Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

মাটন বটি কাবাব, এই ঈদে ঘরেই তৈরি করুন

ঈদ তো চলে এসেছে প্রায়। কাবাব ছাড়া ঈদ কি ভাবা যায়? বটি কাবাব তো আমরা প্রায়ই দোকান থেকে কিনে খাই। এই বটি কাবাব যদি বাসায় বানানো যায় তবে কেমন হয় বলুন তো? দারুন না! এই ঈদে ঘরে বানিয়ে ফেলুন দোকানের স্বাদে দারুন মজাদার বটি কাবাব।
উপকরণ:
১০০ গ্রাম আনারস
১ ছোট কাপ পানি
কাবাব তৈরির জন্য
৫০০ গ্রাম খাসির মাংস
১ চা চামচ ধনিয়া গুঁড়া
২ চা চামচ মরিচ গুঁড়া
১/২ চা চামচ হলুদ গুঁড়া
১/২ চা চামচ গোল মরিচ গুঁড়া
১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
২ চা চামচ আদা রসূনের পেস্ট
৪-৫ টেবিল চা চামচ আনারসের রস
২ টেবিল চামচ টক দই
তেল
লবণ
পদ্ধতি
প্রথমে আনারস এবং পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আনারসের রস করে নিন। একটি ছাঁকনি দিয়ে আনারস থেকে পানি আলাদা করে ফেলুন। রসটুকু ব্যবহারের জন্য রেখে দিন।
তারপর খাসির মাংসের সাথে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসূনের পেষ্ট, ৪ চা চামচ তেল, আনারসের রস দিয়ে খুব ভালভাবে মিশিয়ে নিন।
এবার এতে টক দই, ও লবণ দিয়ে আবার ভাল করে মেশান। এখন ১ ঘণ্টা ম্যারিনেটের জন্য রেখে দিন।
একটা কঠিতে ম্যারিনেট করা মাংসগুলোকে একটা একটা করে ঢোকান। যেমন করে দোকানের শিক কাবাব গুলো ঢোকানো থাকে।
তারপর চুলায় তাওয়া গরম করতে দিন। তাওয়া গরম হয়ে এলে তেল দিন। গরম তেলে বটি কাবাবগুলো দিয়ে দিন। এক সাথে অনেকগুলো বটি কাবাব দেবেন না। তাহলে ভাজতে অসুবিধা হবে।
১৫ মিনিট কাবাবগুলো ভাজুন। বাদামি রঙ হয়ে আসলে নামিয়ে ফেলুন। এখন কাবাবগুলো চুলার আগুণে সরাসরি সেঁকে নিন। এতে তন্দুরি মত স্বাদ পাবেন যা দোকানের কাবাবে পাওয়া যায়।
লাল পোড়া পোড়া হয়ে আসলে নামিয়ে...

Continue Reading...
Food Image

গরমের ঈদে হয়ে যাক ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের শরবত

চলছে আনারসের মৌসুম আর তার সাথে ইদানিং বৃষ্টির পর ভ্যাপসা একটা গরমও পড়ে মাঝে মাঝে। গরুর মাংস খেয়ে পেট গরম হয়ে গেলে টাটকা ফলের শরবতের মতো আর কিছুই হয় না। জেনে নিন আনারসের একটি অন্যরকম শরবতের রেসিপি যা ঈদের ভারী ভারী খাবারের সাথে দারুণ মানাবে।
উপকরণ:
- দেড় কাপ আনারস কুচানো
- পুরো একটা লেবুর রস
- এক মুঠো পুদিনা পাতা
- এক টেবিল চামচ চিনি
- এক কাপ আইস কিউব
- এক কাপ ঠাণ্ডা পানি
প্রণালী:
ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন সব উপকরণ। যতক্ষণ না মিহি হয় ততক্ষণ ব্লেন্ড করুন। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ওপরে বরফ এবং টাটকা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার এই জুস।
স্বাদ ভালো হবার জন্য পুদিনা পাতা টাটকা হওয়া জরুরী। আনারস যদি বেশি মিষ্টি হয়ে থাকে তবে তাতে চিনি না দিলেও চলবে। বরং চিনি না দিলেই বেশি স্বাস্থ্যকর হবে এই জুস।

