Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

অ্যাপল স্টোরের তাক লাগানো ১০টি তথ্য



টেক জায়ান্ট অ্যাপলের খুচরো ব্যবসা ক্রমান্বয়ে বাড়ছে। বিশ্বব্যাপী অ্যাপলের ৪০০ দোকান রয়েছে। আর এই দোকানের অভিভুত হওয়ার মতো তথ্যগুলো দেখা যাক।

অ্যাপল সস্তা ভাড়ায় তাদের দোকান বন্দোবস্ত করতে সক্ষম। ওয়াল স্ট্রিট জার্নাল অনুযায়ী শপিং মলে তাদের বিক্রয় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


এসব স্টোরে বিশ্বব্যাপী অ্যাপলের ৫০০০০ কর্মী রয়েছে। আপনি যদি এদের সবাইকে এক জায়গায় একত্রিত করেন তাহলে তারা যুক্তরাষ্ট্রের মধ্য আকারের কোন শহরের জনসংখ্যার সমান হবে।


প্রতিদিন বিশ্বব্যাপী ১ মিলিয়নেরও বেশী দর্শনার্থী অ্যাপল স্টোরে আসে যা বছরে প্রায় ৩৬৫ মিলিয়ন।


অ্যাপলের সবচেয়ে ব্যস্ততম স্টোর সাংহাইয়ের ন্যানজিং ইস্ট স্টোর। যেখানে প্রতিদিন ২৫০০০ দর্শনার্থী আসে। এত লোক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক হওয়া সম্ভব নয়।


জিনিয়াস বার ৯৫০০০ গ্রাহককে বিশ্বব্যাপী সেবা দিয়ে থাকে।


অ্যাপল তাদের রিটেল অপারেশনের জন্য ৪.৯ লক্ষ বর্গ ফুট জায়গা ইজারা নিয়েছে যা ৮৫টি ফুটবল মাঠের সমান।


২০১৪ সালের শেষের দিকে ৪৩৭টি অ্যাপল স্টোর ছিল। এর মধ্যে ২৫৯টি যুক্তরাষ্ট্রে আর বাকিগুলো আন্তর্জাতিক।


২০১৪ সালে অবস্থান প্রতি অ্যাপল স্টোরে গড় আয় ৫০.৬ মিলিয়ন ডলার।


২০১৫ সালে ২৫টি নতুন অ্যাপল স্টোর খোলার পরিকল্পনা রয়েছে যার অধিকাংশই হবে যুক্তরাষ্ট্রের বাহিরে।


২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর আইফোন সিক্স উন্মুক্তের দিন নিউ ইয়র্কের অ্যাপলের ৫ অ্যাভিনিউ স্টোরের সামনে ১২ ব্লক পর্যন্ত মানুষের লম্বা লাইন ছিল এবং আগে রাতে বাক্সে ঘুমিয়ে ছিল কিছু লোক।