Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

গানের মেলা, প্রাণের মেলা...



‘গান গাই আমার মনরে বুঝাই, মন থাকে পাগল পাড়া, আর কিছু চাই না ভবে গান ছাড়া’। লাইন দুটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেবার অবকাশ নেই। শাহ আব্দুল করিমের জনপ্রিয় এ লাইনগুলোর মতো আরো অনেক গানের কথা, বাণী, অ্যালবাম শোভা পাচ্ছে ‘এমআইবি’র [মিউজিক ইণ্ডাস্ট্রি ওনার’স অব বাংলাদেশ] আয়োজিত প্রথম গান মেলা-২০১৫ তে। এর মাধ্যমে বইমেলার মতো আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি।

গান নিয়ে মেলা বলে এর নাম রাখা হয়েছে ‘গান মেলা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে দশদিন ব্যাপী আয়োজিত এ মেলা শুরু হয়েছে গত ৯ এপ্রিল। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। মেলার আমেজে এরইমধ্যে জমে উঠেছে মেলাটি। সঙ্গীতপ্রেমিরা সারাদিনের কাজ শেষে ছুটে চলছে মেলায়। ছুটে আসছেন শিল্পীরা। ভক্তদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে আবার শিল্পীরা নিজেদের মধ্যে আড্ডায় মেতে উঠছেন।

থাকছে গান নিয়ে আলোচনা, নতুন অ্যালবাম প্রকাশ. সিডি বেচাকেনা। পাশাপাশি প্রতিদিনই আয়োজিত হচ্ছে কনসার্ট। দর্শক দর্শনী ছাড়াই উপভোগ করতে পারছেন এ কনসার্ট। সময় সুযোগে প্রিয় শিল্পীর সঙ্গে তুলে নিচ্ছেন শখের সেলফি। বাংলাদেশ শিল্কপ্পকলা একাডেমিক মাঠপ্রাঙ্গনে নন্দন মঞ্চের পাশেই গান মেলার মূল ফটক। গেট দিয়ে ঢুকেই দেখা যায় মাঠের মাঝখানে একটি সাজানো স্টেজ আর তার সামনে অনেক মানুষ। কেউ বসে আছেন আবার কেউ দাড়িয়ে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন।

যারা বসে আছেন তারা সবাই গান শুনবেন বলে অপেক্ষা করছেন। আপাতত গানের লোকজনদের কথা শুনছেন। মাঠের চারপাশটা ঘুরে দেখার লোভ সামলাতে পারছিলাম না। তাই মঞ্চ থেকে বের হয়ে গেলাম স্টলগুলো ঘুরে আসার জন্য। পুরোটা মাঠের পাশ জুড়ে রয়েছে বিভিন্ন জনপ্রিয় গানের প্রকাশনা স্টল। প্রত্যেকটা স্টল ঘুরে দেখা গেল নতুন পুরাতন সব ভাল লাগার গানের ডিভিডি।

শুধু তাই নয় মেলা শুরুর পর থেকেই প্রায় প্রত্যেকদিন প্রকাশ করা হয় নতুন গানের অডিও অ্যালবাম। চলে প্রতিদিনই গীতিকার,সুরকার,শিল্পীর সমারোহ। আর তাদের কথা শেষেই শুরু হয় গান পরিবেশন। সনামধন্য সব শিল্পীরা এখানে গান পরিবেশন করেন। স্টেজে দেখা গেল আসিফ আকবর, ক্লোজ আপের সাব্বিররা বেশ আনন্দে আছেন। আর তার কারন এই মেলা। অনেক মেলায় তো তারা গিয়েছেন।

নিজেদের কন্ঠে যে গীতিকারের কথা, যে সুরকারের সুর লালন করে শ্রোতাদের মাঝে পরিবেশন করেন গান। সেই গান নিয়েই যদি হয় মেলা তাহলে তো আর কথা নেই। তাই বলতে গেলে এ রকম একটি উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। এবার থেকে প্রতি বছরই এই মেলা উদযাপন করবে ‘এমআইবি’।

আর গান প্রিয় শ্রোতাদের মাঝে যে আরো বেশী আনন্দ তা মাঠের মানুষ দেখলেই বোঝা যায়। ধীরে ধীরে মানুষ আরো বাড়ছে। একটু পরেই এখানে গান পরিবেশন করা হবে। চলবে রাত দশটা পর্যন্ত।

গান নিয়ে এ মেলা যেন প্রাণের মেলায় পরিণত হয়েছে। তবে গানের এ মেলার মাধ্যমে শিল্পীদের মধ্যে যে বিভাজন দৃশ্যমান তা মুছে যাক এমন আশাই করছেন সংগীতপ্রেমীরা...