Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

বর্ষার সাজপোশাক



চলছে বর্ষাকাল। মেঘ কালো করে কিংবা কোন পূর্বাভাস ছাড়াই যখন তখন চলে আসে দামাল বর্ষা, অতর্কিতে ভিজিয়ে দেয় অবধারিত বৃষ্টির ছোঁয়া। চাইতে না চাইতে ভিজতে যখন হবেই- তখন প্রস্তুতিটাও হওয়া উচিৎ জোরদার। অনেক সময় ভেজার প্রস্তুুতি স্বরূপ ফেলে দেয়া কিংবা মানানসই নয়- এমন পােশাক পরে বেরিয়ে যায় অনেকে। এটা ঠিক নয়, কারণ তাতে নিজের ইমেজ নষ্ট হয়, হীনমন্যতা বাড়ে এবং সবচেয়ে বড় কথা আরাম পাওয়া যায় না।
বর্ষাকালে পোশাক, সাজসজ্জা, জুতা, ছাতা, রেইনকোট এবং রঙ, আরাম ইত্যাদির দিকে নজর দেওয়া উচিৎ। জেনে নিন ২০১৫ সালের মৌসুমী ফ্যাশন ট্রেন্ড-
রঙ- বর্ষাকালে সবসময় উজ্জ্বল রঙের পোশাক পরুন। হলুদ, লাল, কমলা, সবুজ, নীল যেকোনও রঙ পরতে পারেন। খেয়াল রাখবেন রঙের শেড যেন উজ্জ্বল হয়। এড়িয়ে চলুন সাদা, কালো, ধুসর।

ঝুল- বর্ষাকালে শাড়ি, সালওয়ার, জিনস এড়িয়ে চলুন। কাদা লেগে পোশাক তো নষ্ট হয়ই, সারাদিন ভেজা পায়ে থাকলে ঠান্ডা লাগতে বাধ্য। বরং বর্ষাকালে ছোট বা মাঝারি ঝুলের স্কার্ট, ড্রেস, হট প্যান্ট, ক্যাপ্রি বা মিড লেংথ লেগিংস পরার চেষ্টা করুন।

অ্যাকসেসরিজ- নিওন রঙের ওয়াটারপ্রুফ ব্যাগ, রেনকোট, ছাতা এখন দারুণ রকম ফ্যাশন ট্রেন্ড।

জুতা- ফ্যান্সি ফ্লিপ ফ্লপ বা পিপ টো জুতো বর্ষার জন্য আদর্শ। ভিজে গেলেও অসুবিধা নেই, আবার পা ঢাকা থাকায় বর্ষার জমা জল থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম।