Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

ঘরোয়া উপায়ে রসমালাই

উপকরণঃ 
• ডিম– ১টি,
• বেকিং পাউডার– ১ চা চামচ,
• গুঁড়ো দুধ– ১ কাপ,
• ময়দা– ১ চা চামচ,
• তরল দুধ– ১ লিটার,
• চিনি– স্বাদমত,
• এলাচ দানা গুঁড়ো করা– ১ টি,
• ভ্যানিলা এসেন্স বা গোলাপজল– ১/২ চা চামচ,
• পেস্তা বাদাম কুচি- পরিমাণ মত।
প্রণালীঃ
*একটি বড় পাত্রে চিনি আর তরল দুধ মিশিয়ে ফুটাতে দিন কিছুক্ষণ পর এলাচ গুঁড়ো দিয়ে আচঁ খুব কম রাখুন।
*এবার আরেকটি পাত্রে গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন।
*ডিমটি ফেটিয়ে দুধ, ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণে মেশান ভালোভাবে।
*তারপর গোলাপজল দিয়ে একসাথে সুন্দর করে মিশিয়ে খামির বানান, খুব বেশি মাখবেন না, সব মিশে গেলেই হলো। (প্রথমে খামিরটা হাতের সাথে আটকে আটকে যাবে আঠালো হয় কিন্তু ৩/৪ মিনিট রেখে দিলেই দেখবেন সুন্দর খামির হয়ে গেছে, হাতের সাথে আর আটকাচ্ছে না।)
*এবার খামির থেকে ছোট ছোট বল বানান। (বেশি বড় বানাবেন না, মার্বেলের মতো বড় বানালেই দেখবেন দুধে দেবার পর বলগুলো ফুলে দ্বিগুন হয়ে যাচ্ছে তাই ছোট বল বানান।)
*এতোক্ষনে চুলায় দুধ ফুটে গিয়েছে, এই বল গুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে ছেড়ে দিন। চামচ বা কিছু দিয়ে নাড়বেন না, ফুটতে দিন আরো কয়েক মিনিট। দেখবেন বলগুলো ফুলে উঠেছে। আচঁ আরো কমিয়ে সর্বনিন্ম আচেঁ রাখুন।
*দশ মিনিট এভাবে কম আচেঁ রান্না করুন, মাঝে মাঝে পাত্রটি সাবধানে ধরে ঝাকিয়ে দিন, যাতে তলায় ধরে না যায়।
*দশ মিনিট পরে একটি মিষ্টি তুলে দেখুন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। বেশি কাচাঁ থাকলে কম আচেঁ আরো কিছুক্ষন রান্না করূন, যদি সামান্য একটু কাচাঁভাব থাকে মিষ্টির ভিতরে তাহলে চুলা নিভিয়ে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিন, ভেতরের তাপেই আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। (মালাই আরেকটু ঘন করতে চাইলে আরো কিছুক্ষন কম...

Continue Reading...
Food Image

ঘরোয়া উপায়ে পনির বা চীজ

উপকরণঃ
• গরুর খাঁটি দুধ- ৮কাপ,
• লেবুর রস- ১/৪ টেবিল চামচ,
• লবণ- ১ চা চামচ (মিহি গুঁড়ো),
• পাতলা সুতি কাপড়।
প্রণালীঃ
*একটি বড় পাত্রে মাঝারী আঁচে দুধ জ্বাল দিন। জ্বাল দেয়ার সময় ক্রমাগত নাড়তে হবে না হলে দুধ পুড়ে যেতে পারে।
*লেবুর রস দিয়ে দিন এবং চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকুন। প্রায় সাথে সাথেই দেখবেন দুধ কিছুটা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে (দুধে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আরো কিছু লেবুর রস দিন এবং চুলার আঁচ বাড়িয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন)।
*দুধ ছানা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন এবং পাতলা সুতি কাপড়ে ঢেলে ঠান্ডা পানি ঢেলে ছানাগুলোকে ধুয়ে ফেলুন যেন লেবুর রস ধুয়ে যায়।
*এরপর লবণ যোগ করুন আপনার স্বাদমত। (তবে খুব বেশি দেবেন না, কেননা পড়ে আবার দিতে হবে।)
*লবণ দিয়ে ছানাকে মাখিয়ে ছানা সহ কাপড়টিকে খুব শক্ত করে প্যাচ দিয়ে চিপে নিন যেন সব পানি বের হয়ে যায়।
*এরপর একটি বাঁশের বা প্লাস্টিকের ঝুড়িতে ছানা ঢেলে চেপে চেপে বসান ও ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখুন যেন সব পানি ঝরে যায়।
*সব পানি ঝরে গেলে ৪/৫ ঘণ্টা পর পনিরের বলটিকে ঝুড়ি থেকে বের করে ঠাণ্ডা কোনো স্থান বা ফ্রিজে রেখে দিন।
*এরপর কয়েক ঘণ্টা পর পনিরটি বেশ জমে গেলে ঝুড়ি থেকে বের করে নিয়ে এর গায়ে কাঠি দিয়ে কিছু ছিদ্র করে নিন। তারপর পনিরের সম্পূর্ণ শরীরে ভালো করে লবণ মাখিয়ে আবার ঝুড়িতে ভরে ফেলুন। এখন একটি ঠাণ্ডা স্থানে রেখে দিন ঝুড়ি সহ। লবণ বেশি খেতে চাইলে পরপর কয়েকদিন এভাবে লবণ মাখান ও উল্টে পাল্টে দিন পনিরকে। (লবণের প্রলেপ পনিরে ফাঙ্গাস জমা থেকে রক্ষা করবে। লবণ দিয়ে মাখিয়ে ফ্রিজেও...

