Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এরপর আমরা কী করবো

Technology Image

"আগামীকাল একটি বিশেষ দিন, মাইক্রোসফটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
একসময় আমি এবং পল অ্যালেন একটি লক্ষ্য স্থির করেছিলাম। সেটি ছিল প্রতিটি ডেস্ক এবং বাড়িতে থাকবে কম্পিউটার। এটি একটি সাহসী চিন্তাভাবনা ছিল এবং আমরা যে ভাবতাম এটি সম্ভব, তা দেখে অনেকেই মনে করেছিলেন যে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। এটি চিন্তা করলে এখন অবাক হই যে সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কম্পিউটারের ব্যবহার কোথায় গিয়ে পৌঁছেছে। আর এই বৈপ্লবিক পরিবর্তনে মাইক্রোসফট যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটি নিয়ে আমরা গর্ব করতেই পারি।
আজও আমি মাইক্রোসফটকে নিয়ে চিন্তা করি কিভাবে এটি তার অতীতকে ছাড়িয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি, আগামী ১০ বছরের মধ্যে কম্পিউটারের ব্যবহার আরও বৃদ্ধি পাবে যা অতীতকেও ছাড়িয়ে যাবে। আমরা এখনই মাল্টি-প্ল্যাটফর্ম বিশ্বে বাস করছি আর এখানে কম্পিউটারের ব্যবহার আরও বিস্তৃত হবে। আমরা এমন একটি সময়ের কাছাকাছি চলে এসেছি যখন কম্পিউটার এবং রোবট নিজে থেকেই দেখবে, চলাফেরা করবে এবং নিজে থেকেই কাজ করতে পারবে।
আর এই অগ্রগতিতে নেতৃত্বদিতে মাইক্রোসফট এখন সত্য নাদেলার নেতৃত্বে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশ ভালো অবস্থানে আছে। আমরা বর্তমানে আধুনিক কম্পিউটিংয়ের প্রতিটি শাখায় যুক্ত আছি এবং এই খাতের জন্য আরও গবেষণা চালাতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সত্য নাদেলার কারিগরি উপদেষ্টা হিসেবে আমি বিভিন্ন পণ্যের রিভিউর কাজে সম্পৃক্ত থাকি এবং সেখানে আমি তাদের ভিশন এবং মেধা দেখে সত্যিই অভিভূত। কর্টানা, স্কাইপ ট্রান্সলেটর এবং হলোলেন্সের মতো বিভিন্ন পণ্যই এর প্রমাণ। তবে অনেক ধরণের পণ্যের মধ্যে এগুলো হাতেগোনা কয়েকটি মাত্র।
সামনের দিনগুলোতে বিশ্বব্যাপী আরও অধিক মানুষ এবং সংস্থার সাথে কাজ করার সুযোগ আছে মাইক্রোসফটের। প্রযুক্তি এখনও অনেক মানুষের হাতের নাগালের বাইরে। এর কারণ হল হয় প্রযুক্তি বেশ জটিল কিংবা এটি ব্যয়বহুল। তাই আমি...

Continue Reading...

