Entertainment Image

নওয়াজ উদ্দিনের প্রসংশায় নাসিরুদ্দিন শাহনওয়াজ উদ্দিন সিদ্দিকী শেষ অভিনয় করেছেন বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রে। সেখানে পাকিস্তানী গ্রাম্য সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। এর আগে গ্যাংস অব ওয়াসিপুর ছবিতে অনবদ্য অভিনয় করেও প্রশংসা কুড়ান।তিনি সব জায়গায় তার অভিনয়ের গুরু হিসেবে একজনের নামেই উচ্চারণ করেন। তিনি নাসিরুদ্দিন শাহ।

নাসিরুদ্দিন শাহ’র অভিনয় দেখেই নাকি তিনি অভিনয় শিখেছেন। সেই নাসিরুদ্দিন শাহ’ই স্বয়ং এবার নওয়াজের ব্যাপারে মুখ খুললেন। তিনি তার ফেজবুক পেজে লিখেন, ঈদের আগে ও পরে আমি নওয়াজের অভিনয় দেখেছি, দারুন কাজ করছে ছেলেটা। ওর আরো উন্নতি হোক।

আর গুরুর এহেন প্রসংশায় আবেগে আপ্লুত নওয়াজ।