Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

জাফরান-আম লাচ্ছি

শরবত শরীরের পানির চাহিদা পূরণ করে একইসঙ্গে মনে প্রশান্তি এনে দেয়। কিন্তু ইফতারে প্রতিদিন একই শরবত খেতে কার ভালো লাগে। শরবতের স্বাদের ভিন্নতা আনতে ঘরে বানিয়ে নিন ঠাণ্ডা ঠাণ্ডা জাফরান আম লাচ্ছি ও জাফরানি শরবত। ঠাণ্ডা ঠাণ্ডা শরবত শরীর ঠাণ্ডা রাখার পাশাপাশি নিমিষে মনকে চাঙ্গা করে তোলবে।
জাফরান-আম লাচ্ছি

যা লাগবে (৪ কাপের জন্য ):
১ কাপ ব্লেন্ড করা আম, ২ কাপ মিষ্টি দই, ১ কাপ দুধ, ১ চিমটি জাফরানের ডাল, চিনি প্রয়োজনমত।
যেভাবে তৈরি করবেন:
জাফরানের ডাল গরম দুধের মধ্যে ২ ঘন্টা ভিজিয়ে রাখুন। জাফরান বাদে সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করুন । এরপর জাফরান দিয়ে ব্লেন্ড করুন যতক্ষণ ভাল করে সব উপাদান না মিশে । সবশেষে মিশ্রণটি ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করুন ।
জাফরানি শরবত
যা লাগবে:
দুধ ১/২ লিটার, জাফরান ১/২ চা চামচ, পেস্তা কুচি ১/২ টেবিল চামচ, আমন্ড বাদাম কুচি ১/২ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, গোলাপ জল ১/২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন:
দুধ, গোলাপ জল, জাফরান ও চিনি এক সঙ্গে চুলায় দিন, ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাকি উপকরণ মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ভ্যানিলা আইসক্রিম

উপকরণঃ
• ভ্যানিলা ফ্লেভার,
• দুধ,
• চিনি,
• তাজা ক্রি,
• কর্ণ ফ্লাওয়ার।
প্রণালীঃ
*পরিমাণ মতো সব উপকরণ নিন।
*তারপর দুধ ফুটিয়ে নিন।
*এবার নিজের স্বাদ অনুযায়ী চিনি ও কর্ণ ফ্লাওয়ার মেশান। পাঁচ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করুন।
*এবার ফ্রেশ ক্রিম এবং ভ্যানিলা নির্যাস/এসেন্স যোগ করুন। যদি পছন্দমত রং যোগ করতে চান, তাও করতে পারেন।
*এবার একটি এয়ার টাইট ফুড গ্রেড বক্সের/কন্টেইনারে মধ্যে মিশ্রণটি ঢেলে ফ্রীজে জমতে দিন।
*ব্লেন্ড করার মত শক্ত থাকা অবস্থায় মিশ্রটি বের করে নিন। মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
*ব্লেন্ড করা হলে আবারও কন্টেইনারে করে ফ্রিজে রাখুন।
...জমে গেলে আইসক্রিমের স্কুপের উপরে একটু চকলেট সিরাপ দিয়ে তার উপর কিছু মজাদার জেমসের টুকরো ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

পান আইসক্রিম

উপকরণঃ 
• পান পাতা,
• দুধ,
• চিনি,
• ফ্রেশ ক্রিম,
• কর্ণ ফ্লাওয়ার,
• শুকনো খেজুর,
• ছোটো এলাচ দানার গুড়া।
প্রণালীঃ
*প্রথমে পরিমাণ মতো উপকরণ নিন।
*এবার পান পাতা ভাল করে ধুয়ে মিক্সচারে দিয়ে জুস বের করে নিন।
*এবার এই জুসের সাথে যোগ করুন শুকনো খেজুর আর ছোটো এলাচ গুঁড়া পাউডার।
*এবার দুধ ফুটিয়ে তার সাথে চিনি ও কর্ণ ফ্লাওয়ার যোগ করে ঠাণ্ডা হতে দিন।
*ঠাণ্ডা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পানের জুস এর মিশ্রণ এর সাথে যোগ করুন।
*এরপর মিশ্রণটি ফ্রীজে জমান। কিছুটা জমে এলে বের করে ব্লেন্ড করে আবার ও জমতে দিন।
...ভালোভাবে জমে এলে নিজের মত সাজিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