উইন্ডোজও হতে পারে ওপেন সোর্স

Technology Image

বর্তমানে যখন চলছে ওপেন সোর্সের জয়জয়কার, ঠিক তখনও মাইক্রোসফট ঠিকই রয়ে গেছে ব্যবসায়িক প্ল্যাটফর্মেই। কিন্তু ওপেন সোর্স হওয়ার কারণে ডেস্কটপের জন্য লিনাক্স কিংবা স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ঠিকই রাজত্ব করে চলেছে।
মাইক্রোসফটও কি কখনও ওপেন সোর্স হবে? এমন প্রশ্ন করা হয়েছিল মাইক্রোসফটের একজন শীর্ষ প্রকৌশলী এবং অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্মের সিটিও মার্ক রাশিনোভিচ’কে। কী বললেন তিনি?
"এটা অবশ্যই সম্ভব। এখনকার মাইক্রোসফট আর আগের মাইক্রোসফটের মধ্যে ব্যবধান রয়েছে। এটা একদম নতুন মাইক্রোসফট।", বলেন রাশিনোভিচ।
তবে তার কথায় ওপেন সোর্সের কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও বিস্তারিত কিছু বলেননি তিনি। তার কথা থেকে মনে হয়েছে, মাইক্রোসফট হয়তো কোন এক সময় এসে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অংশ বিশেষ ওপেন সোর্স লাইসেন্সের আওতায় উন্মুক্ত করে দিতে পারে।
এই প্রশ্নের আরও বিস্তারিত উত্তর খুঁজতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট যোগাযোগ করে মাইক্রোসফটের সাথে। মাইক্রোসফটের একজন মুখপাত্র ভেঞ্চারবিটকে জানায়, "আমরা এখনও কোন ধরনের ওপেন সোর্স নীতিমালা করিনি কিংবা বিজনেস মডেলেও কোন পরিবর্তন করিনি।"
তবে ওপেন সোর্স নিয়ে মাইক্রোসফট এখনও যে কিছুই করেনি, তাও নয়। কোডিং বিষয়ক ওয়েবসাইট গিটহাবে আছে মাইক্রোসফটের প্রায় এক হাজার সফটওয়্যার রিপোজিটোরি। এছাড়া মাইক্রোসফট সর্বশেষ ঘোষণা দিয়েছে সফটওয়্যার ফ্রেমওয়ার্ক ডট নেট ওপেন সোর্স লাইসেন্সের আওতায় নিয়ে আসার ব্যাপারে। একই সাথে উইন্ডোজ প্ল্যাটফর্মের পাশাপাশি লিনাক্স এবং ম্যাকের জন্য এই ফ্রেমওয়ার্ক উন্মুক্ত করার কথাও জানিয়েছে এই সফটওয়্যার জায়ান্ট।
তবে সবকিছুর পরও মাইক্রোসফটের সবথেকে গুরুত্বপূর্ণ পণ্য উইন্ডোজ এখনও ওপেন সোর্স নয়। তবে উইন্ডোজ যদি ওপেন সোর্স লাইসেন্সের আওতায় আনা হয়, তাহলে উইন্ডোজের বাজার আরও সম্প্রসারিত হবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কিন্তু সন্দেহ একটিই, মাইক্রোসফট আদৌ এটিকে ওপেন সোর্সের আওতায় আনবে কিনা। কারণ সবকিছুর পরও উইন্ডোজই মাইক্রোসফটের সোনার ডিম পাড়া হাঁসগুলোর মধ্যে অন্যতম যে!

Continue Reading...

ভারতের ই-কমার্স বাজার দখলের পরিকল্পনা করছে আলিবাবা

Technology Image

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা এবার ভারতের ই-কমার্স বাজার দখলের পরিকল্পনা করছে। আর এজন্য দেশটির শীর্ষস্থানীয় কোন ই-কমার্স ওয়েবসাইট কিনে নেওয়ার জন্য কাজ শুরু করেছে আলিবাবা।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, বড় অংকের গ্রাহক সংখ্যা আছে, এমন কোন ই-কমার্স ওয়েবসাইট অধিগ্রহণের চিন্তাভাবনা করছে আলিবাবা। যদিও আলিবাবা কোন ওয়েবসাইটের সাথে আলোচনা করছে কিনা, এমন কোন খবর জানায়নি সংবাদমাধ্যমটি। তবে অন্য একটি ওয়েবসাইট থেকে জানা গেছে, শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করছে আলিবাবা।
বর্তমানে ভারতে আলিবাবার দুটি অফিস রয়েছে। সীমিত আকারে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ভারতের পরামর্শক সংস্থা পিডব্লিউসি’র দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর ভারতের ই-কমার্স বাজার ৩৪ শতাংশ বেড়ে ২২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

Continue Reading...

