কল্পনাও বোধ হয় এ রকমটা হওয়ার ইচ্ছা পোষণ করেনা। তামিম-ইমরুলের কৃতিত্বে আজ কল্পনাও হার মানলো বাংলাদেশ দলের কাছে। খুলনা টেস্টের চতুর্থ দিনকে নিজেদের রেকর্ডময় দিনের অংশীদার বানিয়ে বাংলাদেশ দলও গড়লো একের পর এক রেকর্ড।
ওপেনিং জুটিতে বাংলাদেশী ব্যাটসম্যানদের এমন ধারাবাহিকতা হয়ত এর আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব। আসাদ শফিক তো সহসাই বলে দিয়েছেন তার কল্পনাতেও ছিল না বাংলাদেশের এই অভাবনীয় ভয়ানক ব্যাটিং। আসাদ শফিকের কল্পনাতে না থাকলেও রেকর্ডের বইতে ঠিক ই কল্পনার ভেতরে থেকে তামিম এবং ইমরুল যায়গা করে নিয়েছেন এক অন্যরকম রেকর্ডের তালিকাতে।
৭৯ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছে বাংলাদেশের দুই ওপেনার। এশিয়ান দলও গুলোর ভেতর ভারতের পর কেবল বাংলাদেশের দুই ওপেনার ব্যাটসম্যান ই পেড়েছে কোন টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই জন ই সেঞ্চুরি করতে।
এর আগে ১৯৩৬ সালে ভারতের দু ওপেনার ভিজয় মার্চেন্ট এবং মুশতাক আলী ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দুই জন ই সেঞ্চুরি করেছিলেন। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার তামিম এবং ইমরুল সেঞ্চুরি করেছেন। ভাগ বসিয়েছেন ভারতের রেকর্ডে।