Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান



জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’র জন্য চলচ্চিত্র আহ্বান করলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড।গত ২২ সেপ্টেম্বর তারা এই আহ্বান জানান।জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়তে ইচ্ছুকরা ২১ অক্টোবর পর্যন্ত পুরস্কারের জন্য আবেদন জমা দিতে পারবেন।

সেন্সরবোর্ড চলচ্চিত্র জমা দেওয়ার জন্য কিছু নিয়মের কথাও বলেছেন।নিম্নোক্ত নিয়মগুলো মেনে ছবি জমা দিতে হবে প্রযোজকদের-নির্ধারিত ছকে আবেদন করতে হবে, প্রত্যেক আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট চলচ্চিত্রের একটি যথাযথ মানসম্পন্ন প্রিন্ট/ভিডিও জমা দিতে হবে, জমাকৃত ছবির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের নাম, ঠিকানা জীবন বৃত্তান্ত, চলচ্চিত্রের সংক্ষেপে কাহিনী, এছাড়া গানের কথা পনেরো কপি করে ভাইস চেয়ারম্যান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও সদস্য সচিব জুরি বোর্ডের বরাবর আবেদন করতে হবে।

২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে।এগুলো হচ্ছে-
আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ শিল্পী নির্দেশক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা শ্রেষ্ঠ মেক-আপম্যান।