Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

পকেটেই বহন করা যাবে ওয়াশিং মেশিন



কাপড় পরিষ্কারের জন্য অনেকেই লন্ড্রির দ্বারস্থ হন। আর এসব জায়গায় কাপড় দিতে এবং আনতে অনেকটা সময় নষ্ট হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে নতুন এক ডিভাইস আসলো। ডিভাইসটির নাম 'ডলফি'।

এই ডিভাইসে আলট্রাসনিক প্রযুক্তির শক্তি ব্যবহার করে কাপড় ধোয়া হয়। এই প্রযুক্তিতে জলের মধ্যে আল্ট্রাসাউন্ড কম্পন নির্গত হয় এবং এই আল্ট্রাসাউন্ড তরঙ্গ কাপড়ের ময়লা কণার উপর থেকে ময়লা তুলে ফেলে। এই ডিভাইসের সচেয়ে বড় সুবিধা হল- ভ্রমনে খুব সহজে ব্যাগের ভিতর এটি বহন করা যাবে।