স্ট্রবেরি আইসক্রীম

উপকরণঃ
• স্ট্রবেরি পিউরি,
• দুধ,
• চিনি,
• ফ্রেশ ক্রিম,
• কর্ণ ফ্লাওয়ার।
প্রণালীঃ
*প্রয়োজন অনুসারে সব উপকরণ নিন।
*এবার পাঁচ মিনিট দুধ জ্বাল দিয়ে এতে চিনি ও কর্ণ ফ্লাওয়ার যুক্ত করুন।
*মিশ্রণটি ঠাণ্ডা করে ক্রিম এবং স্ট্রবেরি পিউরি যোগ করুন। সামান্য রঙও দিতে পারেন।
*এরপর মিশ্রণটি ফ্রীজারে জমান। কিছুটা জমে এলে বের করে ব্লেন্ড করে আবার ও জমতে দিন।
*পুরোপুরি জমে এলে কিছু স্ট্রবেরি টুকরো করে উপরে সাজিয়ে পরিবেশিন করুন ।

Continue Reading...
Food Image

চকলেট আইসক্রিম

উপকরণঃ
• দুধ,
• চিনি,
• গ্রেটেড চকলেট (grated),
• তাজা ক্রিম,
• কর্ণ ফ্লাওয়ার,
• ভ্যানিলা নির্যাস।
প্রণালীঃ
*প্রথমে সব উপকরণ পরিমাণ মত নিন।
*তারপর ফোটানো দুধে চকলেট মিশিয়ে নিয়ে জ্বাল দিয়ে চকলেট সস তৈরি করুন।
*এবার অন্য পাত্রে দুধ, চিনি এবং কর্ণ ফ্লাওয়ার যোগ এর সাথে তৈরি করে রাখা সস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
*মিশ্রণটি ঠাণ্ডা করে নিন।
*এরপর ক্রিম এবং ভ্যানিলা নির্যাস মিশান।
*কিছু সময়ের জন্য মিশ্রণটি জমিয়ে বের করে দুই ভাগ করে প্রতি ভাগ আলাদা ভাবে ব্লেন্ড করুন।
*আবার ব্লেন্ড করা মিশ্রণটি ৬-৮ ঘন্টার জমতে দিন।
...পুরোপুরি জমে এলে উপরে কিছু চকলেট বা পছন্দ মত টপিং যোগ করে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ইলিশ কাবাব

উপকরণঃ
• ইলিশ মাছ,
• পেঁয়াজ কুচি,
• পাউরুটি,
• টোস্ট বিস্কিটের গুঁড়া,
• ধনেপাতা কুচি,
• কাঁচামরিচের কুচি,
• ডিম,
• লবণ।
প্রণালীঃ
*সব উপকরণ আপনার প্রয়োজন মতো নিন।
*এখন প্রথমেই ইলিশ মাছটি সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে পানিতে সেদ্ধ করতে হবে যেন পানিও শুকিয়ে যায় এবং মাছটাও সেদ্ধ হয়।
*এরপর মাথা, লেজের অংশ ও পাখনার অংশটুকু কেটে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখুন। এরপর মাছের পেটের ভেতরটা পরিষ্কার করে, মাছের কাঁটা বেছে নিন।
*এরপর পাউরুটির টুকরো, ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে মাছটিকে ভর্তা বানান।
*এরপর পানিতে ভিজিয়ে নিয়ে সেই পানি আবার নিংড়ে ফেলে দিন।
*এরপর টোস্ট বিস্কিটের গুঁড়া সেই মাখানো অংশে ছড়িয়ে দিন।
*এবার একটু বাটার অয়েল একটি ট্রেতে মেখে নিতে হবে। এরপর মাখানো মাছের কিমা দিয়ে আবার মাছের আকৃতি তৈরি করে নিন। তারপর মাছের মাথা ও লেজটুকু যথাস্থানে বসিয়ে দিন।
*এরপর মাইক্রোওভেনে ২০ মিনিট বেক করে তৈরি করে নিন ইলিশ কাবাব।