অর্ধেক দামে অ্যাপল ওয়াচ

Technology Image

সোমবার অ্যাপল প্রধান টিম কুক এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, অ্যাপল কর্মীরা অর্ধেক দামে কিনতে পারবে অ্যাপল ওয়াচ।
বিশ্বজুড়ে অ্যাপলের বিভিন্ন শাখায় কর্মচারিরা অর্ধেক দামে স্মার্টওয়াচ কিনতে পারবেন। শুধুমাত্র তাদের কর্মীদের জন্যই স্মার্টওয়াচের ক্ষেত্রে এই ৫০ শতাংশ ছাড় মিলবে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের সব মডেলের স্মার্টওয়াচে এই ছাড় মিলবে না। শুধুমাত্র অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল মডেলটির স্মার্টওয়াচটিতেই এই বিশেষ ছাড় পাওয়া যাবে।
প্রসঙ্গত, অ্যাপল স্মার্টওয়াচটি এখনও বাজারে আসে নি। এই স্মার্টওয়াচটি কিনতে চলতি মাসের ১০ তারিখ থেকে অনলাইনে অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। জানা গিয়েছে ২৪ এপ্রিল থেকে অ্যাপল স্টোরে এই স্মার্টওয়াচটি পাওয়া যাবে।

Continue Reading...

প্রতিদিন অফিস না করেও ৪০ শতাংশ বেশি আয় করেন ডেভেলপাররা

Technology Image

ডেভলপাররা অফিসের বাহিরে থেকে কোডিং করে যারা প্রতিদিন অফিস করে তাদের তুলনায় ৪০ শতাংশ বেশী আয় করে।
জনপ্রিয় অনলাইন প্রোগ্রামার হ্যাংআউটে স্ট্যাক এক্সচেঞ্জ থেকে একটি নতুন প্রতিবেদন এসেছে যেখানে ১৫৭টি দেশের ২৬০৮৬ জন ডেভেলপারের উপর সার্ভে করে। তাদের প্রত্যেককে কিছু প্রশ্ন করা হয়। যেমন- কোথায় কাজ করে, কোন ধরণের প্রযুক্তি ব্যবহার করে এবং কোডিং নিয়ে বেশ কিছু প্রশ্ন।
রিপোর্টের সুচনায় বলা হয়, কোড সর্বত্র এবং প্রায় সব কোডার স্ট্যাক ওভারফ্লো ব্যবহার করে। আর রিপোর্টে যেসব তথ্য উঠে এসেছে সেগুলো হল-
 ডেভেলপারদের মধ্যে ৯২ শতাংশ পুরুষ।
 ভারতে থাকে ১৫.১ শতাংশ নারী কোডার যেখানে যুক্তরাষ্ট্রের শুধুমাত্র ৪.৮ শতাংশ।
 ১৭.৭ শতাংশ কোডার অ্যান্ড্রয়েড-এর জন্য কোডিং শিখতে চায় এবং এটা সবচেয়ে পছন্দসই দক্ষতা।
 প্রতি বছর অব্জেক্টিভ-সি ডেভেলপাররা সবচেয়ে বেশী আয় করে। তাদের বেতন বছরে ৯৮৮২৮ ডলার।
 উত্তরদাতাদের ৪৮ শতাংশের প্রোগ্রামিংয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
 লুক্সেমবার্গে মাথাপিছু সবচেয়ে বেশি ডেভেলপার রয়েছে।
 সোমালিয়া, চাদ এবং উত্তর কোরিয়া মাথাপিছু শূন্য দিয়ে অবস্থান সবার নিচে।
 ডেভেলপারদের গড় বয়স ২৮ বছর নয় মাস।
উল্লেখ্য, সব জরিপেই সকল ডেভেলপার প্রতিনিধি একেবারে নিখুঁতভাবে নেয়া সম্ভব নয়। এই জরিপে ৬৮০০ জন পুরো স্ট্যাক ডেভেলপার হিসেবে চিহ্নিত, ১৯০০ জন মোবাইল ডেভেলপার, ১২০০ জন ফ্রন্ট-এন্ড ডেভেলপার এবং ১২০০০ অন্যান্য।

Continue Reading...