Continue Reading...
Food Image

ঘরেই তৈরি করুন মাটন মাসালা চাপ

কোরবানি ঈদ মানেই মাংসের ছড়াছড়ি। গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসের নানা আইটেম রান্না হয়ে থাকে এই ঈদে। খাসির একটি জনপ্রিয় খাবার হল খাসির চাপ। খাসির চাপ ঘরে তৈরি করা যায় খুব সহজেই। আসুন তাহলে জেনে নেওয়া যাক মাটন মাসালা চাপ তৈরির রেসিপিটি।
উপকরণ
৪০০ গাম খাসির চাপ
৩টি মাঝারি আকৃতির পেঁয়াজ ( স্লাইস করে কাটা)
২ টা টমেটো কিউরি
১/২ কাপ টক দই
১ টেবিল চামচ আদা রসুন পেষ্ট
১ চা চামচ লাল মরিচের গুঁড়া
৩ টি কাঁচা মরিচ
৩ টেবিল চামচ তেল
১ চাচামচ গোল মরিচ
৫-৬ টা এলাচি
১ টেবিল চামচ লেবুর রস
লবণ
১/৪ চা চামচ হলুদ গুঁড়া
২ টেবিল চামচ পুদিনা পাতা কুচি
৪ টা লং
১ টা দারচিনি
প্রণালীঃ
-প্যানে তেল গরম করে দিন।
-তেল গরম হয়ে গেলে গোল মরিচ, এলাচি, লং, দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়ুন।তারপর এতে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে খাশির চাপ দিয়ে দিন।
-খেয়াল রাখবেন পেঁয়াজ যেন বাদামি রং না হয়। বাদামি রং হবা আগে নরম হলে খাসির চাপ দিয়ে দিতে হবে।
-পেঁয়াজ, খসির চাপ কিছুক্ষণ নাড়ুন।
-এরপর এতে আদা রসূনের পেষ্ট, লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এরপর এতে আদা কুচি, কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।
-ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করুন। মনে রাখবেন পানি দিবেন না।
-মশলা এর মধ্যে মাংস রান্না হবে পানি ছাড়া।
-২০ মিনিট রান্না পর এতে লাল মরিচে গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা পাউডার ( আধা চা চামচ) দিয়ে নাড়ুন।
-কিছুক্ষণ পর এতে টমেটো কিউরি দিয়ে আবার নাড়ুন।
-অল্প আঁচে রান্না করতে থাকুন।
-১০ মিনিট পর এতে টক দই , লেবুর রস,গরম মশলা পাউডার গুঁড়া ( বাকিটুকু ), পুদিনা পাতা দিয়ে নাড়ুন।
-এভাবে কিছুক্ষণ রান্না করুন।...

Continue Reading...
Food Image

স্পাইসি বিফ সিজলিং

অতিরিক্ত মশলার তৈরি গরুর মাংস রান্না আমাদের বাঙালিদের খুবই পছন্দের। কিন্তু প্রতিদিন একই স্বাদের খাবার তো আর খাওয়া যায় না। একটু ভিন্ন স্বাদ পেতে চান সকলেই। তার তা যদি হয় চাইনিজ কোনো আইটেম তাহলে তো কথাই নেই। ঈদের গরুর মাংসের একঘেয়ে স্বাদ বদলাতে আজকে জেনে নিন অত্যন্ত সুস্বাদু ‘স্পাইসি বিফ সিজলিং’য়ের সবচাইতে সহজ রেসিপিটি।
উপকরণ
- আধা কেজি হাড় ছাড়া গরুর মাংস
- ২ কোয়া রসুন কুচি
- ৩টি বড় পেয়াজ ৪ খণ্ড করে ভাঁজে ভাঁজে ছাড়ানো
- ১টি ক্যাপসিকাম (লম্বা করে কাটা)
- আধা কাপ টমেটো সস
- ২ টেবিল চামচ সয়া সস
- ৩ চা চামচ চিলি সস
- ১ টেবিল চামচ ফিশ সস
- আধা চা চামচ স্বাদ লবণ
- ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
- ২ চা চামচ মরিচ গুঁড়ো
- ৩টি শুকনা মরিচ
- তেল পরিমাণ মতো
- সামান্য মাখন
- টেস্টিং সল্ট স্বাদ মতো
- লবণ স্বাদ মতো
- পানি প্রয়োজন মতো
* স্পাইসি বিধায় মরিচের অনেক বেশী ব্যবহার করা হয়েছে। যদি বেশী ঝাল না চান তাহলে নিজের পছন্দ অনুযায়ী মরিচের ব্যবহার করতে পারেন।
পদ্ধতি
প্রথমে মাংস ধুয়ে নিয়ে পাতলা লম্বাটে করে টুকরা করুন। এবং মাংসে অর্ধেকটা পরিমাণে সকল সস অর্থাৎ সয়াসস, ফিশ সস, চিলি সস, টমেটো সস ও কর্ন ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। এরপর কড়াইতে মাংস ও অল্প পানি দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিন।
চুলায় সিজিলিং ট্রে দিয়ে খুব ভালো করে গরম করে নিন এবং গরম ট্রেতে মাখন দিয়ে মাংস ঢেলে হালকা ভাজা ভাজা করে নিন। যদি ট্রে না থাকে তাহলে সাধারন ফ্রাইং প্যানেও এই কাজটি করে নিতে পারেন।
এরপর আরেকটি পাত্রে তেল গরম করে নিয়ে তেলে শুকনো মরিচ,...

