বাংলাদেশের জন্য নতুন তিনটি সেবা চালু করতে যাচ্ছে গুগল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘২১ শে ফেব্রুয়ারি’তে শুধু গুগল ডুডলের মাধ্যমে নয়, ‘গুগল ট্রান্সলেটর’র মাধ্যমে দিবসটিকে তুলে ধরা হবে।
এছাড়াও ‘বাংলা হ্যান্ডরাইটিং রিকগনিশন’ সেবাও চালু করবে গুগল। এটি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) এর মতো কাজ করবে। এটিতে টাচস্ক্রিন জাতীয় ডিভাইসে বাংলা লেখা হলে গুগল সেটি সংরক্ষণ করবে।
অন্যদিকে গুগল শিগগিরই বাংলাদেশে ‘গুগল অনুবাদ’ সেবা চালু করবে। ফলে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ সহজ হবে। যদিও এ সেবা এখনো স্বল্প পরিসরে চালু আছে। পূর্ণাঙ্গ এই সেবা চালু করতে ২ লাখ বাংলা শব্দ গুগলে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। শব্দ যোগ হলে কারিগরি উন্নয়ন ঘটিয়ে ‘গুগল অনুবাদ’ চালু করবে গুগল।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ গুগলের কর্মকর্তারা এসব তথ্য জানান। বিভিন্ন সেমিনারে তারা তাদের বিভিন্ন আয়োজন নিয়ে কথা বলেন। গুগলের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক লিন হা, গুগলের ট্রান্সলেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যানি মেসার ও গুগল বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম সেমিরারগুলোতে বক্তব্য রাখেন।