শীর্ষ কোন কর্মকর্তা অ্যাপল ছাড়লে যা করতেন স্টিভ জবস

Technology Image

অ্যাপল থেকে প্রতিষ্ঠানটির শীর্ষ কোন কর্মকর্তা চলে গেলে বেশ মনঃক্ষুণ্ণ হতেন স্টিভ জবস। সম্প্রতি প্রকাশিত ‘বিকামিং স্টিভ জবস’ বইতে উঠে এসেছে এমনই এক তথ্য।
বইটি থেকে জানা গেছে, স্টিভ জবস একবার জানতে পারেন যে তারই খুব ঘনিষ্ঠ একজন কর্মকর্তা জন রাবিন্সটেইন অ্যাপল ছেড়ে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন। তিনি একাধারে তার বন্ধুও ছিলেন। এটি শুনে বেশ মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। কারণ অ্যাপলের শুরুর দিক থেকেই তিনি অ্যাপলের সাথে ছিলেন। ১৯৯০ সালে যখন স্টিভ জবস নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন, তখন থেকেই তিনি কাজ করতেন স্টিভ জবসের সাথে। পরবর্তীতে জবস অ্যাপলে ফিরে আসলে তিনিও অ্যাপলে যোগ দেন। ২০০৬ সাল পর্যন্ত অ্যাপলে ছিলেন জন।
অ্যাপল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর জন স্টিভ জবসকে একটি ইমেইল পাঠান। ইমেইল পাওয়ার কিছু সময়ের মধ্যেই জনকে ডেকে পাঠান জবস। জবস তাকে বলেন, “আমি বুঝতে পারলাম না কেন তুমি এই সিদ্ধান্ত নিয়েছ। এখানে তুমি অনেক টাকা পাচ্ছ। তাহলে কেন তুমি পাম-এ যোগ দেবে?” তখন জন তাকে বলেন, “তুমি কী বলছ স্টিভ? তার মানে তুমি কি বলতে চাইছ যে তোমার আমার থেকে অনেক বেশি টাকা আর তাই তুমি আমাকে এই কথা বলছ? তুমি কি মজা করছো?”
স্টিভ জবস জনের এই চলে যাওয়াকে অনেকটা বিশ্বাসঘাতকতা হিসেবেই ধরে নিয়েছিলেন। এই দুজন পরবর্তীতে আর কখনও কথা বলেননি।

Continue Reading...

গুগল নির্বাহীকে নিয়োগ দিলেন হিলারি ক্লিনটন

Technology Image

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে গুগলের একজন শীর্ষ নির্বাহীকে নিয়োগ দিয়েছেন। জানা গেছে, ক্যাম্পেইন প্ল্যানিং বিষয়ে বেশ দক্ষ গুগলের সদ্য সাবেক এই কর্মকর্তা।
স্টেফানি হ্যানন নামক এই কর্মকর্তা গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে পরিচালক হিসেবে কাজ করতেন। নাগরিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন উদ্ভাবন এবং সামাজিক প্রেক্ষাপটে এগুলোর প্রভাব নিয়ে কাজ করতেন তিনি।
আগামী বছর অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে দলের মনোনয়ন পেতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। যদিও তার মনোনয়নের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, এ মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে শীর্ষ দুটি দলের প্রার্থীরাই প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। অনলাইনে প্রচারণার অংশ হিসেবে ওয়েবসাইট তৈরি, অ্যাপ তৈরি এবং নিত্য নতুন কৌশল বের করে প্রচারণাই এই নিয়োগের মূল উদ্দেশ্য।

Continue Reading...