Continue Reading...
Food Image

সন্দেশ

উপকরণঃ 
• গুঁড়া দুধ- ১.৫ কাপ,
• কনডেন্স মিল্ক- ১ টিন,
• বাটার- ৮ চা চামচ,
• ছোট এলাচ- ৪ টি,
• বাদাম ও কিশমিস- পরিমাণ মত।
প্রনালীঃ
*ননস্টীক প্যানে বাটার গলিয়ে কনডেন্সড মিল্ক ও গুঁড়া দুধ ভালো করে মেশাতে হবে।
*হালকা আচে ঘন ঘন নাড়তে হবে, যতক্ষন না ঘন পেস্ট এর আকার ধারন করে।
*ঘন হয়ে এলে ছোট এলাচ এর গুঁড়ো দিতে হবে এবং ভালো করে মেশাতে হবে।
*এরপর চুলার জ্বাল বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষন রেখে দিন।
*ঠান্ডা হলে গোল গোল করে সন্দেশ আকারে বানিয়ে উপরে কিশমিস
দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। (নিজের পছন্দমত সেপেও কেটে পারেন।)

Continue Reading...
Food Image

ঘরোয়া উপায়ে “বাটার কুকিজ”

উপকরণঃ
• ময়দা-৩ কাপ,
• লবন-১/২ চা চামচ,
• বেকিং সোডা-১ চা চামচ,
• বাটার গলানো-১ কাপ,
• চিনি-১ কাপ,
• ডিম-২ টি,
• ভ্যানিলা ফ্লেভার-১ চা চামচ,
• চেরী, কিসমিস, পেস্তা বাদাম/কাজু বাদাম/চীনাবাদাম (কুচি)-পরিমান মত।
প্রণালীঃ
*ময়দা, লবন ও বেকিং সোডা ভালোভাবে কয়েকবার চেলে নিন। এতে করে মিহি গুঁড়ো পাবেন।
*বাটার ও চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর বাটার ও চিনির মিশ্রণে ভ্যানিলা ফ্লেভার দিয়ে আরো ভালো করে মিশিয়ে নিন।
*এরপর এতে ময়দার মিশ্রণটি দিয়ে দিন। ও ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না এটি একটি নরম খামিরের মত হয়।
*তারপর খামিরটিকে দুই ভাগে ভাগ করে প্ল্যাস্টিক দিয়ে পেঁচিয়ে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ১ ঘন্টা পর খমিরটি ফ্রিজ থেকে বের করে রোল করতে থাকুন যতক্ষণ না এর আঠালো ভাব দূর হয়।
*আঠালো ভাব দূর হলে রুটি বেলার মত করে ১ সেঃ মিঃ পুরু করে এই খামির দিয়ে রুটি বেলে নিন।
*রুটিগুলো কুকি কাটার দিয়ে কেটে কুকির আকার দিন। চাইলে হাত দিয়েও শেপ করে দিতে পারেন।
*বাদাম, চেরী, কিসমিস (কুচি) কুকিগুলোর ওপর সাজিয়ে দিন।
*এবার কুকি গুলোকে একটি বেকিং শিটের উপর সারি করে একটু দূরে দূরে সাজিয়ে ফ্রিজে রেখেদিন ১৫ মিনিট। (এতে করে আপনার কুকির আকার ঠিক থাকবে। চারদিকে ছড়িয়ে পরবে না।)
*এখন ইলেকট্রিক ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করে নিন।
*প্রি হিট ওভেনে ঠাণ্ডা কুকিগুলো দিয়ে বেক করুন ৮-১০ মিনিট (কুকির সাইজের জন্য কম বেশি সময় লাগতে পারে)।
*কুকির কিনারগুলো বাদামী হয়ে এলে কুকি ওভেন থেকে বের করে ফেলুন।
*ওভেন থেকে বের করে বেকিং শিটের ওপরেই ঠাণ্ডা হওয়ার সময় দিন।
*ঠাণ্ডা হয়ে এলে বেকিং শিট হতে তুলে বয়ামে ভরে রেখে সংরক্ষণ করতে পারেন বেশ কিছু...