Continue Reading...
Food Image

মিটলোফ

পাশ্চাত্য দেশের অন্যতম সুস্বাদু মাংসের আইটেম হচ্ছে মিটলোফ। মিটলোফ খেতে পছন্দ করেন না এমন মানুষ আসলেই কম পাওয়া যাবে। মাংসের তৈরি জিভে জল আনা মিটলোফ নিরামিষাশী মানুষেরও মন কেড়ে নিতে পারে নিমেষেই। ভাবছেন এই স্বাদ কীভাবে নেবেন? চলুন না তাহলে ঘরেই তৈরি করে ফেলা যাক এই সুস্বাদু খাবারটি, খুব সহজেই। জেনে নেয়া যাক সহজ রেসিপিটি।
উপকরণ
- আধা কেজি মাংসের কিমা (গরু/খাসি)
- আধা কাপ পেঁয়াজ কুচি
- ২ চা চামচ আদা-রসুন বাটা
- ১ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো (টেলে গুঁড়ো করে নেয়া)
- ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
- আধা কাপ ক্যাপসিকাম কুচি
- ১/৪ কাপ গাজর কুচি
- ময়দা প্রয়োজন মতো
- ২ চা চামচ বেকিং সোডা
- ৪ টি ডিম
- ২ চা চামচ চিনি
- ৩/৪ পিস পাউরুটি
- দেড় টেবিল চামচ ওয়েস্টার সস
- ১/৪ কাপ টমেটো সস
- বাটার বা তেল পরিমাণমতো
- লবণ স্বাদ মতো
পদ্ধতি
- প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে এতে ক্যাপসিকাম কুচি দিয়ে নেড়ে নিন। এরপর পেঁয়াজ ও গাজর কুচি দিয়ে ভালো করে নেড়ে নরম করতে থাকুন। নরম হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
- এবারে বড় একটি ডিশে ক্যাপসিকামের মিশ্রণ ও অন্যান্য সব উপকরণ (ময়দা বাদে) একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দিন মাংসের কিমা।
- ভালো করে মেখে নিন এবং খুব নরমও নয় বা শক্তও নয় এমন ডো তৈরি করে ফেলুন। প্রয়োজন হলে ডো তৈরির সময় নরম ভাব দূর করতে ময়দা দিন।
- একটি বেকিং ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার উপর পছন্দের আকারের মিটলোফ দিয়ে দিন এবং ৩৫০ ডিগ্রীতে বেক করুন ১০ মিনিট।
- এরপর বের করে উপরে টমেটো সস ঢেলে আবার বেক করুন প্রায়...