অদ্ভুত মজার কিছু গ্যাজেট

Technology Image

প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি হরেক রকম গ্যাজেট। প্রযুক্তির এই যুগে যেন আমরা ডিভাইস-গ্যাজেট-ইন্টারনেট এগুলো ছাড়া চলতে অক্ষম। তবে, আজকে আমাদের আলোচনার বিষয় শুধুই 'গ্যাজেট'। আপনি কি জানেন আমাদের চারপাশে কত রকম অদ্ভুত অদ্ভুত গ্যাজেট পাওয়া যায়? কিছু গ্যাজেট হয় খুবই প্রয়োজনীয় আবার কিছু গ্যাজেটের কাজ সম্পর্কে জানলে আপনি হয়তো হাসতে হাসতে গড়িয়ে পরবেন! যাই হোক, আজ কিছু অদ্ভুত গ্যাজেট নিয়ে এই ব্লগপোষ্টটি সাজাতে চেষ্টা করেছি। সবগুলো প্রযুক্তির সাথে সম্পর্কিত না হলেও আপনাদের ভালো লাগবে আশা করছি। চলুন, শুরু করা যাক তাহলে।
PowerLine PowerCup Inverter
আপনাকে যদি প্রায় সবসমই গাড়ির মধ্যে থাকতে হয়, যেমন ধরুন - আপনি একজন ড্রাইভার; তো, আপনাকে যদি সবসময় গাড়ির মধ্যে থাকতে হয় এবং আপনি যদি একজন ডিভাইস ফ্রিক হয়ে থাকেন তবে এই গ্যাজেটটি আপনার অনেক কাজে আসবে। কীভাবে? ধরুন, আপনি যেহেতু বেশির ভাগ সময়ই রাস্তায় থাকেন তাই আপনার স্মার্টফোনে চার্জ ধরে রাখা কিছুটা কষ্টকর হয় নিশ্চয়ই? বা ধরুন, আপনি ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে ট্যাবলেটের চার্জ বড় স্ক্রিন এবং সেই তুলনায় কম ব্যাটারির কারণে দ্রুত ফুরিয়ে যায়। এই সব কেসে আপনাকে সাহায্য করবে পাওয়ারলাইন পাওয়ারকাপ ইনভার্টার নামের এই গ্যাজেটটি।
এটি আপনি চাইলে আপনার গাড়ির কাপ-হোল্ডারের মাঝেও সুন্দর করে রেখে দিতে পারবেন। পাওয়ারলাইন পাওয়ারকাপ ইনভার্টার গ্যাজেটটি মূলত আপনার গাড়িতে থাকা সিগারেট লাইটারের সাথে যুক্ত হয়ে সেখান থেকে বিদ্যুৎ নিয়ে তা সঞ্চালন করে দুই অথবা তিন পোর্টের আউটলেটে। অনেক মডেলে আবার ইউএসবি পোর্টও দেখা যায়। আপনি মোটামুটি ২৫ ডলারেই মাঝেই (কিছুটা কম বেশি হতে পারে) গ্যাজেটটি কিনতে পারবেন।
Buncho o Balloons
চমৎকার এই গ্যাজেটটি সম্পর্কে প্রথম যখন জেনেছি তখন খুব মজা পেয়েছিলাম। গ্যাজেটটির লুক থেকে শুরু করে কার্যকারীতা...

Continue Reading...

শাওমি\'র বাঁশের তৈরি স্মার্টফোন

Technology Image

চীনের মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি একের পর এক নতুন ফোন নিয়ে উপস্থিত হচ্ছে। আর এবার তারা উন্মুক্ত করতে যাচ্ছে বাঁশের তৈরি স্মার্টফোন ‘মি নোট ন্যাচারাল ব্যাম্বু এডিশন’।
ব্যাম্বু এডিশনে ফোনটির কেসিং এ ধাতব পদার্থের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। এই ফোনে স্ন্যাপ ড্রাগন কোয়ার্ড কোর প্রসেসর, ৮০১ এসওসি চিপসেট, ৫.৭ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লেতে ৩৮৬ ঘনত্বের পিক্সেল এবং ৩৩০ জিপিউ ব্যবহার করা হয়েছে। আরও রয়েছে ৩ জিবি র্যাবম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, এলইডি ফ্লাশ এবং ৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ডুয়েল সিমের এই স্মার্টফোনটি ৪জি নেটওয়ার্ক সমর্থন করবে।
মার্চের ২৪ তারিখে ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে এবং চীনের বাজারে এটির মূল্য ৩৭০ ডলার। নতুন এই ফোনটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে অনলাইনে।

Continue Reading...