Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

দই বড়া

ভারতীয় যে খাবারগুলো বেশ জনপ্রিয় তার মধ্যে দই বড়া অন্যতম। টক,মিষ্টি, ঝাল স্বাদের এই খাবারটি খেতে দারুন। এই খাবারটি বাসায় তৈরি করলেও রেষ্টুরেণ্টের মত স্বাদ পাওয়া যায় না বলে মনে করেন অনেকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক রেষ্টুরেণ্টের মত স্বাদের দই বড়া তৈরির রেসিপিটি।
উপকরণ:
১ কাপ অড়হর ডাল
২ কাপ দই
২ কাপ বাটার মিল্ক
২ চা চামচ ভাজা জিরা গুঁড়া
২ চা চামচ লাল মরচ গুঁড়া
তেল
১ চা চামচ জিরা
১/২ চা চামচ হিং
গোল মরিচের গুঁড়া স্বাদ মত
২ টেবিল চামচ খেজুর ও তেঁতুলের চাটনি
প্রণালী:
১। সারা রাত অড়হরের ডাল ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে অল্প কিছু পানি দিয়ে ব্লেন্ড করুন।
২। এখন ডালের পেষ্টে জিরা, হিং, গোল মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।
৩। এবার ডাল দিয়ে ছোট ছোট বড়া ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়। তেল বেশি গরম হয়ে গেল বড়াগুলো লাল হয়ে যাবে। আর এতে দই ভালমত ঢুকবে না।
৪। বড়াগুলোকে প্যানে তেলের মাঝে ক্রমাগত ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। বড়া গুলো হালকা বাদামি রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৫। এবার বড়াগুলো বাটার মিল্ক এর মধ্যে ৫- ১০ মিনিট ডুবিয়ে রাখুন। বাটার মিল্কের সাথে সামান্য লবণ যোগ করে নিবেন। বাটার মিল্ক না থাকলে আপনি পানির মধ্যে বড়াগুলো ভিজিয়ে রাখতে পারেন। পানিতে লবণ দেওয়ার প্রয়োজন নেই।
৬। তারপর টক দইয়ের সাথে লবণ মিশিয়ে ভাল করে ফাটুন। এখন বড়া গুলো বাটারমিল্ক/পানি থেকে উঠিয়ে ভাল করে চেপে পানি বের করে নিন।
৭। এখন বড়া গুলো একটি পাত্রে রাখুন। তার উপর টক দই দিয়ে দিন।
৮। টক দইয়ের ওপর...

Continue Reading...
Food Image

চকলেট কুকি চীজকেক

প্রায় বেশীরভাগ মানুষের কাছেই পেস্ট্রিশপের জনপ্রিয় খাবারটি হচ্ছে চীজকেক। পকেটে একটুআধটু পয়সা হলে অনেকেই ছুটে যান চীজকেকের স্বাদ নিতে। কিন্তু বেশ দামী এই চীজকেক সবসময় খাওয়া সম্ভব হয় না। মন খারাপ করবেন, আজকে আপনাদের খরচা একটু কমাতে নিয়ে এলাম খুবই সহজ দারুণ সুস্বাদু চকলেট কুকি চীজকেকের রেসিপিটি। চলুন শিখে নেয়া যাক।
উপকরণ:
- ২৪ টি চকলেট কুকি (ওরিও ধরণের কুকি)
- ১/৩ কাপ গলানো বাটার
- ২৩০ গ্রাম ক্রিম চীজ
- ১/৪ কাপ বাটার
- ১/৪ কাপ চিনি
- ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স
- ১ কাপ চকলেট চিপস
- ২৩০ গ্রাম ক্রিম
পদ্ধতি:
- প্রথমে ফুড প্রসেসরে, গ্রাইন্ডারে, হামান দিস্তায় বা হাতে ভেঙে কুকিগুলো গুঁড়ো করে নিন। এরপর বাটার ঢেলে আরও ভালো করে মিশিয়ে ফেলুন
- একটি বড় বাটিতে বা বেকিং মোল্ডে সম্পূর্ণ কুকির গুঁড়ো ভালো করে সমান করে বিছিয়ে দিন এবং ৩০ মিনিট ফ্রিজে রেখে সেট হতে দিন।
- একটি বড় বাটিতে ক্রিম চীজ, বাটার, চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে বিট করে বা হাতে মিশিয়ে নিন যেন দলা ধরণের হয়ে না থাকে। এরপর এতে ১ কাপ চকলেট চিপস গলিয়ে নিয়ে মিশিয়ে ফেলুন ভালো করে।
- আরেকটি বাটিতে ক্রিম নিয়ে ভালো করে বিট করে ঘন থকথকে করে নিন এবং চীজের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি কুকি গুঁড়োর লেয়ারের উপরে ছড়িয়ে দিন সমান করে এবং নিজের পছন্দমতো সাজিয়ে নিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন।
- ফ্রিজে রেখে সেট হয়ে এলে বের করে কেটে পরিবেশন করুন আর মজা নিন সুস্বাদু চকলেট কুকি চীজকেকের।