Continue Reading...
Food Image

বিফ চপ

উপকরণঃ
• গরুর মাংস- আধা কেজি,
• জর্দার রঙ- সামান্য,
• টক দই- ২ টেবিল চামচ,
• সয়াবিন তেল- আধা কাপ,
• সরিষার তেল- আধা কাপ,
• জিরা বাটা- ১ চা চামচ,
• মরিচ গুঁড়া- ১ চা চামচ,
• আদা বাটা- ১ টেবিল চামচ,
• রসুন বাটা- ১ টেবিল চামচ,
• পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ,
• কাবাব মশলা- ১ টেবিল চামচ,
• লবণ- স্বাদ মতো।
প্রণালীঃ
*প্রথমে গরুর মাংস মাঝারি আকারের পুরু করে স্লাইস করে নিয়ে একটি মাংস ছেঁচার হাতুরি দিয়ে ভালো করে মাংস ছেঁচে নিন। গরুর মাংসের আকৃতি একটু বড় হলে ভালো হয়।
*এরপর টক দই, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাবার মশলা, স্বাদ মতো লবণ, জিরা বাটা, জর্দার রঙ ও সরিষার তেল দিয়ে মাংস খুব ভালো করে মেখে ৩/৪ ঘণ্টা রেখে দিন।
*মশলা মাংসের সাথে ভালো করে মেখে গেলে ৩/৪ ঘণ্টা পড়ে একটি পুরু লোহার তাওয়ায় মাঝারি আঁচে চুলোয় গরম হতে দিন।
*তাওয়া গরম হলে এতে সয়াবিন তেল ঢালুন (যারা সরিষার তেল পছন্দ করেন তারা সরিষার তেল দিতে পারেন)। তেল গরম হলে এতে গরুর মাংসের স্লাইস দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন।
*মাংস ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
...লুচি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

শুকনো বরই আচার

উপকরণঃ
• শুকনা বরই- ৪০০ গ্রাম,
• লবণ- পরিমাণমতো,
• লাল মরিচ গুঁড়া- পরিমাণমতো,
• চিনি- পরিমাণমতো,
• পানি- পরিমাণমতো।
প্রণালীঃ
*বরই ভালো করে ধুয়ে ৩/৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ‌এতে করে বরইয়ের চামড়া পানিতে ভিজে বেশ নরম হয়ে যাবে।
*এবার চুলা জ্বালিয়ে একটা হাড়িতে দুই কাপ পানি দিয়ে তাতে বরইগুলো ঢেলে দিন।
*এবার পরিমানমতো লবণ ও লাল মরিচ গুঁড়া দিয়ে মাঝে মাঝে নেড়ে দিন।
*বরইগুলো গলে গেলে এর মধ্যে পরিমাণমতো চিনি দিন।
*এরপর নাড়তে থাকুন। মাখা মাখা হয়ে আসলে নামিয়ে বাটি বা কৌটায় ঢেলে নিন।
...ব্যস, তৈরি হয়ে গেল মজাদার বরই আচার। এবার নিজের পছন্দমতো পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

প্যান কেক

উপকরণঃ
• ডিম- ২ টি,
• ময়দা- দেড় কাপ,
• চিনি- স্বাদমত,
• দুধ- ১ কাপ,
• বেকিং পাউডার- সামান্য,
• এলাচ গুঁড়ো- সামান্য।
প্রণালীঃ
*প্রথমে ডিম ও চিনি ভালভাবে ফেটিয়ে নিন।
*এবার ময়দা, বেকিং পাউডার, দুধ ও এলাচ গুঁড়া ভালভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। (বেশি ঘন বা পাতলা করে ফেলবেন না।)
*এবার প্যানে সামান্য তেল গরম দিন।
*তেল গরম হয়ে এলে এতে প্যান কেকের আকারে মিশ্রণটি ঢেলে দিন।
*কিছুক্ষণ পর উল্টে দিন।
*হয়ে এলে নামিয়ে উপরে মধু বা সিরাপ, পছন্দমতো ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন।

Continue Reading...