Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

এলসা হেয়ারস্টাইল



ফ্রোজেন (Frozen) একটি অত্যন্ত জনপ্রিয় অ্যানিমেশন মুভি। এর অন্যতম প্রধান চরিত্র এলসা (Elsa) এর হেয়ারস্টাইলটি আমাদের অনেকেরই পছন্দের একটি হেয়ারস্টাইল। তাহলে শিখে ফেলা যাক, প্রিয় এলসা এর হেয়ারস্টাইলটি।

যা যা প্রয়োজনঃ
হেয়ার ব্রাশ
কার্লিং ওয়ান্ড (curling wand)
হেয়ার পাউডার
হেয়ার স্প্রে
হেয়ার প্যাডিং (যদি থাকে)
হেয়ার ব্যান্ড
লং হেয়ার
ধাপসমূহঃ

১। চুল শ্যাম্পু করে শুকিয়ে ভালভাবে আঁচড়ে নিতে হবে। একটু গ্লসি দেখানোর জন্য হাল্কা একটু তেল দিয়ে নেয়া যেতে পারে। চুল স্ট্রেইট হলে কার্লিং ওয়ান্ড এর মাধ্যমে চুল কার্ল করে নিতে হবে।

২। এবার হেয়ার পাউডার লাগিয়ে ভালভাবে হেয়ার টিজিং(hair-teasing) করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুরো চুলের গোঁড়া টিজিং (চুলের গোঁড়ার দিকে আঁচড়ে চুলকে একটু ফুলিয়ে নেয়া) করা হয়।এটিকে হেয়ার স্প্রে দিয়ে সেট করে নিতে হবে।

যদি হেয়ার প্যাডিং থাকে তাহলে এটি লাগিয়ে চুলের ভলিউম বাড়িয়ে নেয়া যায়।

৩। এবার নিচের ছবিতে দেখানো নিয়মে চুল আঁটকে সাধারন বেণী শুরু করতে হবে।

৪। এবার ফ্রেঞ্চ বেনীর ন্যায় পাশে থেকে চুল নিয়ে বেনীতে লাগাতে হবে।
প্রথম সেকশনে, ডানপাশ থেকে কিছু চুল নিয়ে বেনীর ডানপাশের চুলের সাথে লাগাতে হবে এবং পরে তা বেনীর মাঝের অংশের চুলের সাথে বদল করতে হবে।

২য় সেকশনে, বামপাশ থেকে চুল নিয়ে তা বেনীর বামের অংশের সাথে দিতে হবে এবং তা মাঝের অংশের সাথে বদল করে নিতে হবে।


৫। এভাবে শেষ পর্যন্ত করতে হবে।


৬। চুলের বেণীর শেষ প্রান্তে হেয়ার ব্যান্ড দিতে আঁটকে দিতে হবে। এবার বেনীর চুল একটু করে টেনে দিতে হবে এটকে মোটা দেখানোর জন্য।