Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

শিল্পকলায় প্রদর্শীত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘ঘাসফুল’



শিল্পকলায় প্রদর্শীত হতে যাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঘাসফুল’। আকরাম খান নির্মিত সদ্যমুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামের এ আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য,পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে চলছে এ বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব।

উৎসবে জুন মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ৭টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা।

নির্বাচিত হয়েছে ৫টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, ১টি প্রামাণ্য ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ২টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র প্রথমবার প্রদর্শিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আগামী ২৬ জুন, শুক্রবার।

এ দিন বিকাল সাড়ে চারটায় প্রদর্শিত হবে ৫টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও ১টি প্রামাণ্য চলচ্চিত্র। এগুলো হলো, স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র অবরোধ’- নির্মাতা আমিনুর রহমান মুকুল, ‘স্মৃতিময় বাড়ির মৃত্যু’-নির্মাতা শ্রাবন্ত হাবিব, ‘ঢাকা ২০১২’-নির্মাতা হাসান আশিক রহমান, ‘বিবর্তন’- নির্মাতা আরাফাতুর রহমান, ‘নিপাতনে সিদ্ধ’- নির্মাতা সাজ্জাদ হোসেন শুভ এবং প্রামাণ্যচলচ্চিত্র ‘বাঁশ পাগলা’- নির্মাতা মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় নির্মাতা আকরাম খান নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঘাসফুল’ প্রদর্শনী।