Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

ভ্রমণকালীন সময় ছবি তোলার ৭ টি পরামর্শ



যারা ভ্রমণ করেন তারা তাদের স্মৃতিগুলো তুলে রাখতে চান। সেক্ষেত্রে ভ্রমণকারীরা প্রায়ই ক্যামেরা ব্যবহার করেন নয়ত অন্যের ক্যমেরায় নিজের স্মৃতিকে ধরে রাখতে চান। যারা ক্যমেরা ব্যবহার করেন তারা চান নিজের ভ্রমণের বাইরেও কিছু দুর্লভ মুহূর্ত তুলে রাখতে। ক্যমেরা যেরকমই হোক না কেন যদি কিছু বিষয় খেয়াল রাখা যায় তাহলে আপনিও পেতে পারেন নিজের পাশাপাশি ভ্রমণ এলাকা বা মুহূর্তের কিছু ছবি।

বিখ্যাত বা ঐতিহাসিক স্থানের ছবি

ঐতিহাসিক কোন বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করুন। সেই স্থানের ছবি তুলুন। সব ক্ষেত্রে সব স্থানের অনুমতি নাও পেতে পারেন। সে ক্ষেত্রে বিধি নিষেধ আছে কিনা জেনে নিন। আপনার পরিচিত পুরোনো ফটোগ্রাফারদের সাথে পরামর্শ করে নিন। ঐতিহাসিক স্থাপনা বা স্থানের পূর্ণ ছবি নিন। ছবির ফ্রেমটিকে এমন ভাবে নির্বাচন করুন যাতে পুরো স্থানটি আপনার ছবিতে চলে আসে। ভিন্ন জাতী গোষ্টীর সাথে ছবি তোলার আগে তাদের সাথে পরামর্শ করে নিন। কেউ কেউ হয়ত বিষয়টিকে অপছন্দ করতে পারে। প্রয়োজনে তাদের প্রধানের অনুমতি নিয়ে নিন।

পর্যাপ্ত আলোর ব্যবহার

ঐতিহাসিক কোন অবস্থান বা কোন পোড়া কীর্তির ছবি তুলতে উজ্জ্বল আলো ব্যবহার করুন। যত সম্ভব কাছ থেকে ছবি তুলুন। পর্যাপ্ত আলো না থাকলে ক্যমেরার ফ্লাশ ব্যবহার করুন।

সকাল কিংবা বিকেলে ছবি তুলুন

দুপুরের আলোতে ছবি ভালো আসেনা। অনেক সময় সুর্য মাথার উপরে থাকায় স্থাপনার ছায়া নিজের উপরে পড়ে। সেক্ষেত্রে সকালে অথবা বিকেলের আলো সবচেয়ে উত্তম। এছাড়া চাঁদের আলোতে ঐতিহাসিক স্থাপনার ছবি ভালো আসে।

দৃষ্টি ভঙ্গি বদলান

আমরা সাধারণত কারো তোলা ছবি দেখেই উক্ত স্থানের প্রতি আগ্রহী হই। সেক্ষেত্রে আপনিও যদি পুনরায় একই ছবি তুলেন তাহলে নতুনত্ব আসলো না। অন্যের ছবি দেখে একই ফ্রেমে ছবি তুলবেন না। আপনি আপনার পছন্দ মত স্থান নির্বাচন করুন। আপনি আপনার এংগেল থেকে ছবি তুলুন। মনে রাখবেন আপনার ছবি যদি অন্যের মত হয়ে যায় তাহলে আপনার নতুন করে একই ছবি তোলার কোন যুক্তি নেই।

বিষয় নির্বাচন

অনেকেই ছবি তোলার বিষয় নিয়ে চিন্তিত থাকেন। আসলে ব্যক্তি বিশেষে একই জিনিস ভিন্ন ভিন্ন হয়ে ধরা দেয়। চারিদিকে ভালো ভাবে খেয়াল করুন। আপনি সুক্ষ্ণ দৃষ্টিতে পথের পাশে ফুটে থাকা নাম না জানা বনফুলের মাথায় লেগে থাকা এক ফোটা কুয়াশা বিন্দু থেকেও একটি অসাধারণ ছবি সৃষ্টি হতে পারে।

সাধারণ জায়গা নির্বাচন

আমাদের আশে পাশে এমন অনেক জায়গা আছে সেখানে সাধারণত ফটোগ্রাফার বা টুরিস্টরা যান না। এইরকম জায়গা পছন্দ করুন। যেখানে ছবি তোলার জন্য লোকজন বেশী বেশী যায় সে স্থান থেকে আপনি নতুনত্ব নাও পেতে পারেন।

রাতের ছবি

প্রতিটির স্থানেরই দিনের আলো ও রাতের আঁধারের দেখায় ভিন্নতা আছে। রাতের ছবি তোলা শিখুন। দেখবেন আপনার সংগ্রহে রাখার মত কিছু অসাধারণ ছবি পেয়ে গেছেন।