Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

তেহারি

উপকরণঃ
• পোলাও চাল- ২ কাপ,
• মুরগী- ১টি (খাসি বা গরুর মাংস নিতে পারেন পরিমাণ মত),
• পেয়াজ কুচি- ১/৪ কাপ,
• আদা বাটা- ২ টেবিল চামচ,
• রসুন বাটা- ১ টেবিল চামচ,
• এলাচ, দারুচিনি- ২ টা,
• তেজপাতা- ১ টা,
• সয়াবিন তেল- ১/৪ কাপ,
• পেয়াজ টুকরা- ১/৪ কাপ,
• আস্ত কাচামরিচ- ১০-১৫ টি,
• লবন- পরিমান মত,
• পানি- ৩ কাপ।
প্রনালীঃ
*একটি কড়াইতে সয়াবিন তেলের পরিমান থেকে অর্ধেক এবং সরিষার তেল থেকে অর্ধেক পরিমান দিয়ে দিন। তেল গরম হলে তাতে দারচিনি, এলাচ, তেজপাতা দিন।
*তারপর এর মধ্যে পেয়াজ কুচি দিয়ে ভাঁজুন। হালকা বাদামী রং হয়ে এলে তাতে আদা, রসুন ও অল্প পানি দিয়ে ভাল করে কষিয়ে নিন।
*মশলা কষানো হয়ে গেলে তাতে মাংসের টুকরোগুলো দিয়ে দিন।
*মাংস একটু কষানো হলে তাতে ১/২ কাপ এর পরিমান পানি দিয়ে ঢেকে দিন সিদ্ধ হবার জন্য। মুরগী রান্না করতে ২০ মিনিট সময় নিবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে।
*পানি শুকিয়ে ১/৪ কাপ এর মত হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
*এরপর চুলার আচ একটু বেশী করে নিন। এখন একটা বড় হাড়িতে বাকী সয়াবিন ও সরিষার তেল দিয়ে দিন।
*এবার তাতে চাল ছেড়ে দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে তাতে পানি দিয়ে দিতে হবে। পানি ফুটে আসলে তাতে পরিমান মত লবন দিয়ে দিন। পানি যখন শুকিয়ে আসবে এবং চাল একটু ফুলে উঠবে তখন তাতে কাঁচামরিচ ও পেয়াজের টুকরাগুলো দিয়ে দিতে হবে।
*কয়েক মিনিট পর রান্না করা মাংস দিয়ে খুব ভাল করে নেড়ে মৃদু আঁচে ২০ মিনিট ধমে রাখুন। (হাড়ির নীচে একটা তাওয়া রেখে তার উপর...

Continue Reading...
Food Image

গার্লিক বাটার নান

উপকরণঃ
• ময়দা- ২৫০ গ্রাম,
• লবণ- স্বাদমতো,
• ইস্ট- ১৫ গ্রাম,
• চিনি- ১ চা চামচ,
• কুসুম গরম পানি- ১/২ কাপ,
• ঘি বা তেল- ২ চামচ,
• টকদই- ৪ চা চামচ অথবা ডিম- ১ টা,
• দুধ বা পানি- ১/২ কাপ,
• রসুন (লম্বা ও পাতলা করে কাটা)- ৫ টা,
• বাটার- ১ চামচ।
প্রণালীঃ
*প্রথমে একটা বাটিতে কুসুম গরম পানিতে ইস্ট ও চিনি মিশিয়ে নিন।
*ইস্ট বুদবুদ করতে আরম্ভ করলে এতে ময়েদা, ঘি/তেল, টকদই/ডিম, লবণ, দুধ/পানি ভালো করে মেশাতে হবে। ময়দার খামিরটা খুব নরম হবে। ময়দা মাখাটা ১৫-২০ মিনিট রাখতে হবে। ২০ মিনিট পর ময়দা মাখাটা প্রায় দিগুন আকারের হয়ে যাবে।
*২০ মিনিট পর হাতে ঘি বা তেল লাগিয়ে ছোট ছোট আরও ৫ টা বল বানিয়ে নিন।
*এবার একটা ছোটো বল নিয়ে বেলনির সাহায্যে ৫ ইঞ্চি লম্বা বানাতে হবে। বেলার সময় শুকনো ময়দা ব্যবহার করুন।
*নানের একদিকে কাটা রসুন লাগিয়ে বেলনি দিয়ে চেপে দিতে হবে।
*এবার একটা তাওয়ায় হাই টেম্পারেচারে নান গুলো এক এক সাইড ৪ মিনিট করে রাখতে হবে।
*একটা তারজালিতে নান গুলো এক এক সাইড ১ মিনিট করে আগুনের উপর ধরতে হবে। যারা মাইক্রোওভে করতে চান তারা মাইক্রোওভেনে গ্রিল মোডে দুটো পাশ ৮ মিনিট করে রাখলেই নান তৈরি হয়ে যাবে।
*হয়ে এলে গরম নানে মাখন লাগিয়ে পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ক্রিসপি ব্যানানা ললিপপ