Continue Reading...
Food Image

ঈদের আমেজে মাংস পুলি

ঈদের ছুটি শেষ হয়ে গেলেও অতিথি আসা এখনো শেষ হয় নি। মাংস রান্না করা থাকলেও হুট করে আসা অতিথির সামনে দেয়ার মতো নাস্তার অভাবে ভোগেন বেশীরভাগ গৃহিণীরাই। আপনাদের দুশ্চিন্তা কমিয়ে দিতেই আজকে আমাদের আয়োজন। চলুন শিখে নেয়া যাক মাত্র ২০ মিনিটের ঝটপট নাস্তা ‘মাংস পুলি’ তৈরির খুব সহজ রেসিপিটি।
উপকরণ
- রান্না করা মাংস ১ কাপ
- ৩/৪ টি পেঁয়াজ কুচি
- আধা চা চামচ আদা-রসুন বাটা
- ৩ টি কাঁচা মরিচ কুচি
- ২ কাপ ময়দা
- ১ চা চামচ বেকিং পাউডার
- লবণ স্বাদমতো
- পানি প্রয়োজন মতো
- তেল ভাজার মতো
- সামান্য কালিজিরা (ইচ্ছা)
পদ্ধতি
- প্রথমে শুরু করুন ময়দা মাখানো দিয়ে। ময়দাতে লবণ, কালিজিরা ও বেকিং পাউডার মিশিয়ে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে রুটি তৈরির মতো ডো তৈরি করুন এবং ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিন।
- এরপর চুলায় প্যান দিয়ে সামান্য তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন এবং পেঁয়াজ দিয়ে নরম করে নিন।
- পেঁয়াজ নরম হয়ে এলে রান্না করা মাংস হাত দিয়ে চটকে ঝুরি করে প্যানে দিয়ে দিন এবং সাথে মরিচ কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নামিয়ে নিন।
- মেখে রাখা ডো থেকে ছোট ছোট বল তৈরি করে গোল পাতলা ছোট লুচির মতো তৈরি করে নিন। এরপর লুচির অর্ধেকটা অংশে ভেজে রাখা মাংস পুর হিসেবে দিন এবং বাকি অংশ ঢেকে অর্ধেক চাঁদের আকৃতি দিয়ে ভালো করে কিনার মুড়ে দিন। এভাবে পুরো ডো ও পুর দিয়ে পুলি তৈরি করুন।
- প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিন এবং দুটি করে পুলি লালচে করে ভেজে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে নিন।
- ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন দারুণ...

Continue Reading...
Food Image

মাংস চপ

বিকেলে কী খাওয়া যায় ভাবছেন? ধোঁয়া উঠা চায়ের সাথে বা বিকেলের আড্ডায় একটু চটপটে মজাদার কিছু না হলে চলেই না অনেকের। তাহলে আজ চলুন মাত্র ২০ মিনিটের সুস্বাদু একটি স্ন্যাকস রেসিপি শিখে নেয়া যাক।
উপকরণঃ
- ১ কাপ সেদ্ধ আলু
- ১ কাপহাড় ছাড়া রান্না করা মাংস
- দেড় চা চামচ আদা-রসুন বাটা
- আধা চা চামচ গরম মশলা গুঁড়ো
- ১ চা চামচ কাবাব মশলা
- ৩ টি পেঁয়াজ কুচি
- ৩/ টি মরিচ কুচি
- পাউরুটির পিস প্রয়োজন মতো
- ২ টি ডিম
- তেল ভাজার জন্য
- লবণ স্বাদমতো
পদ্ধতিঃ
- প্রথমে আলু পুরোপুরি সেদ্ধ করে পিষে নিন ভালো করে। এবং রান্না করা মাংস হাতে ঝুরি করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিন। ১ টি ডিমের সাদা অংশ আলাদা করে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন।
- এরপর একটি বড় বাটিতে পাউরুটি বাদে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়েনিন। যদি অনেক নরম হয়ে যায় তাহলে পাউরুটি ছিঁড়ে ছোটো টুকরো করে মিশ্রণের নরমভাব কমাতে ব্যবহার করুন।যতোটা পাউরুটির প্রয়োজন ততোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
- এরপর হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে চপের আকার দিন। এভাবে সম্পূর্ণতা দিয়ে নিজের পছন্দের মতো আকারের চপ বানিয়ে নিন।
- একটি ফ্রাইংপ্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমন ভাবে তেলদিয়ে গরম করে নিন। এবং ফেটানো ডিমের সাদা অংশে চপগুলো ডুবিয়ে প্যানে দিয়ে হালকা থেকে মাঝারী আঁচে ভাজতে থাকুন।
- একপাশ হয়ে গেলেঅপর পাশ উল্টে একইভাবে লালচে করে ভেজে নিন।ভাজা হয়ে গেলে একটি কিচেন টিস্যুতে ভেজে তুলে নিন চপগুলো। ব্যস, এবারে মজা নিন গরম গরম।

