Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

‘বম্বে ভেলভেট’ এ করণের পারিশ্রমিক



বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বম্বে ভেলভেট’ নিয়ে বলিউডপাড়া প্রায় সরগরম। আর এই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে তো রয়েছেনই বলিউডের প্রখ্যাত নির্মাতা করণ জোহর।

‘বম্বে ভেলভেট’ এ করণ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমার মাধ্যমেই মুলত করণের অভিনয়জগতে পা রাখা। তবে মজার ব্যাপার হচ্ছে, এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য করণকে পারিশ্রমিক হিসেবে দেয়া হয়েছে মাত্র ১১ রুপি। বলিউডে অভিনয়শিল্পীদের অনেক বেশি পারিশ্রমিক দেয়ার নিয়ম থাকলেও করণের ক্ষেত্রে সেটা আর ঘটতে দেখা যায়নি।

উল্লেখ্য, ‘বম্বে ভেলভেট’ সিনেমাটি গত ১৫ মে মুক্তি পেয়েছে।