উপকরণঃ
• পাকা কলা– ৫টি,
• মধু– ২ টে চামচ,
• চিনি– ৪ টে চামচ,
• ডিম– ১ টি,
• ময়দা- ১/২ কাপ,
• ওটস– ৩/৪ কাপ,
• মাখন বা তেল– ৬ টে চামচ,
• লবন- ১/৪ চা চামচ।
প্রনালীঃ
*কলা অর্ধেক করে ভাগ করে নিন।
*তারপর কলার টুকরা গুলো মধু দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিট।
*এবার একটি বাটিতে মাখন ও ওটস ছাড়া বাকি সব উপাদান ও পরিমাণ মত পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন।
*এরপর কলা গুলো টুথপিকে গেঁথে ব্যাটারে চুবিয়ে ওটস এ গড়িয়ে কলার চারপাশে ভাল করে ওটস জড়িয়ে নিন ও ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট।
*এখন প্যানে মাখন বা তেল গরম করে কম আঁচে কলার পিস গুলো হালকা বাদামী করে ভেজে নিন।
...আইসক্রিমের সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

ডিম আলুর চপ

উপকরণঃ
• সিদ্ধ আলু চটকানো- ২ কাপ,
• সিদ্ধ ডিম- ৩/৪ টা,
• পেঁয়াজকুচি- ১ চা চামচ,
• ধনিয়াপাতা কুচি- ২ চা চামচ,
• হলুদের গুঁড়ো- সামান্য,
• মরিচের গুঁড়ো- অল্প পরিমাণ,
• কাচামরিচ কুচি- পরিমাণ মত,
• লবন- স্বাদ মত,
• কর্ণ ফ্লাওয়ার- ২/৩ চা চামচ,
• সয়াবিন তেল- পরিমাণ মত।
প্রণালীঃ
*পেঁয়াজকুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাচামরিচ কুচি ও লবন একসাথে ভালভাবে মিশিয়ে নিন।
*এবার সিদ্ধ আলুর সাথে মশলার মিশ্রণ মাখিয়ে নিন। এরপর কর্ণ ফ্লাওয়ার মিশান।
*এখন আলুর ময়ান হাতে নিয়ে চপের আকারে করে নিন।
*এবার মাঝে পুর তৈরি করে আস্ত ডিম দিন।
*ডিম কে ভালভাবে আলুর চপের ময়ান দিয়ে ঢেকে দিন।
*এবার গরম তেলে মাঝারি আছে বাদামী করে ভেজে তুলুন।
...হয়ে গেলে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

তিরামিসু

উপকরণঃ
• হেভী ক্রিম- ১ কাপ,
• ড্রাই কেক- ১৬-২০ টি,
• কফি লিকার (হেভী)- ১/২ কাপ,
• স্প্রিংকেল ও চকলেট পাউডার- পরিমাণ মত,
• চিনি (গুঁড়ো করা)- ১/২ কাপ।
প্রনালীঃ
*প্রথমে একটি বোলে হেভী ক্রিম হ্যান্ড বিটার দিয়ে হাই স্পিডে বিট করুন ফোম না হওয়া পর্যন্ত।
*তারপর চিনি দিয়ে আরো কিছুকক্ষণ বিট করে ফ্রিজে রেখে দিন ১/২ ঘন্টা।
*এবার পরিবেশন পাত্রে ক্রিম তারপর হেভী কফি লিকার দিয়ে এর মধ্যে ড্রাই কেক ভিজিয়ে তার উপর আবার ক্রিম তারপর বিস্কুট, তারপর আবার ক্রিম দিয়ে উপরে কিছু স্প্রিংকেল এবং চকলেট পাউডার ছিটিয়ে পরিবেশন করতে হবে।

Continue Reading...
Food Image

চিকেন মাশরুম ক্রিম স্যুপ

উপকরণঃ
• অলিভ অয়েল- ৩ টেবিল চামচ,
• রসুন কুচি- ১ টেবিল চামচ,
• পিয়াজ কুচি- ২ টেবিল চামচ,
• মাশরুম কুচি- ৩ কাপ,
• ময়দা- ২ টেবিল চামচ,
• আলু সিদ্ধ করে কিউব করা- ২ টি মাঝারি,
• বিফ স্টক- ২ কাপ,
• ভেজিটেবল স্টক- ১ কাপ,
• ওরকেস্টারসাইন সস- ১ টেবিল চামচ,
• ফ্রেশ ক্রিম- ২ টেবিল চামচ,
• ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ,
• লবণ- স্বাদ মত,
• গোল মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ,
• মুরগীর মাংস ছোট করে টুকরো করা- ২ কাপ।
প্রনালীঃ
*মাংস পরিমাণ মত আদা, রসুন, লবণ দিয়ে সিদ্ধ করে নিন।
*এবার প্যানে তেল গরম করে রসুন ও পিঁয়াজ কুচি বাদামী করে ভেজে নিয়ে, তাতে চিকেন ও মাশরুম দিয়ে ২ মিনিট ভেজে নিন।
*এরপর তাতে সস, লবণ ও গোল মরিচ দিয়ে ১ মিনিট রান্না করুন। আলাদা বাটিতে তুলে রাখুন।
*তারপর আবার প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে ময়দাটা ভেজে নিন অল্প আঁচে।
*এবার ময়দায় স্টক দিয়ে ২ মিনিট রান্না করে নিয়ে তাতে আলু কুঁচি ও বাটিতে রাখা চিকেন মাশরুম গুলো দিয়ে ১০ মিনিট রান্না করুন।
*হয়ে এলে উপরে ধনিয়া পাতা কুচি ও ক্রিম ছড়িয়ে নামিয়ে ফেলুন।
...পরিবেশন এর সময় আবারো ক্রিম ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

