এবার অনলাইন হোম শপিং টিভি চ্যানেলে নিজের ডিজাইন করা পোশাক বিক্রি করবেন রুপোলি পর্দা থেকে ফ্যাশন ডিজাইনার বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই মুহূর্তে আসন্ন ছবি ‘সিং ইজ ব্লিং’ ছবির কাজে ভীষণই ব্যস্ত অক্ষয়। কিন্তু এরই মধ্যে অনলাইন টিভি চ্যানেলে নিজের ডিজাইন করা টি-শার্টের সম্ভার আনতে চলেছেন তিনি।
ফেসবুক, টুইটারেও তাঁর নিজের ডিজাইন করা এই শার্টের কথা অনুরাগীদের জানিয়েছেন তিনি। কয়েকটি পোশাকের ছবি দিয়ে তিনি জানিয়েছেন, এই পোশাকগুলির দাম ক্রেতাদের সাধ্যের মধ্যেই থাকবে। প্রত্যেকটির শার্টের দাম পড়বে ৯৯৯ টাকা। অনুরাগী বা ক্রেতাদের কাছ থেকে এব্যাপারে পরামর্শও চেয়েছেন অক্ষয়।