহলে শিখে নেয়া যাক ‘ক্রিসপি পটেটো টোস্ট’ তৈরির খুবই সহজ রেসিপিটি।
উপকরণ:
- ২ টি সেদ্ধ বড় আলু
- ১ টি মরিচ কুচি
- ১ চা চামচ মরিচ গুঁড়ো
- আধা চা চামচ গরম মসলা গুঁড়ো
- ২ চা চামচ লেবুর রস
- ১ মুঠো ধনে পাতা কুচি
- ৬-৮ পিস পাউরুটি
- টমেটো কেচাপ পছন্দমতো
- তিল (সাজানোর জন্য, ইচ্ছা)
- বাটার ভাজার জন্য
- লবণ স্বাদমতো
পদ্ধতি:
- প্রথমে সেদ্ধ আলু পিষে নিয়ে সকল মশলা জাতীয় উপকরণ একসাথে মিশিয়ে আলু ভর্তার মতো তৈরি করে নিন।
- এরপর প্রতিটি পাউরুটির পিস তিন কোণা করে কেটে প্রতি পিসে নিজের ইচ্ছে মতো কেচাপ লাগিয়ে নিন। তার উপর আলুর মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন।
- এরপর একটি ফ্রাইং প্যান গরম করে সামান্য বাটার দিয়ে প্রতিটি পাউরুটির পিস ভেজে নিন ভালো করে। ভাজার সময় পাউরুটির পিসের উপরে বাটার দিয়ে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিন।
- ব্যস, এবারে গরম গরম মজা নিন সুস্বাদু এই স্ন্যাকসের। চাইলে দুটি পিস একসাথে দিয়ে স্যান্ডুউইচ তৈরি করে নিতে পারেন।

Continue Reading...
Food Image

থাই চিলি বিফ

গরুর মাংসের নানা পদ আমাদের অজানা নয়, কিন্তু নতুন স্বাদের মাংস ভিন্ন আমেজে খেতে কে না ভালোবাসে। অতিথি আপ্যায়ন সঙ্গে নিজেদের ভুরিভোজে রেঁস্তরার খাবারের স্বাদ পেলে তো কথায় নেই। তাই বাড়িতেই খাওয়ার আনন্দকে আরও বাড়িয়ে দিতে আজ আপনাদের জন্য রইলো থাই চিলি বিফ রেসিপি।
যা যা লাগবেঃ
গরুর মাংস (হাড় ছাড়া) ৩৭৫ গ্রাম,
কাঁচামরিচ ফলি ২টি,
শুকনা-মরিচ ফালি ১টি,
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ,
চিনি ১ চা চামচ,
সয়াবিন তেল ২ টেবিল চামচ,
সয়া সস ১ টেবিল চামচ,
রসুন ১টি,
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,
লবণ স্বাদমতো।
যেভাবে করবেনঃ
টুকরা করা মাংসে লবণ, গোলমরিচ মাখিয়ে রাখতে হবে। প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে রসুন দিয়ে ভাজতে থাকুন।
একটু পর মাংস দিয়ে নেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন।
এবার মাংসে ১ কাপ পানি দিয়ে ফুটাতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে মরিচ, চিনি, সয়াসস দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট সিদ্ধ করুন।
মাঝে মাঝে মাংস উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়।
নামানোর আগে ধনেপাতা দিয়ে দিন। হয়ে গেল থাই চিলি বিফ।
এবার ভাত কিংবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

পাউরুটি পাকোড়া

বিকেলের নাস্তা বা সন্ধ্যার হালকা খাবারে যোগ করতে চান নানা ধরণের পদ। বিশেষ করে বাড়িতে আসা নতুন বউদের নিজের গুণ প্রকাশে থাকে অনেক প্রচেষ্টা। কম সময়ে মনোলোভা স্বাদে সবার মন কাড়ার সর্বোচ্চ চেষ্টাও থাকে তার। তাই নাস্তার ভিন্নতায় সবার প্রশংসা কুড়াতে আপনি বেছে নিতে পারেন পাউরুটির পাকোড়া। সহজ রেসিপির মচমচে খাবারটি তৈরি হবে মাত্র পাঁচ মিনিটেই। চলুন তবে শিখে নেয়া যাক…
যা যা লাগবে:
পাউরুটি ৩ পিস,
বেশন আধা কাপ,
চালের গুড়া আধা কাপ,
লবণ স্বাদমতো,
গোলমরিচ গুড়া আধা চা চামচ,
১ টা পেঁয়াজকুচি,
৩ টা কাঁচামরিচ কুচি,
বেকিং সোডা আধা চা চামচ,
তেল ভাজার জন্য,
পানি পরিমাণমতো,
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
যেভাবে করবেন:
পাউরুটির চারিদিক সমান করে মাঝখান দিয়ে কেটে ৩ কোনা করে নিন।
সব উপকরণ একসঙ্গে মেখে গাঢ় মিশ্রণ তৈরি করতে হবে।
এবার পাউরুটি মিশ্রণে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিন।
ব্যাস, পাঁচ মিনিটেই হয়ে গেল মনোলোভা স্বাদের পাউরুটির পাকোড়া।

Continue Reading...