Continue Reading...
Food Image

ভিন্ন স্বাদের ভেজা ফ্রাই

অনেকেই তো খাসির রেজালা, গরুর কাটা মশলা, কলিজা ভুনা কত কিছুই না খেয়েছেন। ভেজা ফ্রাই কি খেয়েছেন? মগজের এই খাবারটি একটু অন্যরকম, যা ভারতীয় এবং দারুণ মজার। আসুন ভিন্ন স্বাদের মজার এই খাবারটির রেসিপিটি জেনে নিই।
উপকরণ:
১টি খাসির মগজ
৪/৫ টা লং
২টি তেজপাতা
৮/১০ টি গোল মরিচ
১/২ চা চামচ হলুদ গুঁড়া
লবণ স্বাদমত
১/২ মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
১টি টমেটো কুচি
তেল
১ টেবিল চামচ দুধ
১ টেবিল চামচ আদারসূনের পেষ্ট
১ চা চামচ লাল মরিচের গুঁড়া
১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া
১ চা চামচ গরম মশলা গুঁড়া
১ টেবিল চামচ ধনে পাতা কুচি
পেয়াজের রিং সাজানোর জন্য
প্রণালি:
-প্রথমে মগজকে ভাল করে ধুয়ে ফেলুন। তারপর একটি ঝাঁজরি দিয়ে দিয়ে পানি ঝেরে ফেলুন।
-তারপর একটি পাত্রে পানি গরম করতে দিন এবং এতে মগজ দিয়ে দিন।
-এরসাথে লং, তেজপাতা, গোলমরিচ, এক চিমটি হলুদ গুঁড়া, লবণ দিন।
-তারপর এতে অল্প পরিমাণে দুধ যোগ করে দিন। দুধ দেওয়ার ফলে মগজের সব ময়লা পানির ওপর ভেসে উঠবে। তখন আপনি ময়লাগুলো উঠিয়ে ফেলে দিতে পারবেন।
-এভাবে ১০ থেকে ১৫ মিনিট মগজ সিদ্ধ করুন।
-আরেকটি প্যানে তেল গরম করতে দিন।
-তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে এতে আদা রসুনের পেষ্ট দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
-এরপর এতে টমেটো কুচি দিয়ে আবার নাড়ুন। নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
-তারপর এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে নাড়ুন। এতে সামান্য পানি দিয়ে আবার নাড়ুন।
-প্রয়োজনে আবার পানি দিন।
-মগজ সিদ্ধ হয়ে আসলে এটি নামিয়ে কুচি করে ফেলুন। সাবধানে কুচি করবেন যাতে কুচি করতে গিয়ে মগজ নষ্ট না হয়ে যায়।
-মশলার তেল ওপরে উঠে আসলে এতে মগজের কুচি দিয়ে দিন।

Continue Reading...
Food Image

কিমা পরোটা

পরোটা খাবারটি সবার বেশ পছন্দ। আর তা যদি হয় কিমা পরোটা, তবে তো আর কথা নেই। সকালের নাস্তায় হোক বা বিকেলের স্ন্যাকের আয়োজনে, সবসময় খাওয়া যায় এই কিমা পরোটা। রেস্তরাঁর মত মজাদার কিমা পরোটা এখন বাসায় বানিয়ে ফেলুন খুব সহজে। আসুন জেনে নিই কিমা পরোটার রেসিপি।
উপকরণ
ডো তৈরি করার জন্য লাগবে-
১ কাপ আটা বা ময়দা
১ চা চামচ তেল
লবণ
পানি
স্টাফিং এর জন্য লাগবে-
৫০০ গ্রাম বা আধা কেজি মাংসের কিমা
৩/৪ চা চামচ মরিচ গুঁড়া
১/২ গুচ্ছ ধনে পাতা কুচি
২টি কাঁচা মরিচ কুচি
১টি পেঁয়াজ কুচি
১টি ছোট টমেটো কুচি
১ চিমটি ধনিয়া গুঁড়া
১/২ চা চামচ গরম মশলা
৪-৬ চা চামচ আদা রসুন বাটা
লবণ স্বাদমত
১ চিমটি হলুদ গুঁড়া

