Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Food Image

রেসিপি চটজলদি টেস্টি রোল

জীভে জল আনা খাবার কার না পছন্দের বলুন তো? কিন্তু অ্যাসিডিটির কারণেই অনেকে এড়িয়ে চলেন একাধিক খাবার৷ তবে এবার সেই চিন্তা মন থেকে মুছে ফেলুন৷ এবারের নন্দিনীর পাতায় রইল এমন দুটি চটজলদি টেস্টি রোলের রেসিপি যা আপনার রসনাকে তৃপ্ত করতে পারে৷ একবার না হয় চেখেই দেখুন….

মুরগির রোটি রোল
উপকরণ
বোননেস মুরগির মাংস ২৫০ গ্রাম, আদা ও রসুন বাটা আধ চা চামচ, গোলমরিচ গুঁড়ো এক চা roll-1চামচ, জিরা আধা চা চামচ, দই ২৫০ গ্রাম, পেঁয়াজবাটা দুই টেবিল চামচ, অথবা তুলসী পাতা কুচি ও তেল৷ লুচির জন্য ময়দা এক কাপ, বলন পরিমাণমতো৷ সাবলাডের জন্য টমেটো দুটি, শশা একটি, পেঁয়াজ কুচি৷ ধনেপাতা, পুদিনাপাতা ও লেবু৷

প্রণালী
মুরগির মাংস ধুয়ে ছোট ছোট টুকরো কেটে নুন ও দু টেবিলচামচ দুই দিয়ে মাখিয়ে একঘন্টা রেখে দিন৷ কড়াইয়ের তেল গরম করে তাতে মাংসের মিশ্রণের সঙ্গে পেঁয়াজবাটা ও আদা রসুন বাটা দিয়ে ভাজুন৷ লাল হয়ে এলে জিরা দিয়ে মুরগির মাংসের মিশ্রণে ঢেলে দিন৷ বেশ খানিক্ষণ কষিয়ে নিন৷ এবার সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন৷ মাংস সেদ্ধ হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে নিন৷ এবার রুটির জন্য মেখে রাখা ময়দা দিয়ে লেচি কেটে হামলকা আঁচে সেঁকে নিন৷ এবার একটি রুচি নিয়ে তাতে মাংসের পুর দিয়ে উপর স্যালাড ও টকদই দিল৷ এবার রুটি ভাঁজ করে টুথপিক দিয়ে আটকে দিন৷ বিকেলের জল খাবারে পরিবেশন করুন৷

চিকেন সসেজ রোল
উপকরণ
চিকেন সসেজ ছয় টুকরো টমেটো সস ২ টেবিল চালচ, মাখন এক টেবিল চামচ, পরোটা ছয় টুকরো৷

প্রণালী
গরম জলে সসেজ দিয়ে তুলে নিন৷ জল ঝড়িয়ে নিন৷ এবার কড়াতে মাখন দিয়ে দিয়ে তাতে সসেজগুলি ভেজে টমেটো সস দিয়ে নামিয়ে নিন৷ পরোটার মধ্যে ভাজা সসেজ দিয়ে মুড়িয়ে গরম গরম পরিবেশন করুন৷


লেখা: সংগৃহিত
ছবি: ইন্টারনেট