Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Health Image

হৃদরোগের ঝুঁকি বেশি খাটো মানুষের



নতুন এক গবেষণায় বলা হয়েছে বিশ্বব্যাপী খাটো বা বেটে মানুষ সবচেয়ে বেশি হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। ধমনীতে পানি জমার মাধ্যমে মানুষ হৃদরোগের ঝুঁকিতে পড়ে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন নামে একটি প্রতিষ্ঠান এ গবেষণা করে।

গবেষণায় বলা হয়, সাধারণত পুষ্টির অভাবে মানুষ খাটো বা বেটে হয়ে থাকে। এক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গবেষকরা ২ লক্ষ মানুষের ১৮০ প্রকারের জেনেটিক্সের উপর গবেষণা ওই গবেষণা চালায়।ওই ২ লক্ষ মানুষের মধ্যে করোনারি হৃদরোগে আক্রন্তের পাশাপাশি করোনারি হৃদরোগে আক্রান্ত নয় এমন লোকও ছিল।

বর্তমান বিশ্বে মানুষের মৃত্যুর এক সাধারণ কারণ হলে হৃদরোগ। বিশ্বে প্রতি ৬ জন পুরুষের মধ্যে ১ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। নারীদের ক্ষেত্রে এ হার প্রতি ১০ জনে ১ জন। গবেষণায় বলা হয়, প্রতি ২.৫ ইঞ্চি ব্যবধানে হৃদরোগের ঝুঁকি ১৩.৫ শতাংশ। ৫ ফুট লম্বা একজন মানুষের হৃদরোগে আক্রান্তের সম্ভাবনা শতকরা ৩২ ভাগ।

এই উচ্চতার মানুষ সবচেয়ে বেশি হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। যাদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি বা তার উপরে তাদের ক্ষেত্রে এ ঝুঁকি ৩২ শতাংশের কম। গবেষণা আরও বলা হয়, জিনগত কারণে বেটে বা খাটো মানুষের ক্ষেত্রে এ ঝুঁকি সবচেয়ে বেশি।