Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

কিউকাম্বার জুস



উপকরণঃ
• শসা কুচি- ১ কাপ,
• পানি- ২ কাপ,
• পুদিনা পাতা কুচি- ২ টেবিল টামচ,
• লেবুর রস- ১ টেবিল চামচ,
• কাঁচা মরিচ কুচি- ১টি,
• লবণ- পরিমাণ মত,
• বিট লবণ- ১/২ চা চামচ,
• বরফ কুচি- পরিমাণমতো।

প্রণালীঃ
*বরফ বাদে সব উপকরণ ব্লেন্ড করুন ভালোভাবে।
*এবার ছেঁকে নিন।
*এরপর ব্লেন্ডার থেকে শরবত গ্লাসে ঢালুন।
*গ্লাসে বরফ কুচি দিয়ে নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।