প্রণালী
• -প্রথমে আটা বা ময়দা, তেল, লবণ, ও পানি দিয়ে দো তৈরি করে নিন। ডোটি আধা ঘন্টার জন্য রেখে দিন।
• -চুলায় ফাইপ্যানে তেল দিন।
• -তেলের মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, লবণ, কাঁচা মরিচ কুচি, আদা রসুনের পেষ্ট দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
• -তারপর এতে টমেটো কুচি দিয়ে দিন।
• -পেঁয়াজ, টমেটো নরম হয়ে আসলে এতে মাংসের কিমা দিয়ে দিন। কিছুক্ষণ কিমা রান্না করুন।
• -তারপর এতে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে রান্না করুন।
• -মাংসের পানি দিয়ে কিমা থেকে যে পানি বের হবে তা দিয়ে রান্না করুন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন।
• -কিমা রান্না হয়ে গেলে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিন।
• -এবার ডো দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন রুটির আটা যতটুকু নিবেন কিমার পরিমাণও ততটুকু নিবেন।
• -এবার রুটিটি অল্প করে বেলে নিন।
• -রুটির মাঝখানে কিমাটুকু উঁচু করে...

Continue Reading...
Food Image

পূজার পাতে দক্ষিণ ভারতীয় সাবুদানার খিচুড়ি

পূজায় লুচি-সবজির সাথে খিচুড়িটা বেশ ভাল জমে। চাল-ডালের খিচুড়ি তো সবসময়ই তৈরি করা হয়। এই পূজায় না হয় হয়ে যাক ভিন্ন স্বাদের কোন খাবার। দক্ষিণ ভারতে জনপ্রিয় একটি খাবার হল সাবুদানার খিচুড়ি। ভিন্ন স্বাদের এই খিচুরিটি সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন।
উপকরণ:
১/২ কাপ সাবুদানা
১ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া
১ চা চামচ জিরা
১/২ কাপ আলু সিদ্ধ
১/৪ কাপ ভাজা বাদাম গুঁড়া
১/২ কাপ ধনে পাতা কুচি
১ টেবিল চামচ চিনি

প্রণালী:
-প্রথমে সাবুদানা ভাল করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
-৩০ মিনিট পর সাবুদানার পানি ফেলে দিয়ে আঙুল দিয়ে অল্প পানি ছিটিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন।
-এই ভেজা সাবুদানা ২ সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।
-এরপর একটি প্যান চুলায় গরম করতে দিন।
-প্যান গরম হয়ে এলে এতে ঘি দিয়ে দিন।
-এরপর এতে জিরা, মরিচ গুঁড়া দিয়ে দিন। আপনি চাইলে কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন।
-এবার এতে আলু সিদ্ধ দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
-এরপর এতে সাবুদানা, ভাজা বাদাম গুঁড়া, লবণ, চিনি দিয়ে নাড়ুন।
-তারপর এটি ঢাকনা দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন।
-এরপর এতে ধনে পাতা কুচি দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন।
-ব্যস, তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার খিচুরি।

Continue Reading...
Food Image

ছোলা বুটের বিরিয়ানি

উপকরণ –
ছোলা বুট – ১ কাপ
পোলাও এর চাল / আতপ চাল – ১ কাপ
পেয়াজ কুচি – ১/২ কাপ
আদা + রসুন বাটা – ২ চা চামচ
হলুদ গুড়া – ১/২ চা চামচ
ধনে গুড়া – ১/২ চা চামচ
মরিচ গুড়া – ১/৪ চা চামচ
জিরা গুড়া – ১/৪ চা চামচ
গরম মশলা বাটা – ১/২ চা চামচ
কাচা মরিচ – কয়েকটা
আস্ত এলাচ দারুচিনি – কয়েকটা
তেল + ঘি – ১/৪ কাপ
লবন – স্বাদ মত
গরম পানি – পরিমান মত
প্রনালি – ছোলা কয়েক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে । ভাল করে ফুলে উঠলে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিতে হবে।
চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন।
প্যানে তেল গরম করে এলাচ দারুচিনি ফোড়ন দিয়ে পেয়াজ কুচি ভেজে লাল করে নিয়ে একে একে সব মশলা গুলি কষাতে হবে।
মশলা থেকে তেল বের হলে সিদ্ধ ছোলা, ধুয়ে রাখা চাল দিতে হবে।
২ – ৩ মিঃ কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিন।
৫ মিঃ পর জ্বাল কমিয়ে দিন।
৫- ৭ মিঃ পর দমে দিয়ে রাখুন আধা ঘন্টার জন্য।
এরপর নেড়ে চেড়ে ঘি দিয়ে নামিয়ে ফেলুন।
পরিবেশনের জন্য তৈরি আপনার নিজ হাতে বানানো ছোলা বুটের বিরিয়ানি।

