সোমবার অ্যাপল প্রধান টিম কুক এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, অ্যাপল কর্মীরা অর্ধেক দামে কিনতে পারবে অ্যাপল ওয়াচ।
বিশ্বজুড়ে অ্যাপলের বিভিন্ন শাখায় কর্মচারিরা অর্ধেক দামে স্মার্টওয়াচ কিনতে পারবেন। শুধুমাত্র তাদের কর্মীদের জন্যই স্মার্টওয়াচের ক্ষেত্রে এই ৫০ শতাংশ ছাড় মিলবে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের সব মডেলের স্মার্টওয়াচে এই ছাড় মিলবে না। শুধুমাত্র অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল মডেলটির স্মার্টওয়াচটিতেই এই বিশেষ ছাড় পাওয়া যাবে।
প্রসঙ্গত, অ্যাপল স্মার্টওয়াচটি এখনও বাজারে আসে নি। এই স্মার্টওয়াচটি কিনতে চলতি মাসের ১০ তারিখ থেকে অনলাইনে অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। জানা গিয়েছে ২৪ এপ্রিল থেকে অ্যাপল স্টোরে এই স্মার্টওয়াচটি পাওয়া যাবে।