Continue Reading...
Food Image

গার্লিক বল

উপকরণঃ
• ময়দা- ১ কাপ,
• হালকা গরম পানি- ১/৩ কাপ,
• ইস্ট- ১/৪ চা চামচ,
• লবণ- পরিমাণ মত,
• চিনি- ১/২ চা চামচ,
• তেল- ২ টেবিল চামচ,
• রসুন কোয়া (মিহি করে কুচি করা)- ১০ টি,
• গলানো বাটার- ২ টেবিল চামচ,
• মিক্সড হার্ব (পার্সলে, বেসিল, অরিগানো, রোজমেরি ইত্যাদি)- ১ চা চামচ।
প্রণালীঃ
*হালকা গরম পানিতে ইস্ট দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট।
*ময়দা, এক চিমটি লবণ, চিনি, তেল সব একসাথে মেশান।
*এবার ইস্ট মেশানো হালকা গরম পানি অল্প অল্প করে ময়দায় মেশাতে থাকুন। খুব স্টিকি একটা ডো হবে।
*এরপর ভেজা কাপড় দিয়ে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন গরম কোনো জায়গায়।
*এখন রসুন কোয়া কুচি, গলানো বাটার, লবণ এক চিমটি, মিক্সড হার্ব সবগুলো একসাথে মিশিয়ে রেখে দিন।
*এবার ডো কে সমান চার ভাগে ভাগ করুন। এক এক ভাগ একটু লম্বা করে হাত দিয়ে বেলে সেখান থেকে ছোট করে কেটে গোল গোল বল বানিয়ে নিন। মার্বেলের চেয়ে একটু বড় হবে। বেকিং শিটের উপরে রাখুন বল গুলো।
*এখন বল গুলোর উপর গার্লিক সস এর মিশ্রণ থেকে ১/২ চা চামচের কম করে নিয়ে উপরে সাজিয়ে দিন।
*ওভেন প্রি হিট করুন ১৮০ ডিগ্রীতে ১৫ মিনিট।
*বলগুলো ১৭ /২০ মিনিট বেক করুন।
...মেয়নেজ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

নুডুলস কিমা অমলেট

উপকরণঃ 
• মাংসের কিমা- ২৫০ গ্রাম,
• নুডুলস- ১ প্যাকেট,
• পেঁয়াজ কুঁচি- ২ টি,
• ডিম- ৬ টি,
• কাঁচামরিচ কুঁচি- ২ টি,
• গোলমরিচ গুড়ো- সামান্য,
• তেল- পরিমাণ মত,
• লবণ- স্বাদমত।
প্রনালীঃ
*কিমা সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন।
*এবার নুডুলস সেদ্ধ করে পানি ঝড়িয়ে নিন।
*এখন একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে, এতে পেঁয়াজ কুঁচি দিয়ে নুডুলসের মশলা দিয়ে নেড়ে দিন।
*এরপর এতে কিমা দিয়ে ভেজে নিয়ে, কাঁচা মরিচ কুচি দিয়ে দিন।
*তারপর সেদ্ধ নুডুলস দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন।
*এখন একটি পাত্রে ডিম নিয়ে এতে লবণ এবং গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
*এবার একটি ননস্টিক প্যানে তেল গরম করে এতে অমলেট ভাজার মত ডিম দিয়ে দিন।
*তারপর ডিমের ওপরে অর্ধেক পাশে কিমা এবং নুডুলসের পুর দিয়ে বাকি ডিমের অর্ধেক পাশ ভাঁজ করে দিন।
...ভালো করে ভাজা হলে নামিয়ে সস বা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