Continue Reading...
Food Image

নিজের হাতেই তৈরি করুন খাঁটি কনডেন্সড মিল্ক

চায়ের সাথে তো বটেই, বিভিন্ন মিষ্টি খাবারেও ক্রিমি একটা স্বাদ আনতে আমরা হরহামেশাই ব্যবহার করে থাকি কনডেন্সড মিল্ক। কিন্তু বাজারে কেনা কনডেন্সড মিল্কের মাঝে কতটুকু দুধ আছে তা কে বলতে পারে? এসব পণ্যে যে ভেজাল থাকতে পারে তা বলাই বাহুল্য। তাই একদম খাঁটি দুধের কনডেন্সড মিল্ক তৈরি করে নিন বাড়িতেই। দরকার হবে মাত্র তিনটি উপকরণ আর বেশ কিছুটা ধৈর্য।
উপকরণ:
- ৫০০ মিলি দুধ
- এক কাপ চিনি
- এক চিমটি বেকিং সোডা
প্রণালী:
১) প্যানে যোগ করুন দুধ এবং চিনি। মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। এই রান্নাটিতে বেশ ধৈর্যের প্রয়োজন হয়। কারণ সর্বক্ষণ দুধের ওপর নজর রাখতে হয় এবং দুধটা যেন ফুটে বাইরে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হয়।
২) বেশি আঁচে দুধটা ফুটাতে থাকলে এটা ১৫ মিনিটের মাঝেই বেশ একটা লালচে রঙ হয়ে আসবে। মাঝারি আঁচে হলে ২০ মিনিটের কিছু বেশি লাগতে পারে।
৩) আরও ১৭-১৮ মিনিট পর লক্ষ্য করে দেখুন দুধটা ঘন হয়ে এসেছে এবং বেশ ফেনা ফেনা হয়ে বুদবুদ উঠছে।
৪) এ সময়ে চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু করবে এবং আপনি নাড়তে নাড়তেই টের পাবেন দুধের ঘনত্বে পরিবর্তন এসেছে। নাড়তে নাড়তেই কন্ডেন্সড মিল্কের মতো হয়ে আসবে দুধটা। চুলা নিভিয়ে দিন।
৫) এবার যোগ করুন বেকিং সোডা এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিন। হয়তো মনে হতে পারে বেকিং সোডা দেবার ফলে দুধটা পাতলা হয়ে গেছে এবং রঙ পাল্টে গেছে। কিন্তু ঠাণ্ডা হলেই তা ঠিক হয়ে যাবে। জোরে জোরে নেড়ে ঠাণ্ডা করে নিন।
ব্যাস তৈরি হয়ে গেলো একেবারে খাঁটি কন্ডেন্সড মিল্ক, আপনার নিজের হাতেই তৈরি! কেনা জিনিসের সাথে এর স্বাদের তুলনাই হয় না! ব্যবহার করুন সাথে সাথেই অথবা রেখে দিন ফ্রিজে।