Continue Reading...
Food Image

ভিন্নধর্মী বিফ ভুনা রেসিপি

ঈদের পর সকলের ফ্রিজেই এখন অনেক মাংস। বিশেষ করে গরুর মাংস। একই রেসিপিতে খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছেন? তাহলে চেখে দেখুন ভিন্ন স্বাদের একটি বিফ ভুনা।
উপকরণ:
গরুর মাংস ২ কেজি
পিঁয়াজ বেরেস্তা ১ কাপ
পিঁয়াজ কুচি ২ টে চামচ
পিয়াজ কিউব করে কাটা ১/২ কাপ
বাদাম বাটা ১ টে চামচ
তেজপাতা,দারুচিনি,এলাচ দুটি করে
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
জিরা গুরা ১ চা চামচ
জিরা টালা গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গরম মসলা গুঁড়ো ১ চা চামচ
জায়ফল -জয়ত্রি গুঁড়ো ১ চা চামচ
টক দই ১/২ কাপ
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
গোল মরিচ গুঁড়ো ১/৪ চা চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
সয়া সস ১/২ কাপ
কাচামরিচ ৪ টি
সরিষার তেল ১/২ কাপ
প্রনালি:
-মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। টক দই,সয়াসস,আদা বাটা,রসুন বাটা,গোল মরিচ,লবণ দিয়ে ম্যারিনেট করুন ১/২ ঘন্টা।
-হাঁড়িতে অর্ধেক সরিষার তেল গরম করে একটা করে গরম মসলা ফোড়ন দিন। পিঁয়াজ কুচি দিয়ে একটু ভাজুন।এবার ম্যারিনেট করা মাংস দিন।
-বাকি মসলা হলুদ-মরিচ গুঁড়ো,জিরা বাটা,ধনে বাটা,বাদাম বাটা,জায়ফল-জয়ত্রি গুঁড়ো ও পিঁয়াজ বেরেস্তা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
-দুই কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন।সিদ্ধ হয়ে মাংস নরম হলে ভাজা ভাজা করে নামান।
-এবার অন্য হাঁড়িতে বাকি তেল ও বাকি আস্ত গরম মসলা ফোড়ন দিয়ে রান্না করা মাংস দিন।ভাজতে থাকুন ২ মানিট।
-গরম মসলা গুঁড়ো ও জিরা ভাজা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে দিন।
-কাচামরিচ ও কিউব করা পিয়াজ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের মজাদার বিফ ভুনা।

Continue Reading...
Food Image

পেপরিকা পটেটো চিপস

ব্যাগ ভর্তি পটেটো চিপস সামনে পেলে লোভ সামলানো আসলেই কষ্টকর। কিন্তু যদি স্বাস্থ্যের কথা ভাবা হয় তাহলে বাজারের প্যাকেটজাত চিপস না খাওয়াই ভালো। কিন্তু মনকে মানানো দুঃসাধ্যই বটে। তাহলে ঘরেই তৈরি করে নিন না বাজারের সুস্বাদু পটেটো চিপস স্বাস্থ্যকর উপায়ে। আজকে জেনে নিন দারুণ সুস্বাদু পেপরিকা পটেটো চিপস তৈরির খুবই সহজ রেসিপিটি।
উপকরণ:
- ২ টি আলু
- ১ টেবিল চামচ গলানো বাটার
- ২ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো (টেলে গুঁড়ো করে নেয়া)
- লবণ স্বাদ বুঝে
পদ্ধতি:
- প্রথমে আলুর ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা করে স্লাইস করে কেটে নিন। চিপসের আকৃতিতে আলু স্লাইস করে নেবেন। এরপর তা ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন যাতে বাদামী রঙ ধারণ না করে।
- এরপর আলু পানির ধারায় ধুয়ে নিয়ে একটি কিচেন টাওয়েল বা কিচেন টিস্যুতে রেখে ভালো করে রেখে পানি ঝড়িয়ে নিন।
- ওভেন ৪০০ ডিগ্রী ফারেনহাইটে প্রি হিট হতে দিন এবং আলুর স্লাইসের ওপরে শুকনো মরিচ গুঁড়ো, লবণ ও বাটার (চাইলে তেলও ব্যবহার করতে পারেন) দিয়ে আলতো হাতে বা চামচের সাহায্যে ভালো করে মেখে নিন যেনো প্রতিটি আলুর স্লাইসে লবণ ও মরিচ গুঁড়ো লেগে যায়।
- এরপর একটি বেকিং ট্রে তে বেকিং শিট বিছিয়ে আলুর স্লাইসগুলো বিছিয়ে দিন এবং ওভেনে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট বেক করে নিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেলো মুচমুচে স্বাস্থ্যকর ‘পেপরিকা পটেটো চিপস’।
- এই চিপস আপনি বয়ামে ভরে ৩ দিন পর্যন্ত মুচমুচে রাখতে পারবেন। যদি বেক করতে না চান তাহলে ডুবো তেলে ভেজে নিয়ে এরপর ওপরে মরিচ গুঁড়ো ও লবণ ছিটিয়ে নিন।

Continue Reading...