মিষ্টি কুমড়ার স্যুপ

উপকরণঃ
• মিষ্টিকুমড়া টুকরো করে কাটা- ২৫০ গ্রাম,
• মাখন- ১ টেবিল চামচ,
• গাজর মাঝারি আকারের- ১টি,
• পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ,
• রসুন কুচি- ১/২ চা চামচ,
• লেমন গ্রাস- ২ টুকরা,
• চিকেন স্টক- ২ কাপ,
• খোসা ছাড়ানো চিংড়ি/ চিকেন কুচি- ৩ টেবিল চামচ,
• গোল মরিচ গুড়া- ১/৪ চা চামচ,
• টেস্টিং সল্ট- ১/২ চা চামচ,
• লবণ- পরিমাণমতো,
• বাদাম ও পুদিনা বা ধনে পাতা কুচি- পরিমানমতো,
• ক্রিম- ২ টেবিল চামচ।
প্রণালীঃ
*প্রথমে একটি কড়াইয়ে মাখন দিয়ে মিষ্টি কুমড়াগুলো কয়েক মিনিট নাড়ুন ।
*এরপর এতে টুকরো করা গাজর, লবন ও গোলমরিচের গুড়ো দিয়ে ৫ মিনিটের মত নাড়ুন।
*কুমড়ো ও গাজর দিয়ে পানি ছাড়তে শুরু করলে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা গুড়া ও চিংড়ি বা চিকেন কুচির অর্ধেক দিয়ে দিন।
*এবার এতে চিকেন স্টক ঢেলে মৃদু আঁচে আরো ৫ মিনিট রাখুন।
*এরপর মিশ্রণটি ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
*এবার একটি প্যানে অল্প তেলে বাকি অর্ধেক চিংড়ি বা চিকেন কুচি এক মিনিটের মতো ভেজে তুলে রাখুন।
*এরপর এতে ব্লেন্ড করা সবজি ঢেলে দিন।
*তারপর এতে লেমন গ্রাস ও টেস্টিং সল্ট দিয়ে অনবরত নাড়তে থাকুন।
*দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে উপরে ক্রিম, বাদাম কুচি, ধনে পাতা কুচি ও ভাঁজা চিংড়ি বা চিকেনগুলো দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ব্রেড পাকোরা

উপকরণঃ
• পাউরুটি- ৬ পিস,
• তেল- পরিমাণ মতো,
• আলু মাঝারি আকারের- ২ টি,
• মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো- পরিমাণ মতো,
• লবণ- স্বাদ মতো,
• বেসন- ৩/৪ কাপ,
• পানি- পরিমাণ মতো।
প্রণালীঃ
*একটি পাত্রে বেসন নিয়ে এতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। বেসনের মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন হবে না। এরপর পাত্রটি ঢেকে আলাদা একটি স্থানে ২০-১৫ মিনিট রেখে দিন।
*আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটি বাটিতে পিষে নিন খুব ভালো করে। লক্ষ্য রাখবেন আলুতে যেন গোটা গোটা না থাকে।
*এরপর আলুতে মরিচ গুঁড়ো বা মরিচ কুঁচি, জিরা, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
*এবার পাউরুটিগুলোর চারপাশ থেকে শক্ত অংশ কেটে নিয়ে, একটি পাউরুটির ওপর আলুর পুর ভালো করে ছড়িয়ে দিয়ে অন্য একটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। এরপর একে স্যান্ডউইচের মতো কোণাকোণি করে কেটে নিন।
*চুলোয় একটি পাত্রে মাঝারি আঁচে তেল গরম হতে দিন। তেল গরম হয়ে এলে পুর ভরা পাউরুটি বেসনের মিশ্রণে চুবিয়ে তেলে দিয়ে দিন।
*লালচে ভাজা হয়ে এলে নামিয়ে সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

তিল চিংড়ি

উপকরণঃ
• চিংড়ি- ১/২ কাপ,
• সয়া সস- ১ চা চামচ,
• টমেটো সস- ১ চা চামচ,
• চিলি সস- ১ চা চামচ,
• লবণ- পরিমাণ মতো,
• লেবুর রস- ১ চা চামচ,
• ডিম- ১টি,
• তেল- পরিমাণ মতো।
প্রণালীঃ
*চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিন।
*এবার ছুরি দিয়ে আলতো ভাবে চিংড়িগুলো একটু চিড়ে দিন, খেয়াল রাখবেন যেন মাছ নরম হয়ে না যায়।
*এবার একে একে সয়া সস, লেবুর রস, চিলি সস, টমেটো সস, লবণ দিয়ে ভালোভাবে মেখে ২০/৩০ মিনিটের জন্য মেরিনেট করে রাখুন।
*পরিমাণ মতো লবন দিয়ে ডিম ফেটে নিন।
*এবার অন্য প্লেটে কিছু তিল নিন।
*এখন চিংড়িগুলো একটা একটা করে ডিমে চুবিয়ে তিলে গড়িয়ে তুলে নিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।
*ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে মিডিয়াম আঁচে চিংড়িগুলো ভেজে তুলে নিন। (খুব সাবধানে ভাজবেন, তিল ফুটে মুখে লাগতে পারে। আর তিল যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন কারন তিল পুড়ে গেলে চিংড়ির টেস্ট নষ্ট হয়ে যাবে।)
...চাটনি বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...