পান্তা-ইলিশ

আজ পহেলা বৈশাখ। বৈশাখে পান্তা-ইলিশের স্বাদ নেয়ার মজাই আলাদা। নতুন বছর উপলক্ষে সবাই বিভিন্ন ধরনের গ্রামীণ খাবার তৈরি করেন পান্তা-ইলিশ।
পান্তা তৈরিতে লাগবে পরিমাণমতো রান্না করা ভাত, পরিবেশনের ঘণ্টা চারেক আগে নরমাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে, পানির পরিমাণ যেন ভাতের পরিমাণের চেয়ে বেশি হয়।
যা লাগবে : ইলিশ মাছ ছয় টুকরা, হলুদ বাটা দুই চা চামচ, মরিচ বাটা দুই চা চামচ, পেঁয়াজ কুচি দুই চা চামচ, লবণ পরিমাণমতো, মাছ ভাজার জন্য পরিমাণমতো তেল, লেবুর রস দুই চা চামচ।
যেভাবে করবেন : টুকরা করা মাছগুলো হলুদ বাটা, মরিচ বাটা, পরিমাণমতো লবণ এবং অল্প তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো হাতে নিয়ে চটকিয়ে লেবুর রসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ডুবো তেলে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে পানিভাতের সঙ্গে।

Continue Reading...
Food Image

ঘরোয়া জিলাপি

উপকরণঃ
• ময়দা– ১ কাপ,
• কর্নফ্লাওয়ার– ২ চা চামচ,
• ইস্ট- ১ চা চামচ,
• তেল (সয়াবিন)– ১ চা চামচ,
• টক দই– ১ টে চামচ,
• কুসুম গরম পানি- ১ কাপ,
• ভাজার জন্য তেল– ১ কাপ।
চিনির শিরার জন্য-
• চিনি– ১ কাপ,
• পানি– ১ কাপ,
• লেবুর রস– ১ চা চামচ।
প্রনালীঃ
*সিরা তৈরির উপকরন ও জিলাপি ভাজার তেল বাদে বাকি সব উপকরন ভালো করে মিশিয়ে ১ ঘন্টা কোনো উষ্ণ জায়গায় রেখে দিন।
*এবার এক চুলায় কড়াইতে চিনি আর পানি ১৫ মিনিট জ্বাল দিয়ে শিরা বানিয়ে নিন। ১৫ মিনিট হয়ে গেলে লেবুর রস দিয়ে একদম মৃদু আঁচে এ রাখুন।
*অপর চুলায় কড়াইতে তেল ভালো করে গরম করে জ্বাল কমিয়ে দিন।
*এবার জিলাপি তৈরির জন্য প্লাস্টিকের সসের বোতলে জিলাপির ব্যাটার ঢুকিয়ে জিলাপি তৈরি করে, জিলাপি ভেজে নিন।
*জিলাপির রং কমলা বা জাফরানি এমনিতেই হবে কোনো ফুড কালার দেয়ার দরকার নেই।
*জিলাপি ভাজা হলে তেল ঝরিয়ে শিরায় দিন এবং ২ মিনিট রেখে তুলে ফেলুন তা না হলে নরম হয়ে খুলে যাবে।
...গরম গরম পরিবেশন করুন।

Continue Reading...
Food Image

সাদা সস

উপকরণঃ
• দুধ– ১ কাপ,
• মাখন– ২ টে চামচ,
• লবন- সিকি চা চামচ,
• ময়দা– ২ টে চামচ,
• সাদা গোলমরিচ- ১ চিমটি।
(এই পরিমাপে এক কাপ পরিমাণ সস হবে।)
প্রনালীঃ
*প্যানে কম আঁচে মাখন গলিয়ে এতে ময়দা, লবন ও গোলমরিচ দিয়ে ভালোভাবে ভুনতে হবে।
*এবার দুধ দিয়ে ক্রমাগত নাড়ুন।
*মিশ্রন ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন।
*কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।

Continue Reading...