Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

গরমে স্টিম ফেসিয়াল



*প্রথমে মাথার চুল পেছন দিকে টেনে বেঁধে নিন।

*এবার একটা বড় গামলায় অর্ধেকটা ফুটন্ত গরম পানি নিতে হবে। পানির সঙ্গে ১ চামচ যোয়ান, ২টি লেবুর রস বা লেবুর খোসা, ২ চামুচ থেঁতো মৌরি মেশাতে পারেন। এসব উপাদানের নির্যাস আপনার ত্বককে যোগাবে প্রয়োজনীয় পুষ্টি।

*একটা বড় তোয়ালে পিঠের দিক থেকে তাবুর মতো করে মাথার উপরে টেনে গামলা ঢেকে দিন যাতে বাষ্প বেরিয়ে যেতে না পারে।

*চোখ দুটো বন্ধ করুন।

*মাঝে মাঝে তোয়ালে সরিয়ে শ্বাস নিয়ে নিন।

*চামচ দিয়ে পানি নেড়ে দিলে বেশি করে বাষ্প উঠতে থাকবে। এভাবে ১০ মিনিট ভাপ নিন।

*ভাপ নেওয়া শেষ হলে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ তোয়ালে দিয়ে মুছে নিন। সপ্তাহে একবার নিন স্টিম ফেসিয়াল আপনার ত্বককে করবে মনের মতো সুন্দর।

*সব শেষে ময়েসচারাইজার ক্রিম মেখে নিন।

...গরমের দিনে আপনার ত্বক এতো যত্ন শেষেও দেখা দিচ্ছে র্যাুশ আর ব্রণের উৎপাত। লোমকূপে জমে থাকা ময়লা আর ঘামের কবলেই মূলত ত্বকের এই অবস্থা। নিয়মিত ফেসওয়াস ব্যবহার করেও ত্বকের ময়লা পুরোপুরি দূর করা সম্ভব হচ্ছে না। ঠিক এই সময়ে নিতে পারেন স্টিম ফেসিয়ালের যত্ন। এই ফেসিয়াল লোমকূপের গোড়ার আলগা করে ত্বকের ময়লা দূর করতে সহায়তা করবে। এতে ত্বক হবে উজ্জ্বল, মসৃণ, দাগহীন প্রাণবন্ত।