Continue Reading...
Food Image

ফুলকপির মাঞ্চুরিয়ান

মাঞ্চুরিয়ান বলতে আমরা চিকেন বা বিফ মাঞ্চুরিয়ান বুঝি। ফুলকপি দিয়ে যে মজাদার মাঞ্চুরিয়ান তৈরি করা যায় তা কি আপনি জানেন? ফুলকপি দিয়ে আমরা সাধারণত ফুলকপি চপ, স্টাফাড ফুলকপি ইত্যাদি তৈরি করে থাকি। কিন্তু এই ফুলকপি দিয়ে মজাদার মাঞ্চুরিয়ান তৈরি করা সম্ভব। আসুন জেনে নিই পুরো রেসিপিটি।
উপকরণ:
১টি মাঝারি ফুলকপি
৪ টেবিল চামচ ময়দা
৪ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট
২ টেবিল চামচ সয়াসস
১ চা চামচ গোল মরিচের গুড়া
২ চা চামচ চিলি সস
২ টেবিল চামচ তেল
৩ টি পেয়াজ কুচি
২ চা চামচ আদা কুচি
২ চা চামচ রসুন কুচি
২-৩ টি কাঁচা মরিচ কুচি
২ টেবিল চামচ টমেটো কেচাপ
২ চা চামচ ভিনেগার
লবণ স্বাদমত
প্রণালী:
১। প্রথমে ফুলকপির সাথে ময়দা, কর্ণ ফ্লাওয়ার, সয়া সস, আদা রসুন পেস্ট, গোল মরিচের গুঁড়া, লবণ, চিলি সস এবং সামান্য পানি দিয়ে মাখিয়ে নিন।
২। এবার মাখানো ফুল কপিগুলো তেলে দিয়ে ভেজে ফেলুন।
৩। এবার একটি প্যানে তেল গরম করতে দিন।
৪। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৫। বাদামী রং হয়ে আসলে এতে সয়া সস, টমেটো কেচাপ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন।
৬। এরপর এতে পানি, কাঁচা মরিচ কুচি দিয়ে রান্না করুন।
৭। এবার একটি পাত্রে কর্ণ ফ্লাওয়ার, পানি মিশিয়ে ঘন করে নিন।
৮। কর্ণ ফ্লাওয়ারের মিক্সটি গ্রেভিতে দিয়ে দিন।
৯। এরপর ভিনেগার, ভাজা ফুলকপি , সামান্য চিনি দিয়ে রান্না করুন।
১০। কিছুক্ষণ পর নামিয়ে ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার ফুলকপি মাঞ্চুরিয়ান।

Continue Reading...
Food Image

চিকেন সাসলিক

রেস্টুরেন্টে গেলে যে খাবারটি ছোট-বড় সবাই অর্ডার করে থাকেন, তা হল চিকেন সাসলিক। পরোটা বা নান যেকোন কিছুর সাথে চিকেন সাসলিক খাবারটি ভাল মানিয়ে যায়। কিন্তু বাসায় তৈরি চিকেন সাসলিক অনেক ক্ষেত্রেই ঠিক যেন রেস্টুরেন্টের মত হয় না স্বাদে। তাহলে চলুন, রেস্টুরেন্টের মত চিকেন সাসলিক তৈরির "পারফেক্ট" রেসিপিটি জেনে নিই।
উপকরণ:
৫০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস ( কিউব করে কাটা)
২টি সবুজ ক্যাপসিকাম
৩টি পেঁয়াজ
৩টি টমেটো
১ চা চামচ আদা পেস্ট
১ চা চামচ রসুন পেস্ট
৩ টেবিল চামচ লেবুর রস
১ চা চামচ মরিচ গুঁড়া
১৫০ গ্রাম টক দই
১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
১ চা চামচ ভাজা জিরার গুঁড়া
১ চা চামচ ভাজা ধনে গুঁড়া
১ চা চামচ চ্যাট মশলা
১/২ চা চামচ কাসরি মেথি
৫০ গ্রাম ক্রিম
৩ টেবিল চামচ ময়দা
২ টেবিল চামচ তেল
লবণ স্বাদমত
প্রণালী:
১। প্রথমে মুরগির মাংসের সাথে লেবুর রস, আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, গোল মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, চ্যাট মশলা, টক দই দিয়ে খুব ভাল করে মেশান।
২। মেশানো হয়ে গেলে ১ ঘন্টা মেরিনেট করার জন্য রেখে দিন।
৩। এখন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো চারকোনা করে কাটুন।
৪। এরপর সবজিগুলো মেরিনেইট করা মুরগির মাংসের সাথে মিশিয়ে রাখুন ১০ মিনিট।
৫। এখন সাসলিক কাঠির মধ্যে মাংস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এক এক করে ঢুকিয়ে রাখুন।
৬। আপনি যদি কাঠের কাঠি ব্যবহার করেন তবে কাঠিগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে কাঠি পুড়ে যাবে না।
৭। এবার গ্রিল প্যান বা তন্দুরি প্যানে কাঠি গুলো দিয়ে দিন।
৮। ঢাকনা দিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন।
৯। ব্যস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের চিকেন সাসলিক।
১০। গ্রিল প্যানের...

Continue Reading...