Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

গুগল নির্বাহীকে নিয়োগ দিলেন হিলারি ক্লিনটন



যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে গুগলের একজন শীর্ষ নির্বাহীকে নিয়োগ দিয়েছেন। জানা গেছে, ক্যাম্পেইন প্ল্যানিং বিষয়ে বেশ দক্ষ গুগলের সদ্য সাবেক এই কর্মকর্তা।

স্টেফানি হ্যানন নামক এই কর্মকর্তা গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে পরিচালক হিসেবে কাজ করতেন। নাগরিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন উদ্ভাবন এবং সামাজিক প্রেক্ষাপটে এগুলোর প্রভাব নিয়ে কাজ করতেন তিনি।

আগামী বছর অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে দলের মনোনয়ন পেতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। যদিও তার মনোনয়নের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, এ মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে শীর্ষ দুটি দলের প্রার্থীরাই প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। অনলাইনে প্রচারণার অংশ হিসেবে ওয়েবসাইট তৈরি, অ্যাপ তৈরি এবং নিত্য নতুন কৌশল বের করে প্রচারণাই এই নিয়োগের মূল উদ্দেশ্য।