Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

ইয়াহুর উদ্ধারকর্তা গুগল



সার্চ ইঞ্জিন জগতে দুই প্রতিদ্বন্দ্বী ইয়াহু ও গুগল। তবে ইয়াহুর বিপদের সময়ে সেই গুগলই ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসেছে। বিজ্ঞাপন সেবা দিতে ইয়াহুর সাথে এক বিশেষ চুক্তি করেছে এই সার্চ জায়ান্ট।

ইয়াহুর সাথে বর্তমানে একই ধরণের একটি চুক্তি রয়েছে মাইক্রোসফটেরও। আর এর আওতায় বিজ্ঞাপন বাবদ প্রাপ্ত অর্থ থেকে একটি অংশ পেয়ে থাকে ইয়াহু। গুগলের সাথে চুক্তির অংশ হিসেবে এবার এই সার্চ জায়ান্টের কাছ থেকেও রাজস্ব পাবে ইয়াহু।

বর্তমানে এই চুক্তি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট ডিভিশনের অনুমোদনের অপেক্ষায় আছে।

সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপন খাতে একচেটিয়া রাজস্ব করছে গুগল ও ফেসবুক। আর তাই এই খাত থেকে ইয়াহুর আয় কমেছে উল্লেখযোগ্য হারে। এর পাশাপাশি অন্যান্য খাত থেকেও ইয়াহুর আয় কমে যাওয়ার কারণে বেশ চাপে আছে প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্লেষকদের ১৩৩ কোটি ডলারের লক্ষ্যমাত্রাও এবার পূরণ করতে পারবে না ইয়াহু। ইয়াহুর মতে, চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ের পরিমাণ ১১৬ কোটি ডলার থেকে ১২০ কোটি ডলার হতে পারে।