Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

৪০ বছর পরেও মুখের সংলাপে \'শোলে\'



'কিতনে আদমি থে', 'তেরা কেয়া হোগা কালিয়া' 'ইয়ে হাত হামকো দে দে ঠাকুর', 'তুমহারার নাম কেয়া হ্যায় বাসান্তি?' অথবা 'ইন কুত্তোকো সামনে মাত নাচনা বাসান্তি'- এমন আরও অসংখ্য সংলাপ আজও ঘোরে মানুষের মুখে মুখে। গল্প, গান, চরিত্র এবং সর্বোপরি 'শোলে' ছবিটি ভারতীয় ছবির ইতিহাসে জনপ্রিয়তার মাইলস্টোন। কিন্তু সংলাপ- ৪০ বছর পেরিয়ে গেলেও আজও নতুন, আজও স্বমহিমায় ব্যবহৃত হচ্ছে জীবনের নানা ক্ষেত্রে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পায় রমেশ সিপ্পী পরিচালিত ছবি 'শোলে'। চিত্রনাট্য এবং কালজয়ী সংলাপ লিখেছেন সেলিম-জাভেদ। ছবির মিউজিক করেছেন রাহুল দেব বর্মন। সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী এবং আমজাদ খান অভিনীত এ ছবির কিছু জনপ্রিয় সংলাপ-

কিতনে আদমি থে....

"তেরা কেয়া হোগা কালিয়া"

"ইয়ে হাত হামকো দে দে ঠাকুর"

হোলি কাব হ্যায়? কাব হ্যায় হোলি???

"শুয়ার কি বাচ্চো"

তুমহারার নাম কেয়া হ্যায় বাসান্তি?

ইতনি সাঁন্নাটা কিউ হ্যায় ভাই?